Connect with us

গান বাজনা

৩০ বছরের পুরনো গান নতুন করে আনলো সোলস

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

সোলস ব্যান্ডের সংগীতশিল্পীরা (ছবি: ফেসবুক)

১৯৯৩ সালে প্রকাশিত সোলসের ‘এ এমন পরিচয়’ অ্যালবামের গানগুলো দারুণ জনপ্রিয়তা পায়। এরমধ্যে ‘সাগরের প্রান্তরে’ ৩০ বছর পর নতুন আঙ্গিকে প্রকাশিত হলো। গত ৩০ আগস্ট রাতে ইউটিউবে ব্যান্ডের এবং এর প্রধান পার্থ বড়ুয়া অফিসিয়াল চ্যানেল দুটিতে এসেছে কালজয়ী গানটি।

‘এ এমন পরিচয়’ অ্যালবামে ‘সাগরের প্রান্তরে’ গেয়েছিলেন নাসিম আলী খান। তিন দশক পর নতুন সংগীতায়োজনে এতে তিনিই কণ্ঠ দিয়েছেন। গানের সঙ্গে মিল রেখে সমুদ্র সৈকতে ভিডিওর শুটিং হয়েছে।

সোলস ব্যান্ডের বর্তমান লাইনআপ (ছবি: ফেসবুক)

‘সাগরের প্রান্তরে’ একটি ইংরেজি গানের বাংলা রূপান্তর। এটি হলো ১৯৫৫ সালে প্রকাশিত ‘জ্যামাইকা ফেয়ারওয়েল’। এর কথা, সুর ও কণ্ঠ প্রয়াত আমেরিকান শিল্পী হ্যারি বেলাফন্টের।

সোলসের প্রধান পার্থ বড়ুয়ার আশা,‌ ‘গানটি শুনলে শ্রোতারা নতুন করে পুরনো দিনে ফিরে যাবেন।’

৫০ বছরে পদার্পণ উপলক্ষে শ্রোতাদের একে একে ৫০টি গান উপহার দিতে যাচ্ছে সোলস। এর আগে ‘কিতা ভাইসাব’, ‘রিক্সা’ এবং ‘যদি দেখো’ শিরোনামের গান প্রকাশ করেছে ব্যান্ডটি।

সোলসের সংগীতশিল্পীরা এখন অস্ট্রেলিয়ায় ছয়টি কনসার্টে অংশ নিচ্ছে। আগামী ২ সেপ্টেম্বর সিডনি শহরে সংগীত পরিবেশন করবেন তারা।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ