ওয়ার্ল্ড সিনেমা
৩৬তম টোকিও ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার পেলেন যারা
টোকিও আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের ৩৬তম আসরের পর্দা নামলো। গতকাল (১ নভেম্বর) বিকালে টোকিওর তোহো সিনেমাস হিবিয়ায় সমাপনী আয়োজনে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়। গত ২৩ অক্টোবর শুরু হওয়া ১০ দিনের এই উৎসবে দেখানো হয়েছে ২১৯টি সিনেমা।

প্রতিযোগিতা বিভাগের বিচারকদের সঙ্গে ‘স্নো লেপার্ড’ চলচ্চিত্রের কলাকুশলীরা (ছবি: টোকিও ফিল্ম ফেস্টিভ্যাল)
প্রতিযোগিতা বিভাগ
টোকিও গ্রাঁ প্রিঁ (গভর্নর অব টোকিও অ্যাওয়ার্ড)
স্নো লেপার্ড (পেমা সিডেন, চীন)

‘তাতামি’ সিনেমার দৃশ্য (ছবি: টোকিও ফিল্ম ফেস্টিভ্যাল)
বিশেষ জুরি প্রাইজ
তাতামি (জার আমির ও গাই নাটিভ, ইরান/ইসরায়েল)

ইয়াসনা মির্তামোসবি (ছবি: টোকিও ফিল্ম ফেস্টিভ্যাল)
সেরা অভিনেতা
ইয়াসনা মির্তামোসবি (রোকসানা, ইরান)

জার আমির ইব্রাহিমি (ছবি: টোকিও ফিল্ম ফেস্টিভ্যাল)
সেরা অভিনেত্রী
জার আমির ইব্রাহিমি (তাতামি, ইরান)

কিশি ইয়োশিয়ুকি (ছবি: টোকিও ফিল্ম ফেস্টিভ্যাল)
সেরা পরিচালক
কিশি ইয়োশিয়ুকি; (অ্যাব)নরমাল ডিজায়ার, জাপান

পেং গাওয়ের হাতে পুরস্কার তুলে দেন চাও তাও (ছবি: টোকিও ফিল্ম ফেস্টিভ্যাল)
সেরা শিল্প নির্দেশক
অ্যা লং শট (পেং গাও, চীন)

এবারের উৎসবের শুভেচ্ছাদূত আন্দো মোমোকোর হাত থেকে অডিয়েন্স অ্যাওয়ার্ড নিয়েছেন কিশি ইয়োশিয়ুকি (ছবি: টোকিও ফিল্ম ফেস্টিভ্যাল)
অডিয়েন্স অ্যাওয়ার্ড
(অ্যাব)নরমাল ডিজায়ার (কিশি ইয়োশিয়ুকি, জাপান)

মাহদি আসগরি আজগাদি উৎসবে আসতে না পারায় তার স্ত্রী এবং ‘মারিয়া’ সিনেমার সম্পাদক এলনাজ ইবাদোলাহি (ছবি: টোকিও ফিল্ম ফেস্টিভ্যাল)
এশিয়ান ফিউচার বিভাগ
এশিয়ান ফিউচার সেরা চলচ্চিত্র অ্যাওয়ার্ড: মারিয়া (মাহদি আসগরি আজগাদি, ইরান)

অ্যামাজন প্রাইম ভিডিও টেক ওয়ান অ্যাওয়ার্ড বিজয়ী ও বিচারকেরা (ছবি: টোকিও ফিল্ম ফেস্টিভ্যাল)
অ্যামাজন প্রাইম ভিডিও টেক ওয়ান অ্যাওয়ার্ড
অ্যামাজন প্রাইম ভিডিও টেক ওয়ান অ্যাওয়ার্ড: গন উইথ দ্য উইন্ড (ইয়াং লিপিং, জাপান)
বিশেষ জুরি পুরস্কার: বি প্রিপেয়ার্ড (ইয়াসুমুরা এমি, জাপান)
আকিরা কুরোসাওয়া অ্যাওয়ার্ড
গু শিয়াও-গাং (চীন)
মওলি সুরিইয়া (ইন্দোনেশিয়া)
আজীবন সম্মাননা
ঝাং ইমু
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস