Connect with us

বলিউড

৫ দিনেই ২০০ কোটির ক্লাবে ‘গাদার টু’

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

‘গাদার টু’ সিনেমায় সানি দেওল (ছবি: জি স্টুডিওস)

বলিউড বক্স অফিসে সুনামি তুলেছে সানি দেওল অভিনীত ‘গাদার টু’। এর ইতিহাস গড়া ব্যবসায়িক সাফল্য সব প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। বি-টাউনের আশাবাদীরাও কেউ এমন রেকর্ড আশা করেননি।

৮০ কোটি রুপি বাজেটে অনিল শর্মা পরিচালিত ‘গাদার টু’র গর্জন অব্যাহত রয়েছে। গত ১১ আগস্ট মুক্তির পর পঞ্চম দিনে ২০০ কোটির ক্লাবে ঢুকেছে এটি। পাঁচ দিনে এর টিকিট বিক্রি থেকে এসেছে ২২৮ কোটি ৯৮ লাখ রুপি। এবারই প্রথম সানি দেওলের কোনো সিনেমা এই মাইলফলক স্পর্শ করলো।

হিন্দি ভাষার সিনেমার ইতিহাসে এর আগে ‘কে.জি.এফ-চ্যাপ্টার টু’ মুক্তির পঞ্চম দিনে ২০০ কোটির ক্লাবে নাম লেখায়। বলিউডের ইতিহাসে সুপারস্টার শাহরুখ খানের ‘পাঠান’ কেবল মুক্তির চার দিনে ২০০ কোটির মাইলফলক অতিক্রম করতে পেরেছে।

‘গাদার টু’ সিনেমায় আমিশা প্যাটেল ও সানি দেওল (ছবি: জি স্টুডিওস)

সব হিসাব-নিকাশ পাল্টে বক্স অফিস সাফল্যের নতুন মানদণ্ড তৈরি করে দিয়েছে ‘গাদার টু’। ২০ লাখ টিকিট অগ্রিম বিক্রি হওয়ার রেকর্ড সৃষ্টির মাধ্যমেই সুনামির পূর্বাভাস পাওয়া গেছে। ভারতের ছোট শহরতলীতে সারাদিন পেরিয়ে মধ্যরাতের পরেও ভোর পর্যন্ত সিনেমাটির প্রদর্শনী হচ্ছে। কিছু কিছু সিনেমাহল ও মাল্টিপ্লেক্সে প্রথমবারের মতো রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত চলছে এটি।

বলিউড সুপারস্টার সালমান খান সোশ্যাল মিডিয়ায় সানি দেওলকে অভিনন্দন জানিয়েছেন। ‘গাদার টু’র পোস্টার শেয়ার করে তিনি লিখেছেন, “আড়াই কেজি ওজনের হাতের সমান ৪০ কোটির শুরু। সানি পাজি ঘায়েল করে দিলেন। ‘গাদার টু’র সব কলাকুশলীকে অভিনন্দন।”

‘গাদার টু’ সিনেমায় সানি দেওল (ছবি: জি স্টুডিওস)

২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ‘গাদার: এক প্রেম কথা’য় দেখা গেছে, অমৃতসারের শিখ ট্রাক ড্রাইভার তারা সিং ছেলেকে নিয়ে অবৈধভাবে পাকিস্তানে প্রবেশ করে স্ত্রীকে মুক্ত করে আনে। সিনেমাটি যেখানে শেষ হয়েছিলো জি স্টুডিওস প্রযোজিত ‘গাদার টু’র গল্প সেখান থেকে শুরু। এরপর ১৭ বছর পরের ১৯৭১ সালের প্রেক্ষাপট দেখানো হয়েছে। এবার ছেলে জিতেকে উদ্ধারের জন্য পাকিস্তানে পা রাখে তারা সিং।

২২ বছর আগে ‘গাদার: এক প্রেম কথা’ বক্স অফিসে অভূতপূর্ব সাফল্য পেয়েছিলো। এর সিক্যুয়েল বলেই ‘গাদার টু’ নিয়ে এতো উন্মাদনা। আগের পর্বে তারা সিং ও সাকিনা চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল ও আমিশা প্যাটেল। আবার তাদের রসায়ন দর্শক মাতিয়েছে।

‘গাদার টু’ সিনেমায় আমিশা প্যাটেল ও সানি দেওল (ছবি: জি স্টুডিওস)

তারা-সাকিনার ছেলে চরণজিৎ সিং ওরফে জিতের ভূমিকায় ছিলেন পরিচালক অনিল শর্মার ছেলে উৎকর্ষ শর্মা। তখন তিনি ছিলেন শিশুশিল্পী। দ্বিতীয় পর্বে তাকে টগবগে তরুণ হিসেবে দেখা গেছে। এছাড়া গুরুত্বপূর্ণ একটি দৃশ্যের জন্য কম্পিউটারের কারিকুরিতে সাকিনার বাবার চরিত্রের জন্য অমরিশ পুরিকে তৈরি করা হয়েছে। ২০০৫ সালের ১২ জানুয়ারি মারা গেছেন তিনি।

‘গাদার টু’ সিনেমায় উৎকর্ষ শর্মা ও সানি দেওল (ছবি: জি স্টুডিওস)

এদিকে সানি দেওলের সৎ বোন এশা দেওল তার বন্ধু ও পরিবারের জন্য ‘গাদার টু’র একটি প্রদর্শনী করেছেন। ২০২৩ সাল দেওল পরিবারের জন্য পোয়াবোরো বলা চলে! তাদের বড় কর্তা ধর্মেন্দ্র ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে শাবানা আজমির সঙ্গে চুম্বন দৃশ্যের জন্য ব্যাপক আলোচিত হয়েছেন। ববি দেওল অভিনীত ‘অ্যানিমেল’ মুক্তি পাবে ১ ডিসেম্বর। এটি বানিয়েছেন ‘কবির সিং’ খ্যাত সন্দীপ বাঙ্গা রেড্ডি।

ধর্মেন্দ্রর নাতি ও সানি দেওলের বড় ছেলে করণ দেওল দীর্ঘদিনের প্রেমিকা দৃশা আচার্যকে গত ১৮ জুন বিয়ে করেছেন। সানি দেওলের ছোট ছেলে রাজবীর দেওল বড় পর্দায় আসছেন। সুরজ আর. বরজাতিয়ার ছেলে অবনিশ এস. বরজাতিয়া পরিচালিত ‘দোনো’ নামের একটি সিনেমায় তার বিপরীতে থাকবেন অভিনেত্রী পুনম ধিলনের মেয়ে পালোমা ধিলন থাকেরিয়া। মজার ব্যাপার হলো, ধর্মেন্দ্র ও সানি দেওলের নায়িকা ছিলেন পুনম।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ