টেলিভিশন
৭৬তম এমি অ্যাওয়ার্ডসের বিজয়ী তালিকা, জাপানি সিরিজের ইতিহাস
৭৬তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে ইতিহাস গড়লো জাপানি টিভি সিরিজ ‘শোগুন’। প্রথম অ-ইংরেজি ভাষার অনুষ্ঠান হিসেবে আউটস্ট্যান্ডিং ড্রামা সিরিজ পুরস্কার জিতেছে এটি। এতে অনবদ্য নৈপুণ্যের জন্য ড্রামা সিরিজের আউটস্ট্যান্ডিং অভিনেতা ও অভিনেত্রী হয়েছেন যথাক্রমে জাপানি তারকা হিরোয়ুকি সানাদা ও আনা সাওয়াই।
‘শোগুন’ ছাড়াও চারটি করে পুরস্কার জিতেছে ‘দ্য বিয়ার’ ও ‘বেবি রেইন্ডিয়ার’। সোমবার রাতে (বাংলাদেশ সময় ১৬ সেপ্টেম্বর সকাল) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে ২৫টি শাখার বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
আমেরিকান টেলিভিশন শিল্পের সবচেয়ে মর্যাদাসম্পন্ন স্বীকৃতি এমি অ্যাওয়ার্ডসের এবারের আসরে ২০২৩ সালের ১ জুন থেকে ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত মুক্তিপ্রাপ্ত অনুষ্ঠানের মধ্য থেকে সেরাদের স্বীকৃতি দেওয়া হয়েছে। অ্যাকাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেসের এই জমকালো আয়োজন সঞ্চালনা করেছেন কানাডিয়ান অভিনেতা-কমেডিয়ান ইউজিন লেভি ও তার ছেলে অভিনেতা ড্যান লেভি।
৭৬তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে বিজয়ী তালিকা
ড্রামা সিরিজ শাখা
আউটস্ট্যান্ডিং ড্রামা সিরিজ: শোগুন (এফএক্স)
আউটস্ট্যান্ডিং অভিনেতা (ড্রামা সিরিজ): হিরোয়ুকি সানাদা (শোগুন)
আউটস্ট্যান্ডিং অভিনেত্রী (ড্রামা সিরিজ): আনা সাওয়াই (শোগুন)
আউটস্ট্যান্ডিং পার্শ্ব অভিনেতা (ড্রামা সিরিজ): বিলি ক্রুডাপ (দ্য মর্নিং শো, অ্যাপল টিভি প্লাস)
আউটস্ট্যান্ডিং পার্শ্ব অভিনেত্রী (ড্রামা সিরিজ): এলিজাবেথ ডেবিকি (দ্য ক্রাউন, নেটফ্লিক্স)
আউটস্ট্যান্ডিং পরিচালক (ড্রামা সিরিজ): ফ্রেডেরিক ই.ও. টোয় (শোগুন, পর্ব: ক্রিমসন স্কাই)
আউটস্ট্যান্ডিং চিত্রনাট্যকার (ড্রামা সিরিজ): উইল স্মিথ (স্লো হর্সেস, পর্ব: নেগোশিয়েটিং উইথ টাইগার্স, অ্যাপল টিভি প্লাস)
কমেডি সিরিজ
আউটস্ট্যান্ডিং কমেডি সিরিজ: হ্যাকস (ম্যাক্স)
আউটস্ট্যান্ডিং অভিনেতা (কমেডি সিরিজ): জেরেমি অ্যালেন হোয়াইট (দ্য বিয়ার)
আউটস্ট্যান্ডিং অভিনেত্রী (কমেডি সিরিজ): জিন স্মার্ট (হ্যাকস)
আউটস্ট্যান্ডিং পার্শ্ব অভিনেতা (কমেডি সিরিজ): এবন মস-বাচরেক (দ্য বিয়ার)
আউটস্ট্যান্ডিং পার্শ্ব অভিনেত্রী (কমেডি সিরিজ): লাইজা কোলন-জায়াস (দ্য বিয়ার)
আউটস্ট্যান্ডিং পরিচালক (কমেডি সিরিজ): ক্রিস্টোফার স্টোরার (দ্য বিয়ার, পর্ব: ফিশেজ)
আউটস্ট্যান্ডিং চিত্রনাট্যকার (কমেডি সিরিজ): লুসিয়া আনিয়েলো, পল ডব্লিউ ডাউন্স, জেন স্টাটস্কি (হ্যাকস, পর্ব: বুলেটপ্রুফ)
(লিমিটেড অথবা অ্যান্থলজি সিরিজ অথবা মুভি)
আউটস্ট্যান্ডিং লিমিটেড অথবা অ্যান্থলজি সিরিজ: বেবি রেইন্ডিয়ার (নেটফ্লিক্স)
আউটস্ট্যান্ডিং অভিনেতা (লিমিটেড অথবা অ্যান্থলজি সিরিজ অথবা মুভি): রিচার্ড গাড (বেবি রেইন্ডিয়ার)
আউটস্ট্যান্ডিং অভিনেত্রী (লিমিটেড অথবা অ্যান্থলজি সিরিজ অথবা মুভি): জোডি ফস্টার (ট্রু ডিটেক্টিভ: নাইট কান্ট্রি)
আউটস্ট্যান্ডিং পার্শ্ব অভিনেত্রী (লিমিটেড সিরিজ): লামোর্ন মরিস (ফার্গো, এফএক্স)
আউটস্ট্যান্ডিং পার্শ্ব অভিনেতা (লিমিটেড সিরিজ): জেসিকা গানিং (বেবি রেইন্ডিয়ার)
আউটস্ট্যান্ডিং পরিচালক (লিমিটেড সিরিজ): রিপ্লি (স্টিভেন জেইলিয়ান, নেটফ্লিক্স)
আউটস্ট্যান্ডিং চিত্রনাট্যকার (লিমিটেড সিরিজ): রিচার্ড গাড (বেবি রেইন্ডিয়ার)
রিয়েলিটি শো
কম্পিটিশন অনুষ্ঠান: দ্য ট্রেইটর্স (পিকক)
আউটস্ট্যান্ডিং টক সিরিজ: দ্য ডেইলি শো (কমেডি সেন্ট্রাল)
আউটস্ট্যান্ডিং স্ক্রিপ্টেড ভ্যারাইটি সিরিজ: লাস্ট উইক টুনাইট উইথ জন অলিভার (এইচবিও)
আউটস্ট্যান্ডিং চিত্রনাট্যকার (ভ্যারাইটি স্পেশাল): আলেক্স এডেলম্যান (জাস্ট ফর আস, এইচবিও)
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস