Connect with us

বলিউড

একের পর এক রেকর্ড গড়েই যাচ্ছেন শাহরুখ

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

‘জওয়ান’ সিনেমার পোস্টারে শাহরুখ খান (ছবি: রেড চিলিস এন্টারটেইনমেন্ট)

বলিউড বক্স অফিসে জয়ের মিছিল অব্যাহত রেখেছে বলিউড বাদশা শাহরুখ খানের ‘জওয়ান’। বলিউডের প্রথম সিনেমা হিসেবে পাঁচ দিনে শুধু ভারতে করা আয়ে ৩০০ কোটির ক্লাবে ঢুকে গেলো ‘জওয়ান’। মাইলফলকটি স্পর্শ করতে সাত মাস আগে শাহরুখের ‘পাঠান’ রেকর্ডটি গড়তে সময় নিয়েছিলো ছয় দিন।

মাত্র পাঁচ দিনে শুধু ভারতেই ৩১৯ কোটি ৮ লাখ রুপি আয় করেছে ‘জওয়ান’। গতকাল মুক্তির পঞ্চম দিনে ভারতে হিন্দি, তামিল ও তেলুগু সংস্করণ থেকে মোট আয়ের পরিমাণ ৩২ কোটি ৯২ লাখ রুপি। এরমধ্যে হিন্দি সংস্করণ থেকে ৩০ কোটি ৫০ লাখ রুপি এবং তামিল ও তেলুগু সংস্করণ থেকে এসেছে ২ কোটি ৪২ লাখ রুপি।

চার দিনে শুধু ভারতেই ২৮৬ কোটি ১৬ লাখ রুপি আয় করেছে ‘জওয়ান’। এর মাধ্যমে মুক্তির প্রথম ধাপের (উইকেন্ড) আয়ে ৫৭ বছর বয়সী এই তারকার সব সিনেমাকে ছাড়িয়ে গেছে এটি। প্রথম চার দিনে এর হিন্দি সংস্করণ আয় করেছে ২৫২ কোটি ৮ লাখ রুপি। ভারতের বাইরে বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে মুক্তির প্রথম ধাপে (উইকেন্ড) ‘জওয়ান’ পেয়েছে ১৮০ কোটি ৩৬ লাখ রুপি।

ভারতসহ বিভিন্ন দেশের আয় মিলিয়ে ৫০০ কোটির ক্লাবে নাম লিখিয়েছে ‘জওয়ান’। এর প্রযোজনা প্রতিষ্ঠানের তথ্যানুযায়ী, মোট অঙ্কটি ৫২০ কোটি ৭৯ লাখ রুপি। বক্স অফিসে মুক্তির প্রথম ধাপে (উইকেন্ড) কোনো হিন্দি সিনেমার সর্বোচ্চ আয়ের রেকর্ড এটাই।

শাহরুখ খানের ক্যারিয়ারে প্রথম ধাপের (উইকেন্ড) সর্বোচ্চ আয়
জওয়ান (২৮৬ কোটি ১৬ লাখ রুপি)
পাঠান (২৮০ কোটি ৭৫ লাখ রুপি)
হ্যাপি নিউ ইয়ার (১০৮ কোটি ৬৬ লাখ রুপি)
চেন্নাই এক্সপ্রেস (১০০ কোটি ৪২ লাখ রুপি)
রইস (৯৩ কোটি ২৪ লাখ রুপি)

‘জওয়ান’ সিনেমায় শাহরুখ খান (ছবি: রেড চিলিস এন্টারটেইনমেন্ট)

শুধু তাই নয়, চলতি বছরে বলিউড বক্স অফিসে মুক্তির প্রথম ধাপের (উইকেন্ড) আয়ের রেকর্ড ভেঙে দিয়েছে ‘জওয়ান’। ‘পাঠান’-এর সুবাদে আগেরটিও ছিলো শাহরুখের দখলেই। এবার তিনি নিজেকেই টপকে গেলেন। মজার ব্যাপার হলো, বলিউডের ইতিহাসে মুক্তির প্রথম ধাপে (উইকেন্ড) সর্বকালের সর্বোচ্চ আয়ের তালিকায় এক ও দুই নম্বরে আছে যথাক্রমে ‘জওয়ান’ ও ‘পাঠান’।

‘জওয়ান’ সিনেমার দৃশ্যে শাহরুখ খান (ছবি: রেড চিলিস এন্টারটেইনমেন্ট)

২০২৩ সালে মুক্তির প্রথম ধাপের (উইকেন্ড) সর্বোচ্চ আয়
জওয়ান (২৮৬ কোটি ১৬ লাখ রুপি)
পাঠান (২৮০ কোটি ৭৫ লাখ রুপি)
গাদার টু (১৩৪ কোটি ৮৮ লাখ রুপি)
আদিপুরুষ (১০৩ কোটি রুপি)
তু ঝুঠি ম্যায় মাক্কার (৭০ কোটি ৬৪ লাখ রুপি)

‘জওয়ান’ সিনেমায় শাহরুখ খান (ছবি: রেড চিলিস এন্টারটেইনমেন্ট)

২০১৭ সালে ‘যব হ্যারি মেট সেজাল’ ও পরের বছর ‘জিরো’ বক্স অফিসে আহামরি সাফল্য পাওয়ায় বিরতি টেনেছিলেন শাহরুখ। চলতি বছরের শুরুতে ‘পাঠান’ দিয়ে তার রাজসিক প্রত্যাবর্তন হয়। এবার ‘জওয়ান’ তাকে আরো বড় সাফল্য এনে দিলো।

‘জওয়ান’ সিনেমায় শাহরুখ খান (ছবি: রেড চিলিস এন্টারটেইনমেন্ট)

এদিকে ইতিহাস গড়ে মুক্তির চতুর্থ দিনে ‘জওয়ান’ আয় করেছে ৮০ কোটি ১০ লাখ রুপি। এরমধ্যে হিন্দি সংস্করণ থেকে ৭১ কোটি ৬৩ লাখ রুপি এবং তামিল ও তেলুগু সংস্করণ থেকে এসেছে ৮ কোটি ৪৭ লাখ রুপি। বলিউডে এবারই প্রথম কোনো হিন্দি সিনেমা একদিনে ৮০ কোটির ব্যবসা পেলো। এক্ষেত্রে শাহরুখ নিজেই নিজেকে ছাপিয়ে গেছেন। ৭৭ কোটি ৮৩ লাখ রুপির আগের রেকর্ডটি একদিন আগেই গড়েছিলো ‘জওয়ান’।

‘জওয়ান’ সিনেমার দৃশ্যে শাহরুখ খান (ছবি: রেড চিলিস এন্টারটেইনমেন্ট)

‘জওয়ান’ সিনেমার বক্স অফিস পরিসংখ্যান (পাঁচ দিন)
৭ সেপ্টেম্বর (৭৫ কোটি রুপি)
৮ সেপ্টেম্বর (৫৩ কোটি ২৩ লাখ রুপি)
৯ সেপ্টেম্বর (৭৭ কোটি ৮৩ লাখ রুপি)
১০ সেপ্টেম্বর (৮০ কোটি ১০ লাখ রুপি)
১১ সেপ্টেম্বর (৩২ কোটি ৯২ লাখ রুপি)

‘জওয়ান’ সিনেমার গানে শাহরুখ খান ও নয়নতারা (ছবি: রেড চিলিস এন্টারটেইনমেন্ট)

সিনেমাটির মাধ্যমে ৩৬ বছর বয়সী দক্ষিণী পরিচালক অ্যাটলির পরিচালনায় এবারই প্রথম অভিনয় করেছেন শাহরুখ। দক্ষিণী তারকা নয়নতারা ও বিজয় সেতুপতি ‘জওয়ান’-এর মাধ্যমে প্রথমবার পা রেখেছেন বলিউডে।

‘জওয়ান’ সিনেমায় আরো অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা, প্রিয়ামনি, সঞ্জিতা ভট্টাচার্য, আলিয়া কুরেশি, রিধি দোগরা, সুনীল গ্রোভার, মুকেশ ছাবরা, গিরিজা ওক গোদবোলে, লেহার খান, অশ্লেষা ঠাকুর। বিশেষ একটি চরিত্রে হাজির হয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। চমক হিসেবে আছেন সঞ্জয় দত্ত।

‘জওয়ান’ সিনেমার গানে (বাঁ থেকে) সঞ্জিতা ভট্টাচার্য, শাহরুখ খান, নয়নতারা ও সানিয়া মালহোত্রা (ছবি: রেড চিলিস এন্টারটেইনমেন্ট)

‘জওয়ান’ সিনেমার বাজেট ৩০০ কোটি রুপি। এটি যৌথভাবে প্রযোজনা করেছেন শাহরুখ-পত্নী গৌরি খান এবং গৌরব ভার্মা। আবহ সংগীত এবং গান সুর করেছেন অনিরুদ্ধ রবিচন্দর।

সিনেমাওয়ালা প্রচ্ছদ