Connect with us

ওটিটি

প্রথমবার হইচইয়ে মিম, ‘একটি জটিল চরিত্র ফুটিয়ে তোলার চ্যালেঞ্জ নিয়েছি’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘মিশন হান্টডাউন’ ওয়েব সিরিজে বিদ্যা সিনহা মিম (ছবি: হইচই)

ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের ওয়েব সিরিজে প্রথমবার অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এর নাম ‘মিশন হান্টডাউন’। এটি একটি অ্যাকশন-থ্রিলার সিরিজ। এতে নীরা চরিত্রে দেখা যাবে তাকে।

গত ১৫ জুন ‘মিশন হান্টডাউন’-এর ট্রেলার প্রকাশের পর থেকে দারুণ সাড়া পাচ্ছেন মিম। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দর্শকদের প্রতিক্রিয়ায় আমি অভিভূত। হইচইয়ের সঙ্গে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। সবসময় চ্যালেঞ্জ নিতে ভালো লাগে আমার। পরিচালক সানী সানোয়ার এবং ফয়সাল আহমেদ আমাকে একটি জটিল চরিত্র ফুটিয়ে তোলার চ্যালেঞ্জ দিয়েছেন। কতটুকু পেরেছি দর্শকরা বলবেন। আমার চেষ্টার কোনও ত্রুটি ছিলো না।’

গল্পে নীরা গ্রামের সাধারণ মেয়ে। সদ্য বিবাহিত স্বামী জিল্লুরকে খুঁজতে ঢাকায় আসে মেয়েটি। সে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সহযোগিতা চায়। কিন্তু পুলিশ তাকে সহায়তা দিতে অপারগতা প্রকাশ করে।

সিরিজটিতে এরপর এটিএস (এন্টি টেরোরিস্ট স্কোয়াড) প্রধান মাহিদের সঙ্গে নীরার পরিচয় হয়। তারা একসঙ্গে নিখোঁজ ব্যক্তিকে খুঁজতে থাকে। মিশন শুরুর পর মাহিদ-নীরা জানতে পারে, একটি সন্ত্রাসী সংগঠন দেশে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র করছে। ফলে তাদের মিশন নতুন দিকে মোড় নেয়।

‘মিশন হান্টডাউন’ ওয়েব সিরিজে এফ এস নাঈম ও বিদ্যা সিনহা মিম (ছবি: হইচই)

মাহিদ চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেতা এফ এস নাঈম। এর আগে হইচইয়ের জনপ্রিয় সিরিজ ‘কারাগার’-এর সুবাদে ব্যাপক সমাদৃত হন তিনি। তার কথায়, ‘চার মাস ধরে মাহিদ চরিত্রের ভেতর বাস করেছি। এবারই প্রথম কোনো ওয়েব সিরিজের প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পেলাম। আমার ওপর বিশ্বাস রাখার জন্য হইচই এবং নির্মাতাদের ধন্যবাদ। আমি শতভাগ দেওয়ার চেষ্টা করেছি। বাকিটা দর্শকদের ওপর নির্ভর করছে।’

‘মিশন হান্টডাউন’ যৌথভাবে পরিচালনা করেছেন সানী সানোয়ার এবং ফয়সাল আহমেদ। এতে আরও অভিনয় করেছেন সুমিত সেনগুপ্ত, সরকার রওনক রিপন ও এ কে আজাদ সেতু। ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৮ জুন এটি মুক্তি পাবে।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ