Connect with us

ওয়ার্ল্ড সিনেমা

৮১তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে সর্বোচ্চ মনোনয়ন ‘বার্বি’র

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

‘বার্বি’ তারকা মার্গো রবি (ছবি: ওয়ার্নার ব্রাদার্স)

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৮১তম আসরে সর্বোচ্চ ৯টি শাখায় মনোনীত হলো গ্রেটা গারউইগ পরিচালিত ‘বার্বি’। দ্বিতীয় সর্বাধিক ৮টি মনোনয়ন পেয়েছে ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’। মার্টিন স্করসেসির ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ ও ইয়োর্গস লানতিমোসের ‘পুয়োর থিংস’ সিনেমার ঘরে এসেছে ৭টি করে মনোনয়ন।

গত ১১ ডিসেম্বর মনোনীত তালিকা ঘোষণা করেন আমেরিকান অভিনেতা সেড্রিক দ্য এন্টারটেইনার ও উইলমার ভালদেরামা। বিভিন্ন দেশের সিনেমার পাশাপাশি ২০২৩ সালের আমেরিকান টেলিভিশন চ্যানেলের সেরা কাজগুলোকে পুরস্কৃত করা হবে। ছোট পর্দার শাখাগুলোতে সর্বোচ্চ ৯টি মনোনয়ন পেয়েছে ‘সাকসেশন’।

এবারই প্রথম প্রতিটি বিভাগে পাঁচটির পরিবর্তে মনোনীত সংখ্যা দাঁড়িয়েছে ছয়। এছাড়া রয়েছে নতুন দুটি শাখা। এগুলো হলো ‘সিনেম্যাটিক অ্যান্ড বক্স অফিস অ্যাচিভমেন্ট’ এবং ‘সেরা স্ট্যান্ড-আপ কমেডিয়ান’।

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস

চলতি বছরের জুনে হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশনের (এইচএফপিএ) কাছ থেকে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের পুরো নিয়ন্ত্রণ কিনে নেয় ডিক ক্লার্ক প্রোডাকশন্স ও এলড্রিজ ইন্ডাস্ট্রিজ। এবার অনুষ্ঠানটি সম্প্রচার করবে সিবিএস নেটওয়ার্ক। ১৯৮২ সাল থেকে এনবিসি চ্যানেলে দেখানো হয়েছে এই আয়োজন।

২০২৪ সালের ৭ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বেভারলি হিলসের দ্য বেভারলি হিলটন হোটেলে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস প্রদান করা হবে।

‘বার্বি’র দৃশ্যে মার্গো রবি (ছবি: ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স)

৮১তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের পুরো মনোনয়ন তালিকা
সেরা সিনেমা (ড্রামা)
অ্যানাটমি অব অ্যা ফল, কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন, মায়েস্ত্রো, ওপেনহাইমার, পাস্ট লাইভস, দ্য জোন অব ইন্টারেস্ট

সেরা সিনেমা (মিউজিক্যাল অথবা কমেডি)
এয়ার, আমেরিকান ফিকশন, বার্বি, দ্য হোল্ডওভারস, মে ডিসেম্বর, পুয়োর থিংস

সেরা অভিনেতা (ড্রামা)
ব্র্যাডলি কুপার (মায়েস্ত্রো), লিওনার্দো ডিক্যাপ্রিও (কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন), কোলম্যান ডমিঙ্গো (রাস্টিন), ব্যারি কিওগ্যান (সল্টবার্ন), কিলিয়ান মারফি (ওপেনহাইমার), অ্যান্ড্রু স্কট (অল অব আস স্ট্রেঞ্জার্স)

সেরা অভিনেত্রী (ড্রামা)
অ্যানেট বেনিং (নায়াড), লিলি গ্ল্যাডস্টোন (কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন), সান্ড্রা হুলার (অ্যানাটমি অব অ্যা ফল), গ্রেটা লি (পাস্ট লাইভস), ক্যারি মালিগ্যান (মায়েস্ত্রো), কেইলি স্পেনি (প্রিসিলা)

সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি)
নিকোলাস কেজ (ড্রিম সিনারিও), টিমোথি শালামে (ওঙ্কা), ম্যাট ডেমন (এয়ার), পল জিয়ামাত্তি (দ্য হোল্ডওভারস,), ওয়াকিন ফিনিক্স (বো ইজ অ্যাফরেইড), জেফ্রি রাইট (আমেরিকান ফিকশন)

সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি)
ফ্যান্টাসিয়া বারিনো (দ্য কালার পারপল), জেনিফার লরেন্স (নো হার্ড ফিলিংস), নাটালি পোর্টম্যান (মে ডিসেম্বর), আলমা পয়েস্তি (ফলেন লিভস), মার্গো রোবি (বার্বি), এমা স্টোন (পুয়োর থিংস)

সেরা পার্শ্ব-অভিনেতা
উইলেম ড্যাফো (পুয়োর থিংস), রবার্ট ডি নিরো (কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন), রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহাইমার), রায়ান গসলিং (বার্বি), চার্লস মেল্টন (মে ডিসেম্বর), মার্ক রাফেলো (পুয়োর থিংস)

সেরা পার্শ্ব-অভিনেত্রী
এমিলি ব্লান্ট (ওপেনহাইমার), ড্যানিয়েল ব্রুকস (দ্য কালার পারপল), জোডি ফস্টার (নায়াড), জুলিয়ান মুর (মে ডিসেম্বর), রোসামুন্ড পাইক (সল্টবার্ন), ডে’ভাইন জয় র‌্যান্ডলফ (দ্য হোল্ডওভারস)

সেরা পরিচালক
ব্র্যাডলি কুপার (মায়েস্ত্রো), গ্রেটা গারউইগ (বার্বি), ইয়োর্গস লানতিমোস (পুয়োর থিংস), ক্রিস্টোফার নোলান (ওপেনহাইমার), মার্টিন স্করসেসি (কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন), সেলিন সং (পাস্ট লাইভস)

সেরা চিত্রনাট্য
বার্বি (গ্রেটা গারউইগ, নোয়া বাউমবাখ), পুয়োর থিংস (টনি ম্যাকনামারা), ওপেনহাইমার (ক্রিস্টোফার নোলান), কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন (এরিক রোথ, মার্টিন স্করসেসি), সেলিন সং (পাস্ট লাইভস), অ্যানাটমি অব অ্যা ফল (জাস্টিন ত্রিয়েত, আর্থার হারারি)

সেরা অ্যানিমেটেড সিনেমা
দ্য বয় অ্যান্ড দ্য হেরন (তোহো), এলেমেন্টাল (ডিজনি), স্পাইডার-ম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার-ভার্স (সনি পিকচার্স অ্যানিমেশন), দ্য সুপার মারিও ব্রোস. মুভি (ইউনিভার্সেল পিকচার্স), সুজুমে (তোহো), উইশ (ডিজনি)

সেরা বিদেশি ভাষার সিনেমা
অ্যানাটমি অব অ্যা ফল (ফ্রান্স), ফলেন লিভস (ফিনল্যান্ড), ইও ক্যাপিতানো (ইতালি), পাস্ট লাইভস (যুক্তরাষ্ট্র), সোসাইটি অব দ্য স্নো (স্পেন), দ্য জোন অব ইন্টারেস্ট (যুক্তরাজ্য/পোল্যান্ড/যুক্তরাষ্ট্র)

সেরা মৌলিক সুর
ইয়ার্সকিন ফেনড্রিক্স (পুয়োর থিংস), লুদবিগ গোরানসন (ওপেনহাইমার), জোয়ি হিসাইশি (দ্য বয় অ্যান্ড দ্য হেরন), মিকা লেভি (দ্য জোন অব ইন্টারেস্ট), ড্যানিয়েল পেম্বারটন (স্পাইডার-ম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার-ভার্স), রবার্ট রবার্টসন (কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন)

সেরা মৌলিক গান
অ্যাডিক্টেড টু রোম্যান্স (শি কেম টু মি; ব্রুস স্প্রিংস্টিন), ড্যান্স দ্য নাইট (বার্বি; দুয়া লিপা, মার্ক রনসন, অ্যান্ড্রু ওয়ায়েট, কারোলিন আইলিন), আই’ম জাস্ট কেন (বার্বি; মার্ক রনসন, অ্যান্ড্রু ওয়ায়েট), পিচেস (দ্য সুপার মারিও ব্রোস. মুভি; জ্যাক ব্ল্যাক, অ্যারন হোরভাথ, মাইকেল জেলেনিক, এরিক ওসমন্ড, জন স্পাইকার), রোড টু ফ্রিডম (রাস্টিন, লেনি ক্রাভিৎজ), হোয়াট ওয়াজ আই মেড ফর? (বার্বি; বিলি আইলিশ, ফিনিয়াস ও’কনেল)

সিনেম্যাটিক বক্স অফিস অ্যাচিভমেন্ট
বার্বি, গার্ডিয়ান্স অব দ্য গ্যালাক্সি ভলিউম.থ্রি, জন উইক: চ্যাপ্টার ফোর, মিশন: ইমপসিবল-ডেড রেকোনিং পার্ট ওয়ান, ওপেনহাইমার, স্পাইডার-ম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার-ভার্স, দ্য সুপার মারিও ব্রোস. মুভি, টেলর সুইফট: দ্য ইরাস ট্যুর

টেলিভিশন
সেরা স্ট্যান্ড-আপ কমেডিয়ান
রিকি জার্ভেজ (রিকি জার্ভেজ: আরমাগেডন), ট্রেভর নোয়া (ট্রেভর নোয়া: হোয়্যার ওয়াজ আই), ক্রিস রক (ক্রিস রক: সিলেক্টিভ আউটরেজ), অ্যামি শুমার (অ্যামি শুমার: ইমার্জেন্সি কন্টাক্ট), সারাহ সিলভারম্যান (সারাহ সিলভারম্যান: সামওয়ান ইউ লাভ), ওয়ান্ডা সাইকস (ওয়ান্ডা সাইকস: আই’ম অ্যান এন্টারটেইনার)

সেরা টিভি সিরিজ (ড্রামা)
১৯২৩, দ্য ক্রাউন, দ্য ডিপ্লোম্যাট, দ্য লাস্ট অব আস, দ্য মর্নিং শো, সাকসেশন

সেরা অভিনেতা (ড্রামা সিরিজ)
ব্রায়ান কক্স (সাকসেশন), কিয়েরান কালকিন (সাকসেশন), গ্যারি ওল্ডম্যান (স্লো হর্সেস), পেড্রো পাসকাল (দ্য লাস্ট অব আস), জেরেমি স্ট্রং (সাকসেশন), ডমিনিক ওয়েস্ট (দ্য ক্রাউন)

সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ)
হেলেন মিরেন (১৯২৩), বেলা রামজি (দ্য লাস্ট অব আস), কেরি রাসেল (দ্য ডিপ্লোম্যাট), সারাহ স্নুক (সাকসেশন), ইমেল্ডা স্টনটন (দ্য ক্রাউন) এবং এমা স্টোন (দ্য কার্স)

সেরা টিভি সিরিজ (মিউজিক্যাল অথবা কমেডি)
অল দ্য লাইট উই ক্যান নট সি, বিফ, ডেইজি জোন্স অ্যান্ড দ্য সিক্স, ফার্গো, ফেলো ট্রাভেলার্স, লেসন্স ইন কেমিস্ট্রি

সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি)
বিল হেডার (ব্যারি), স্টিভ মার্টিন (অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং), মার্টিন শর্ট (অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং),  জেসন সিগেল (শ্রিঙ্কিং), জেসন সুডেকিস (টেড লাসো), জেরেমি অ্যালেন হোয়াইট (দ্য বিয়ার)

সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি)
র‍্যাচেল ব্রসনাহান (দ্য মার্ভেলাস মিসেস মেইজেল), কিন্টা ব্রানসন (অ্যাবট এলিমেন্টারি), আয়ো এডেবিরি (দ্য বিয়ার), এল ফ্যানিং (দ্য গ্রেট), সেলেনা গোমেজ (অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং), নাতাশা লিয়োন (পোকার ফেস)

সেরা লিমিটেড সিরিজ অথবা টিভি মুভি
ব্ল্যাক বার্ড, দ্য হোয়াইট লোটাস, পাম অ্যান্ড টমি, দ্য ড্রপআউট এবং ডাহার-মনস্টার: দ্য জেফ্রি ডামার স্টোরি।

সেরা অভিনেতা (লিমিটেড সিরিজ, অ্যান্থলজি সিরিজ অথবা টিভি মুভি)
ম্যাট বোমার (ফেলো ট্রাভেলার্স), স্যাম ক্লাফলিন (ডেইজি জোন্স অ্যান্ড দ্য সিক্স), জন হ্যাম (ফার্গো), উডি হ্যারেলসন (হোয়াইট হাউস প্লামার্স), ডেভিড ওয়েলোয়ো (লমেন: বেজ রিভস), স্টিভেন ইয়ুন (বিফ)

সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ, অ্যান্থলজি সিরিজ অথবা টিভি মুভি)
রাইলি কিও (ডেইজি জোন্স অ্যান্ড দ্য সিক্স), ব্রি লারসন (লেসন্স ইন কেমিস্ট্রি), এলিজাবেথ ওলসেন (লাভ অ্যান্ড ডেথ), জুনো টেম্পল (ফার্গো), র‍্যাচেল ভাইস (ডেড রিঙ্গারস), আলি ওঙ (বিফ)

সেরা পার্শ্ব-অভিনেতা
বিলি ক্রুডাপ (দ্য মর্নিং শো), ম্যাথিউ ম্যাকফ্যাডিয়েন (সাকসেশন), জেমস মার্সডেন (জুরি ডিউটি), এবন মস-বাচরেক (দ্য বিয়ার), অ্যালান রাক (সাকসেশন), আলেকজান্ডার স্কার্সগার্ড (সাকসেশন)

সেরা পার্শ্ব-অভিনেত্রী
এলিজাবেথ ডেবিকি (দ্য ক্রাউন), অ্যাবি এলিয়ট (দ্য বিয়ার), ক্রিস্টিনা রিচি (ইয়েলো জ্যাকেটস), জে. স্মিথ-ক্যামেরন (সাকসেশন), মেরিল স্ট্রিপ (অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং), হানা ওয়াডিংহাম (টেড লাসো)

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ