সিনেমা হল
হলিউডের তারকাবহুল দুই সিনেমা একই দিনে বাংলাদেশে

‘উইকড’ সিনেমায় আরিয়ানা গ্র্যান্ড (ছবি: ইউনিভার্সাল পিকচার্স)
হলিউডের তারকাবহুল দুই সিনেমা একই দিনে মুক্তি পেলো বাংলাদেশের বড় পর্দায়। এগুলো হলো সংগীতনির্ভর ফ্যান্টাসি ‘উইকড’ ও বড়দিনের আবহে অ্যাকশন-অ্যাডভেঞ্চার-কমেডি ‘রেড ওয়ান’। আজ (২২ নভেম্বর) থেকে স্টার সিনেপ্লেক্সে উপভোগ করা যাবে সিনেমা দুটি।
‘উইকড’ সিনেমায় অভিনয় করেছেন আমেরিকান গায়িকা-অভিনেত্রী আরিয়ানা গ্র্যান্ড, সিনথিয়া এরিভো, মিশেল ইয়ো, জেফ গোল্ডব্লাম, পিটার ডিঙ্কলেজ, জোনাথন বেইলি, ইথান স্লেটার, বোয়েন ইয়াং, মারিসা বোড, ব্রনউইন জেমস ও কিয়ালা সেটল। এটি বানিয়েছেন তাইওয়ান ও চীনা বংশোদ্ভূত আমেরিকান পরিচালক জন এম চু। ২ ঘণ্টা ৪০ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটির বাজেট ১৫ কোটি ডলার।

‘উইকড’ সিনেমায় আরিয়ানা গ্র্যান্ড ও সিনথিয়া এরিভো (ছবি: ইউনিভার্সাল পিকচার্স)
১৯৯৫ সালে প্রকাশিত গ্রেগরি ম্যাগুয়ারের ‘উইকড’ উপন্যাস ও ২০০৩ সালে মঞ্চে আসা টনি অ্যাওয়ার্ড জয়ী সংগীতনির্ভর নাটক ‘উইকড’ অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি। মঞ্চনাটকটি যে ‘উইকড’ অবলম্বনে তৈরি হয়েছিলো সেই গ্রন্থের লেখক উইনি হোলজম্যান নতুন সিনেমার চিত্রনাট্য লিখেছেন। এছাড়া আরেক চিত্রনাট্যকার ডানা ফক্স। এর শুটিং শুরু হয় ২০২২ সালের ডিসেম্বরে ইংল্যান্ডে। কিন্তু ২০২৩ সালে হলিউডে ধর্মঘটের কারণে কাজ থমকে যায়। অবশেষে চলতি বছরের জানুয়ারিতে পুরো শুটিং সম্পন্ন হয়েছে। আজই উত্তর আমেরিকায় সিনেমাটি মুক্তি দিয়েছে ইউনিভার্সাল পিকচার্স।

‘রেড ওয়ান’ সিনেমার পোস্টারে ডোয়াইন জনসন, জে. কে. সিমন্স, ক্রিস এভান্স ও লুসি লিউ (ছবি: ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স)
রেড ওয়ান
জেক কাসদান পরিচালিত ‘রেড ওয়ান’ সিনেমায় অভিনয় করেছেন ডোয়াইন জনসন, ক্রিস ইভানস, লুসি লিউ, জে. কে. সিমন্স। হিরাম গার্সিয়ার একটি মূল গল্প থেকে এর চিত্রনাট্য লিখেছেন ক্রিস মরগ্যান। এতে আরো অভিনয় করেছেন বনি হান্ট, নিক ক্রল, কিয়েরনান শিপকা, ক্রিস্টোফার হিভু, ওয়েসলি কিমেল।
গত ১৫ নভেম্বর অ্যামাজন এমজিএম স্টুডিওসর পরিবেশনায় যুক্তরাষ্ট্রে ও ওয়ার্নার ব্রাদার্স পিকচার্সের পরিবেশনায় আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে ‘রেড ওয়ান’। সান্তা ক্লজকে উদ্ধার করার লক্ষ্য থাকা একটি মিশন দেখানো হয়েছে এতে। ২ ঘণ্টা ৩ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমার বাজেট ২৫ কোটি ডলার।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস