নাটক
৯ দিনে কোটির মাইলফলকে ‘তোমাদের গল্প’

‘তোমাদের গল্প’ নাটকে তানজিম সাইয়ারা তটিনী ও ফারহান আহমেদ জোভান (ছবি: সিনেমাওয়ালা)
ঈদুল ফিতরের দর্শকনন্দিত ও প্রশংসিত ইউটিউব ফিল্ম ‘তোমাদের গল্প’ ৯ দিনে কোটির মাইলফলক ছুঁয়েছে। গত ৩১ মার্চ ঈদের দিন বিকেল ৪টায় ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তিপ্রাপ্ত এই কন্টেন্ট এখন পর্যন্ত দেখা হয়েছে ১ কোটি ৪৫ লাখ বারের বেশি। এতে মন্তব্য পড়েছে ৩১ হাজারের বেশি।
ইউটিউবে ট্রেন্ডিংয়ে এখন চার নম্বরে আছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘তোমাদের গল্প’। এতে যৌথ পরিবারের বন্ধন ও রক্তের সম্পর্কের গুরুত্ব তুলে ধরা হয়েছে। দেড় ঘণ্টা দৈর্ঘ্যের এই নাটকের বেশিরভাগ দৃশ্য দর্শকদের আবেগপ্রবণ করেছে। হৃদয়ছোঁয়া কিছু মুহূর্ত দেখে অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি।

‘তোমাদের গল্প’ নাটকের অভিনয়শিল্পীরা (ছবি: সিনেমওয়ালা)
‘তোমাদের গল্প’ কোটির মাইলফলক অতিক্রম করার ক্ষণ কেক কেটে উদযাপন করেছেন সংশ্লিষ্টরা। পরিচালক রাজ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘ভক্তদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছে সেজন্য ধন্যবাদ। আমরা সবাইকে ভালোবাসি।’

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ (ছবি: সিনেমাওয়ালা নিউজ)
দেশ-বিদেশের অসংখ্য দর্শক ও প্রবাসীরা ইউটিউবে মন্তব্যের ঘরে ‘তোমাদের গল্প’ নিয়ে নিজেদের ভালো লাগার অনুভূতি জানিয়েছেন। পশ্চিমবঙ্গ থেকে অনেকে এই কন্টেন্টের প্রশংসা করেছেন। প্রবাসী দর্শকরা এই ইউটিউব ফিল্ম দেখে আবেগাপ্লুত হয়েছেন।

‘তোমাদের গল্প’ নাটকে ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী (ছবি: সিনেমাওয়ালা)
‘তোমাদের গল্প’ নাটকের চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। শহুরে এক তরুণের গ্রামে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে যাওয়ার ঘটনা নিয়েই এর গল্প। ছেলেটির নাম রাতুল। তার চরিত্রে ফারহান আহমেদ জোভানের অভিনয়ে মুগ্ধ দর্শকরা। রাতুলের চাচাতো বোন শালুর সঙ্গে তার দুষ্টু-মিষ্টি রসায়ন গড়ে ওঠে। শালু চরিত্রে তানজিম সাইয়ারা তটিনীর অভিনয়ের প্রতি ভালো লাগার কথা জানিয়েছেন অনেক ভক্ত।
নাটকটিতে আরো অভিনয় করেছেন দিলারা জামান, সাবেরি আলম, মনিরা আক্তার মিঠু, শিল্পী সরকার অপু, নাদের চৌধুরী, বড়দা মিঠু, এমএনইউ রাজু, সমু চৌধুরী ও শিশুশিল্পী আয়াত।

‘তোমাদের গল্প’ নাটকে ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী (ছবি: সিনেমাওয়ালা)
নাটকটিতে ব্যবহৃত গান আলাদাভাবে ভালো লেগেছে অনেকের। ‘মায়াজাল’ শিরোনামের গানটি গাওয়ার পাশাপাশি সুর ও সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমি। এর কথা লিখেছেন জনি হক। সুমন হোসেনের চিত্রগ্রহণ প্রশংসা কুড়িয়েছে। রঙ বিন্যাস ও সম্পাদনা করেছেন রাশেদ রাব্বি।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস