Connect with us

কান ফিল্ম ফেস্টিভ্যাল

কান ২০২৪: আঁ সাঁর্তে রিগার প্রধান বিচারক এই তরুণ পরিচালক-অভিনেতা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

৬৯তম কান ফিল্ম ফেস্টিভ্যালে “ইট’স অনলি দ্য এন্ড অব দ্য ওয়ার্ল্ড” সিনেমার সংবাদ সম্মেলনে হাভিয়ার দোলান (ছবি: কান ফিল্ম ফেস্টিভ্যাল)

কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৭তম আসরের অফিসিয়াল সিলেকশনের অংশ আঁ সাঁর্তে রিগা শাখার প্রধান বিচারক থাকবেন কানাডিয়ান পরিচালক-অভিনেতা হাভিয়ার দোলান। উৎসবটির অফিসিয়াল ওয়েবসাইটে এই ঘোষণা দেওয়া হয়েছে।

এক বিবৃতিতে ৩৪ বছর বয়সী হাভিয়ার দোলান বলেন, ‘আঁ সাঁর্তে রিগার জুরি প্রেসিডেন্ট হিসেবে কান ফিল্ম ফেস্টিভ্যালে ফিরতে উৎসব কর্তৃপক্ষের দেওয়া সম্মান পেয়ে আমি অভিভূত। সিনেমা নির্মাণের চেয়ে অন্যান্য নির্মাতাদের মেধা ও কর্মদক্ষতা খুঁজে দেখা আমার ব্যক্তিগত ও পেশাদার পথচলায় বরাবরই অপরিহার্য মনে করেছি। আঁ সাঁর্তে রিগার জুরি সদস্যদের সঙ্গে শৈল্পিক সিনেমার প্রতি নিজেকে নিবেদিত করার সুযোগ হবে।’

৭৫তম কান ফিল্ম ফেস্টিভ্যালে হাভিয়ার দোলান (ছবি: কান ফিল্ম ফেস্টিভ্যাল)

নিজের লেখা ছোটগল্প অবলম্বনে হাভিয়ার দোলান ১৯ বছর বয়সে প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘আই কিল্ড মাই মাদার’-এর কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা, প্রযোজনা ও অভিনয় করেছেন। অভিষেকেই মাস্টারস্ট্রোক দেখিয়েছেন তিনি। ২০০৯ সালে কান ফিল্ম ফেস্টিভ্যালের প্যারালাল শাখা ডিরেক্টর’স ফোর্টনাইটে তিনটি পুরস্কার জেতে এই সিনেমা। ৮২তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে (অস্কার) কানাডা থেকে মনোনীত হয় এটি।

৬৯তম কান ফিল্ম ফেস্টিভ্যালের লালগালিচায় হাভিয়ার দোলান (ছবি: কান ফিল্ম ফেস্টিভ্যাল)

কান ফিল্ম ফেস্টিভ্যালের সঙ্গে হাভিয়ার দোলানের নিবিড় সম্পর্ক। ২০১০ সালে তার দ্বিতীয় সিনেমা ‘হার্টবিটস’ আঁ সাঁর্তে রিগায় নির্বাচিত হয়। এর মাধ্যমে মাত্র ২১ বছর বয়সে পরিচালনা, শৈল্পিক নির্দেশনা, পোশাক ও সম্পাদনাসহ সবদিকে নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন তিনি।

৬৫তম কান ফিল্ম ফেস্টিভ্যালে ‘লরেন্স অ্যানিওয়েজ’ সিনেমার ফটোকলে হাভিয়ার দোলান (ছবি: কান ফিল্ম ফেস্টিভ্যাল)

২০১২ সালে হাভিয়ার দোলানের তৃতীয় সিনেমা ‘লরেন্স অ্যানিওয়েজ’ কান ফিল্ম ফেস্টিভ্যালের আঁ সাঁর্তে রিগায় নির্বাচিত হয়। এতে অনবদ্য নৈপুণ্যের সুবাদে সেরা অভিনেত্রী হন কানাডিয়ান তারকা সুজান ক্লেমোঁ।

কানে সুজান ক্লেমোঁ ও হাভিয়ার দোলান (ছবি: কান ফিল্ম ফেস্টিভ্যাল)

হাভিয়ার দোলানের চতুর্থ সিনেমা ‘টম অন দ্য ফার্ম’ ২০১৩ সালে ৭০তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের মূল প্রতিযোগিতায় নির্বাচিত হয় এবং ফিপরেসি অ্যাওয়ার্ড জিতে নেয়। একই বছর টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয় এটি।

৬৭তম কান ফিল্ম ফেস্টিভ্যালে হাভিয়ার দোলান (ছবি: কান ফিল্ম ফেস্টিভ্যাল)

২০১৪ সালে ‘মমি’র মাধ্যমে প্রথমবার কানের মূল প্রতিযোগিতায় জায়গা করে নেন তিনি। এতে তুলে ধরা হয় ছেলেকে লালন-পালন করতে গিয়ে একজন একা মায়ের বিভিন্ন প্রতিবন্ধকতা।

কানের জুরি প্রাইজ জয়ের পর হাভিয়ার দোলান (ছবি: কান ফিল্ম ফেস্টিভ্যাল)

প্রয়াত ফরাসি-সুইস কিংবদন্তি জ্যঁ-লুক গদারের ‘গুডবাই টু ল্যাঙ্গুয়েজ’ সিনেমার সঙ্গে যৌথভাবে জুরি প্রাইজ জেতে ‘মমি’। গদারের বয়স তখন ৮৪ বছর আর দোলানের বয়স ২৫ বছর। ৬৭তম কান ফিল্ম ফেস্টিভ্যালের মূল প্রতিযোগিতা শাখার প্রধান বিচারক ছিলেন নিউজিল্যান্ডের নারী পরিচালক জেন ক্যাম্পিয়ন।

কানের জুরি প্রাইজ হাতে হাভিয়ার দোলান (ছবি: কান ফিল্ম ফেস্টিভ্যাল)

‘মমি’র সুবাদে জুরি প্রাইজ জিতে হাভিয়ার দোলান বলেন, ‘আসুন আমাদের স্বপ্নকে ধরে রাখি। কারণ আমরা একসঙ্গে মিলে পৃথিবী বদলে দিতে পারি। যারা সাহসী, কর্মঠ এবং কখনো হাল ছেড়ে না দেয় না, তাদের পক্ষে সবকিছুই করা সম্ভব।’

কানে ‘মমি’র সংবাদ সম্মেলনে হাভিয়ার দোলান (ছবি: কান ফিল্ম ফেস্টিভ্যাল)

৬৮তম কান ফিল্ম ফেস্টিভ্যালের মূল প্রতিযোগিতা শাখায় বিচারকের আসনে ছিলেন হাভিয়ার দোলান। সেই আসরে কোয়েন ভ্রাতৃদ্বয়ের (জোয়েল ও এথান) নেতৃত্বে কাজ করেন তিনি।

৬৯তম কান ফিল্ম ফেস্টিভ্যালে গ্রাঁ প্রিঁ জয়ের পর হাভিয়ার দোলান (ছবি: কান ফিল্ম ফেস্টিভ্যাল)

২০১৬ সালে হাভিয়ার দোলান পরিচালিত “ইট’স অনলি দ্য এন্ড অব দ্য ওয়ার্ল্ড” গ্রাঁ প্রিঁ ও ইকুমেনিক্যাল জুরি প্রাইজ জিতেছে। কানের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার গ্রাঁ প্রিঁ জয়ী দ্বিতীয় কানাডিয়ান পরিচালক তিনি। ফরাসি নাট্যকার-অভিনেতা জ্যঁ-লুক লাগার্সের নাটক অবলম্বনে তৈরি হয়েছে এটি।

৬৯তম কান ফিল্ম ফেস্টিভ্যালে গ্রাঁ প্রিঁ হাতে হাভিয়ার দোলান (ছবি: কান ফিল্ম ফেস্টিভ্যাল)

২০১৮ সালে টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে হাভিয়ার দোলান পরিচালিত ‘দ্য ডেথ অ্যান্ড লাইফ অব জন এফ. ডোনাভ্যান’ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। এটি ইংরেজি ভাষায় তার প্রথম কাজ।

কানে ‘ম্যাথায়াস অ্যান্ড ম্যাক্সিম’ সিনেমার উদ্বোধনী প্রদর্শনীর আগে লালগালিচায় কানাডিয়ান অভিনেত্রী ক্যাথেরিন ব্রুনে ও হাভিয়ার দোলান (ছবি: কান ফিল্ম ফেস্টিভ্যাল)

২০১৯ সালে ৭২তম কান ফিল্ম ফেস্টিভ্যালের মূল প্রতিযোগিতায় স্থান পায় হাভিয়ার দোলানের ফরাসি ও ইংরেজি ভাষার সিনেমা ‘ম্যাথায়াস অ্যান্ড ম্যাক্সিম’। এতে ছয় বছর পর ফের নিজের পরিচালনায় অভিনয় করেন তিনি।

৭২তম কান ফিল্ম ফেস্টিভ্যালে হাভিয়ার দোলান (ছবি: কান ফিল্ম ফেস্টিভ্যাল)

২০২২ সালে ছোট পর্দার জন্য হাভিয়ার দোলান পরিচালনা করেছেন ‘দ্য নাইট লগ্যান ওয়োক আপ’। কানাডায় ভিডিওট্রন এবং ফ্রান্সে ক্যানাল প্লাসে এটি দেখানো হয়।

৭২তম কান ফিল্ম ফেস্টিভ্যালে হাভিয়ার দোলান (ছবি: কান ফিল্ম ফেস্টিভ্যাল)

৭২তম কান ফিল্ম ফেস্টিভ্যালে হাভিয়ার দোলান (ছবি: কান ফিল্ম ফেস্টিভ্যাল)

৭৭তম কান ফিল্ম ফেস্টিভ্যালের মূল প্রতিযোগিতা শাখায় প্রধান বিচারক থাকবেন ‘বার্বি’ সিনেমার পরিচালক গ্রেটা গারউইগ। এবারের অফিসিয়াল সিলেকশন ঘোষণা করা হবে আগামী ১১ এপ্রিল। চিরাচরিতভাবে মে মাসেই হবে উৎসবটি। আগামী ১৪ মে এই আয়োজনের পর্দা উঠবে। দক্ষিণ ফ্রান্সে ভূমধ্যসাগরের তীরে ১১ দিনের মহাযজ্ঞ চলবে ২৫ মে পর্যন্ত।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ