Connect with us

ওয়ার্ল্ড সিনেমা

বুসান ফিল্ম ফেস্টিভ্যালে আসামের সিনেমার জয়

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

রিমা দাস ও ভনিতা দাস (ছবি: বুসান ফিল্ম ফেস্টিভ্যাল)

দক্ষিণ কোরিয়ায় ২৯তম বুসান আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে জিসোক শাখার প্রথম পুরস্কার জিতেছে ভারতের রিমা দাস পরিচালিত ‘ভিলেজ রকস্টারস টু’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ভনিতা দাস। একই শাখায় দ্বিতীয় পুরস্কার জিতেছে তাইওয়ানের টম শু-য়ু লিন পরিচালিত ‘ইয়েন অ্যান্ড আই-লি’।

নিউ কারেন্টস শাখার প্রথম পুরস্কার জিতেছে দক্ষিণ কোরিয়ার পার্ক রি-য়ুং পরিচালিত ‘দ্য ল্যান্ড অব মর্নিং কাম’। দ্বিতীয় পুরস্কার পেয়েছে মিয়ানমারের দি মো নায় পরিচালিত ‘মা – ক্রাই অব সাইলেন্স’।

গতকাল (১১ অক্টোবর) রাতে বুসান শহরের বুসান সিনেমা সেন্টারের বিআইএফএফ আউটডোর থিয়েটারে সমাপনী অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হয়।

‘ভিলেজ রকস্টারস টু’ সিনেমার দৃশ্য (ছবি: ফ্লাইং রিভার ফিল্মস)

২৯তম বুসান ফিল্ম ফেস্টিভ্যালের বিজয়ী তালিকা

নিউ কারেন্টস অ্যাওয়ার্ড
* দ্য ল্যান্ড অব মর্নিং কাম (পার্ক রি-য়ুং, দক্ষিণ কোরিয়া)
* মা – ক্রাই অব সাইলেন্স (দি মো নায়, মিয়ানমার)

কিম জিসোক অ্যাওয়ার্ড
* ভিলেজ রকস্টারস টু (রিমা দাস, ভারত)
* ইয়েন অ্যান্ড আই-লি (টম শু-য়ু লিন, তাইওয়ান)

বিআইএফএফ মেসেনাট অ্যাওয়ার্ড (ওয়াইড অ্যাঙ্গেল – ডকুমেন্টারি প্রতিযোগিতা)
* ওয়ার্কস অ্যান্ড ডেজ (পার্ক মিনসু, আন কোনিয়ং; দক্ষিণ কোরিয়া)
* অ্যানাদার হোম (ফ্র্যাঙ্কি সিন, তাইওয়ান)

সনজে অ্যাওয়ার্ড (ওয়াইড অ্যাঙ্গেল – এশিয়ান/কোরিয়ান শর্টফিল্ম প্রতিযোগিতা)
* ইয়ুরিম (সং জিসিয়ো, দক্ষিণ কোরিয়া)
* অ্যা গার্ডেন ইন উইন্টার (এলিয়োনোর মাহমুদিয়ান, মাতসুই হিরোশি, জাপান)

বর্ষসেরা অভিনয়শিল্পী
বর্ষসেরা অভিনেতা: ইয়ো লি-হা (দ্য ফাইনাল সেমিস্টার, দক্ষিণ কোরিয়া)
বর্ষসেরা অভিনেত্রী: পার্ক সেওয়েন (হামিং, দক্ষিণ কোরিয়া)

কেবি নিউ কারেন্টস অডিয়েন্স অ্যাওয়ার্ড
দ্য ল্যান্ড অব মর্নিং কাম (পার্ক রি-য়ুং, দক্ষিণ কোরিয়া)

ফ্ল্যাশ ফরওয়ার্ড অডিয়েন্স অ্যাওয়ার্ড
মেমোরিস অব অ্যা বার্নিং বডি (আন্তোনেলা সুয়াসাসি ফেরনাস, কোস্টারিকা)

ডকুমেন্টারি অডিয়েন্স অ্যাওয়ার্ড
কে-নাম্বার (জো সেয়োং, দক্ষিণ কোরিয়া)

ফিপরেসি অ্যাওয়ার্ড
টেল অব দ্য ল্যান্ড (লোলু হেন্ড্রা, ইন্দোনেশিয়া)

নেটপ্যাক অ্যাওয়ার্ড
দ্য ল্যান্ড অব মর্নিং কাম (পার্ক রি-য়ুং, দক্ষিণ কোরিয়া)

ডিজিকে প্লাস এম অ্যাওয়ার্ড
* দ্য ফাইনাল সেমিস্টার (লি রান-হি, দক্ষিণ কোরিয়া)
* রেড নেইলস (হোয়াং সেয়ুলজি, দক্ষিণ কোরিয়া)

সিজিভি অ্যাওয়ার্ড
ফ্র্যাগমেন্ট (কিম সুং-ইয়ুন, দক্ষিণ কোরিয়া)

কেবিএস ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম অ্যাওয়ার্ড
দ্য ফাইনাল সেমিস্টার (লি রান-হি, দক্ষিণ কোরিয়া)

সিজিকে অ্যাওয়ার্ড
ওয়াটারড্রপ (কাং জংসু, চিত্রগ্রাহক; দক্ষিণ কোরিয়া)

ক্রিটিক বি অ্যাওয়ার্ড
ইনসার্টস (লি জং-সু, দক্ষিণ কোরিয়া)

চোরকবায়িম মিডিয়া অ্যাওয়ার্ড
* ওয়াটারড্রপ (চয় জংইয়ং, দক্ষিণ কোরিয়া)
* ফ্র্যাগমেন্ট (কিম সুং-ইয়ুন, দক্ষিণ কোরিয়া)

ওয়াচা শর্ট অ্যাওয়ার্ড
লস্ট টার্গেট (কিম দঙ্গিয়ুন, দক্ষিণ কোরিয়া)

সংওয়ান সিটিজেন ক্রিটিকস অ্যাওয়ার্ড
দ্য ফাইনাল সেমিস্টার (লি রান-হি, দক্ষিণ কোরিয়া)

বুসান সিনেফাইল অ্যাওয়ার্ড
নো আদার ল্যান্ড (বাসেল আদরা, হামদান বেলাল, ইয়ুভাল আব্রাহাম, র‌্যাচেল সোর; ফিলিস্তিন)

দ্য চুন-ইয়ুন অ্যাওয়ার্ড
পার্ক কোয়ান-সু (প্রযোজক, দক্ষিণ কোরিয়া)

ক্যামেলিয়া অ্যাওয়ার্ড
রিয়ু সেয়োং-হি (শিল্প নির্দেশক, দক্ষিণ কোরিয়া)

মন্তব্য করতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সিনেমাওয়ালা প্রচ্ছদ