Connect with us

গান বাজনা

৫ বছর পর ইমরান-পূজা, সঙ্গে দীঘি

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

প্রার্থনা ফারদিন দীঘি, ইমরান মাহমুদুল ও বাঁধন সরকার পূজা (ছবি: ফেসবুক)

সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও গায়িকা বাঁধন সরকার পূজা পাঁচ বছর পর আবার একসঙ্গে গাইলেন। তাদের নতুন গানের শিরোনাম ‘চোখে চোখে’। এর ভিডিওতে তাদের সঙ্গে মডেল হয়েছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। এছাড়া আছেন জিলানী। 

সোশ্যাল মিডিয়ায় আজ (২৭ অক্টোবর) ইমরান উল্লেখ করেন, ‘পাঁচ বছর পর আমি আর পূজা আবার একসঙ্গে গান করলাম। এতে আমার সঙ্গে অভিনয় করেছে দীঘি ও পূজা।’

ইমরান মাহমুদুল ও প্রার্থনা ফারদিন দীঘি (ছবি: ফেসবুক)

‘চোখে চোখে’ গানটির কথা লিখেছেন ভারতের পীযূষ দাস। এর সুর ও সংগীত ইমরানের। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন শাহরিয়ার পলক (প্রেক্ষাগৃহ)। আগামী ৫ নভেম্বর সিএমভি’র ব্যানারে এটি অবমুক্ত হবে।

ইমরান মাহমুদুল ও বাঁধন সরকার পূজা (ছবি: ফেসবুক)

ইমরান ও পূজার বেশ কিছু দ্বৈত গান শ্রোতাপ্রিয় হয়েছে। এরমধ্যে রয়েছে ‘দূরে দূরে’, ‘মানে না মন’, ‘বলবো তোকে আজ’, ‘কেনো বারেবারে’, ‘এ জীবন’, ‘বোঝে না হিয়া’, ‘কী জাদু’, ‘জানুক সারা পৃথিবী’, ‘শুধু তুমি’, ‘তুমি শুধু আমার’।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ