Connect with us

হলিউড

৬৫ বছরের পুরনো বেনারসি শাড়ি দিয়ে বানানো পোশাকে প্রিয়াঙ্কা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

প্রিয়াঙ্কা চোপড়া (ছবি: ইনস্টাগ্রাম)

অনেকদিন পর নিজের দেশ ভারতে এসেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তার সঙ্গে আছেন স্বামী আমেরিকান গায়ক-অভিনেতা নিক জোনাস ও একমাত্র মেয়ে মালতি ম্যারি জোনাস। স্বাভাবিকভাবেই তাদের দিকে স্পটলাইট।

ভারতীয় শিল্প-সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণ ও প্রচারের জন্য মুম্বাইয়ে জিও ওয়ার্ল্ড সেন্টারে অবস্থিত বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে গড়ে তোলা নিতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের (এনএমএসিসি) উদ্বোধনী আয়োজনে অংশ নিয়েছেন প্রিয়াঙ্কা। প্রাচীন আমেজের সঙ্গে আধুনিকতার মিশেল ফুটে ওঠা হাতে বানানো পোশাকে নজর কেড়েছেন তিনি।

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস (ছবি: ইনস্টাগ্রাম)

প্রিয়াঙ্কা উল্লেখ করেছেন, তার পরা পোশাকটি ৬৫ বছরের পুরনো একটি বেনারসি পাটোলা (ব্রোকেড) শাড়িতে রুপালি সুতা ও খাদি সিল্কের ওপর একটি সোনার ইলেক্ট্রোপ্লেটিং ব্যবহার করে তৈরি হয়েছে। এতে সিকুইন্স ও বুটিদার রেশমি কাপড়ে ইন্দোনেশিয়ান ঢঙের বুননে প্রতিফলিত হয়েছে নয়টি রঙ।

বেবি ট্যাক্সির সামনে দাঁড়িয়ে তোলা কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘আমার চিরকালের সঙ্গী নিক জোনাসের সঙ্গে সন্ধ্যায় ঘুরতে বেরিয়েছিলাম। আমার পোশাক ছিলো পূর্ব ও পশ্চিমের সমন্বয়। ঠিক আমার মতো! চমকপ্রদ ব্যাপার হলো, অটো চাচা কেক নিলেন! এটা বেশ আনন্দের ছিলো। ধন্যবাদ অটো চাচা!’

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস (ছবি: ইনস্টাগ্রাম)

এনএমএসিসি’র উদ্বোধনী আয়োজন হয়েছে দুই দিন। প্রথম দিন আরেকটি পোশাকে নজর কেড়েছেন প্রিয়াঙ্কা। তার সঙ্গে প্যান্ট-স্যুটে দারুণ সুদর্শন লেগেছে নিককে।

 

সিনেমাওয়ালা প্রচ্ছদ