Connect with us

গান বাজনা

বাবা দিবসে বাপ্পা মজুমদারের ‘আদর্শ খোলা বই’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘আদর্শ খোলা বই’ গানের মিউজিক ভিডিওতে বাপ্পা মজুমদার (ছবি: আরটিভি)

বাবা বিষয়ে নতুন একটি গান গাইলেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। ‘আদর্শ খোলা বই’ শিরোনামের গানটির সুর এবং সংগীত পরিচালনাও করেছেন তিনি। বাবাকে নিয়ে সন্তানের অনুভূতি তুলে ধরা হয়েছে এতে।

গানটির কথা এমন, ‘পৃথিবীর আলো তুমি দেখিয়েছিলে, শিখিয়েছিলে কী কথা হয় বলতে/কীভাবে হয় চলতে/তোমার শিক্ষা ছিল, ভালো মানুষ যেন হই/বাবা ও বাবা তুমি ছিলে, আমার কাছে একটি আদর্শ খোলা বই।’ এটি লিখেছেন কবির বকুল।

আগামীকাল (১৮ জুন) বিশ্ব বাবা দিবস। এ উপলক্ষে আরটিভি এবং এই চ্যানেলের সব সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন গানটি প্রকাশ হবে। এর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নূর হোসেন হীরা।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ