গান বাজনা
সোলসের ৫০ বছর: দর্শকশ্রোতারা পাচ্ছেন লোগো বাছাই ও গান লেখার সুযোগ

সোলসের ৫০ বছরে পদার্পণ অনুষ্ঠানে বর্তমান ও সাবেক সদস্যরা (ছবি: সিনেমাওয়ালা নিউজ)
দেশের জনপ্রিয় ব্যান্ড সোলস ৫০ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে নতুন তিনটি লোগো উন্মোচন হয়েছে। আজ (৬ জুন) ঢাকার গুলশান ক্লাবের পেটিও মিলনায়তনে ছিলো এই আয়োজন। এতে ব্যান্ডটির বর্তমান সদস্যদের পাশাপাশি অংশ নেন সাবেক কয়েকজন সদস্য। ৫০ বছরে পদার্পণের লোগো ডিজাইন করেছেন সোলসের প্রতিষ্ঠাতা সদস্য আহমেদ নেওয়াজ।
সোলসের দলনেতা পার্থ বড়ুয়া জানান, লোগো তিনটির মধ্যে একটিকে বেছে নিতে ব্যান্ডটির অফিসিয়াল ফেসবুক পেজ ও তার ফেসবুক পেজে দেওয়া হয়েছে। দর্শক পছন্দ অনুযায়ী ক্রমান্বয়ে ৫০ বছরে পদাপর্ণের লোগো ব্যবহার হবে।

সোলসের ৫০ বছরে পদার্পণ অনুষ্ঠানে বর্তমান ও সাবেক সদস্যরা (ছবি: সিনেমাওয়ালা নিউজ)
সোলসের সুবর্ণজয়ন্তীর লোগো উন্মোচন অনুষ্ঠানে উদীয়মান গীতিকারদের সুযোগ দিতে নতুন গান আহ্বান করেছে সোলস। সেরা ১০টি গান বাছাই করে পরবর্তী সময়ে ভিডিও আকারে প্রকাশ হবে। এজন্য খোলা হবে নতুন ইমেইল ঠিকানা [email protected]। গান পাঠানোর শেষ সময় ১৫ জুলাই। গীতিকবি সংঘের সভাপতি শহীদ মাহমুদ জঙ্গী নতুন গান আহ্বানের ঘোষণা দেন।
অনুষ্ঠানে আইয়ুব বাচ্চুসহ সোলসের প্রয়াত সদস্যদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
স্বাধীনতার পরের বছর ১৯৭২ সালে চট্টগ্রামের কয়েকজন গানপাগল তরুণ রকসংগীতে নতুন কিছু করার স্পৃহা থেকে ‘সুরেলা’ নামে ব্যান্ড গঠন করেন। এর সদস্যরা ছিলেন তাজুল ইমাম (কণ্ঠ), সাজেদুল আলম ও মমতাজুল হক লুলু (গিটার), সুব্রত বড়ুয়া রনি (বেজ গিটার) এবং আহমেদ নেওয়াজ (ড্রামস)। ১৯৭৪ সালে ব্যান্ডটির নাম পাল্টে ‘সোলস’ রাখা হয়। পাঁচ দশকে ব্যান্ডটি বেশকিছু জনপ্রিয় গান উপহার দিয়েছে শ্রোতাদের। এর মধ্যে রয়েছে ‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘মুখরিত জীবন’, ‘ভুলে গেছো তুমি’, ‘কলেজের করিডোরে’, ‘ফরেস্ট হিলের এক দুপুরে’, ‘এই তো এখানে বৃষ্টি ভেজা’, ‘একঝাঁক পাখি’, ‘আমি মুঠোর ভিতর পদ্য নিয়ে’, ‘এ এমন পরিচয়’, ‘কেন এই নিঃসঙ্গতা’, ‘ব্যস্ততা’, ‘চায়ের কাপে’, ‘আমি আর ভাববো না’, ‘ওই দূরে নীল’, ‘অসময়ের গান’, ‘সারাদিন তোমায় ভেবে’, ‘বাঁশি শুনে আর’ প্রভৃতি।

সোলসের বর্তমান লাইনআপ (ছবি: সিনেমাওয়ালা নিউজ)
সোলসের বর্তমান লাইনআপের সদস্য নাসিম আলী খান (কণ্ঠ), পার্থ বড়ুয়া (লিড গিটার ও কণ্ঠ), আহসানুর রহমান আশিক (ড্রামস), মীর শাহরিয়ার হোসেন মাসুম (কিবোর্ড) এবং মারুফ হাসান তালুকদার রিয়েল (বেজ গিটার)।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস