Connect with us

বলিউড

৪০০ কোটি ছাড়ালো রণবীর-আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

আলিয়া ভাট ও রণবীর কাপুর

‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় আলিয়া ভাট ও রণবীর কাপুর (ছবি: ধর্মা প্রোডাকশন্স)

অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ এখন বৈশ্বিক আলোড়নে পরিণত হয়েছে। ঘুমিয়ে থাকা বলিউডের বক্স অফিসকে জাগিয়ে তুলেছে রণবীর কাপুর ও আলিয়া ভাট দম্পতির এই সিনেমা। গত ৯ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তির পর বেশকিছু রেকর্ড গড়েছে এটি।

‘ব্রহ্মাস্ত্র’ প্রদর্শন করা প্রতিটি সিনেমা হল এখনো হাউসফুল। কোথাও কোনো আসন ফাঁকা নেই। মুক্তির তৃতীয় শুক্রবারে সারাভারতে এর ১০ লাখের বেশি অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। মুক্তির তৃতীয় শুক্রবারে ভারতে কোনো সিনেমার এতো টিকিট আগাম বিক্রির নজির এটাই প্রথম। এর অন্যতম কারণ ভারতের জাতীয় সিনেমা দিবসে (২৩ সেপ্টেম্বর) টিকিটের মূল্য নির্ধারণ করা হয় ৭৫ রুপি। নবরাত্রি উপলক্ষে আগামীকাল থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ১০০ রুপিতে বিক্রি হবে সিনেমাটির টিকিট।

মুক্তির ১৫তম দিনটিতে ভারতের সব ভাষার সংস্করণ মিলিয়ে ভারতীয় পৌরাণিক ফ্যান্টাসি ধাঁচের সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’ আয় করেছে ১০ কোটি ৫০ লাখ রুপি। এরমধ্যে হিন্দি সংস্করণ থেকে এসেছে ৯ কোটি রুপি।

রণবীর কাপুর ও আলিয়া ভাট

‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় আলিয়া ভাট ও রণবীর কাপুর (ছবি: ধর্মা প্রোডাকশন্স)

প্রথম সপ্তাহে ভারতে সব ভাষার সংস্করণ মিলিয়ে ‘ব্রহ্মাস্ত্র’ আয় করেছে ১৭৩ কোটি রুপি। এরমধ্যে শুধু হিন্দি সংস্করণ থেকে এসেছে ১৫৩ কোটি রুপি। দ্বিতীয় সপ্তাহে সব ভাষার সংস্করণ মিলিয়ে আয়ের পরিমাণ ৫৮ কোটি ২০ লাখ রুপি। এখন পর্যন্ত শুধু ভারতে সর্বমোট আয়ের পরিমাণ ২৪৭ কোটি ৮০ লাখ রুপি।

ভারতের বাইরে বহির্বিশ্বেও দারুণ ব্যবসা করছে ‘ব্রহ্মাস্ত্র’। বিদেশে মুক্তির প্রথম তিন দিনে সিনেমাটি আয় করেছে ৬০ লাখ মার্কিন ডলার। প্রথম সপ্তাহে সেই সংখ্যা দাঁড়ায় ৯০ লাখ মার্কিন ডলার। দ্বিতীয় সপ্তাহ শেষে মোট ১ কোটি ২৫ লাখ মার্কিন ডলার এসেছে।

করণ জোহরের প্রযোজনায় ‘ব্রহ্মাস্ত্র: দ্য শিবা’য় গুরু চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। এছাড়া আছেন দক্ষিণী তারকা নাগার্জুনা এবং মৌনি রয়। অতিথি চরিত্রে আছেন শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন।

রণবীর কাপুর

‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় রণবীর কাপুর (ছবি: ধর্মা প্রোডাকশন্স)

‘ব্রহ্মাস্ত্র’র আয়ের পরিসংখ্যান
প্রথম দিন: ৩৭ কোটি ৫০ লাখ রুপি (হিন্দি সংস্করণ ৩১ কোটি ৫ লাখ রুপি)
দ্বিতীয় দিন: ৪১ কোটি ৫০ লাখ রুপি (হিন্দি সংস্করণ ৩৭ কোটি ৫ লাখ রুপি)
তৃতীয় দিন: ৪৬ কোটি রুপি (হিন্দি সংস্করণ ৩৯ কোটি ৫ লাখ রুপি)
চতুর্থ দিন: ১৬ কোটি ২৫ লাখ রুপি (হিন্দি সংস্করণ ১৪ লাখ রুপি)
পঞ্চম দিন: ১২ কোটি ২৫ লাখ রুপি (হিন্দি সংস্করণ ১১ কোটি ২৫ লাখ রুপি)
ষষ্ঠ দিন: ১০ কোটি ৫০ লাখ রুপি (হিন্দি সংস্করণ ৯ কোটি ৬০ লাখ রুপি)
সপ্তম দিন: ৯ কোটি ৭৫ লাখ রুপি (হিন্দি সংস্করণ ৯ কোটি রুপি)
মোট: ১৭৩ কোটি ৭৫ লাখ রুপি

রণবীর কাপুর

‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় রণবীর কাপুর (ছবি: ধর্মা প্রোডাকশন্স)

দ্বিতীয় সপ্তাহ
অষ্টম দিন: ১০ কোটি ২৫ লাখ রুপি (হিন্দি সংস্করণ ৯ কোটি ৩৫ লাখ রুপি)
নবম দিন: ১৫ কোটি ২৫ লাখ রুপি (হিন্দি সংস্করণ ১৪ কোটি রুপি)
দশম দিন: ১৮ কোটি ২৫ লাখ রুপি (হিন্দি সংস্করণ ১৭ কোটি রুপি)
১১তম দিন: ৪ কোটি ৫০ লাখ রুপি (হিন্দি সংস্করণ ৪ কোটি রুপি)
১২তম দিন: ৩ কোটি ৭০ লাখ রুপি (হিন্দি সংস্করণ ৩ কোটি ৪০ লাখ রুপি)
১৩তম দিন: ৩ কোটি ১০ লাখ রুপি (হিন্দি সংস্করণ ২ কোটি ৮০ লাখ রুপি)
১৪তম দিন: ২ কোটি ৭০ লাখ রুপি (হিন্দি সংস্করণ ২ কোটি ৪০ লাখ রুপি)
মোট: ৫৮ কোটি ২০ লাখ রুপি (হিন্দি সংস্করণ ৫২ কোটি ৯৫ লাখ রুপি)

আলিয়া ভাট ও রণবীর কাপুর

‘ব্রক্ষ্মাস্ত্র’ সিনেমার গানে আলিয়া ভাট ও রণবীর কাপুর (ছবি: ইনস্টাগ্রাম)

তৃতীয় সপ্তাহ
১৫তম দিন: ১০ কোটি ২৫ লাখ রুপি (হিন্দি সংস্করণ ৯ কোটি রুপি)
১৬তম দিন: ৫ কোটি ৬০ লাখ রুপি (হিন্দি সংস্করণ ৫ কোটি ১০ লাখ রুপি)
সর্বমোট: ২৪৭ কোটি ৮০ লাখ রুপি (হিন্দি সংস্করণ ২২০ কোটি ৪০ লাখ রুপি)
ভারতের সব ভাষার সংস্করণের সর্বমোট আয়: ২৯৮ কোটি রুপি
বিশ্বব্যাপী সর্বমোট আয়: ৪০৩ কোটি রুপি

সিনেমাওয়ালা প্রচ্ছদ