Connect with us

বলিউড

যে স্কুলে লেখাপড়া করেছেন সেখানকার শিক্ষার্থীদের ‘আদিপুরুষ’ দেখাবেন কৃতি

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

কৃতি স্যানন (ছবি: ইনস্টাগ্রাম)

‘আদিপুরুষ’ সিনেমায় জানকি চরিত্রে বলিউড অভিনেত্রী কৃতি স্যাননের নৈপুণ্য বাহবা কুড়িয়েছে। তার পরিমিত সাজগোজ ও অভিনয়ের প্রশংসা করেছেন অনেক বোদ্ধা। ৩২ বছর বয়সী এই অভিনেত্রী এজন্য নিঃসন্দেহে অনুপ্রাণিত। তাই নিজের পরিবার এবং দিল্লি পাবলিক স্কুল আর.কে. পুরামের ছাত্রছাত্রীদের সিনেমাটি দেখানোর পরিকল্পনা করেছেন তিনি।

আজ (২১ জুন) দিল্লির এক মাল্টিপ্লেক্সে ৩০০ আসনের একটি প্রদর্শনী বরাদ্দ নিয়েছেন কৃতি। তার বিশ্বাস, পৌরাণিক মহাকাব্য রামায়ণের ওপর ভিত্তি করে নির্মিত ‘আদিপুরুষ’ বেশ উপভোগ করবে শিশু-কিশোররা।

কৃতি স্যানন (ছবি: ইনস্টাগ্রাম)

দিল্লি পাবলিক স্কুল আর.কে. পুরামে লেখাপড়া করেছেন কৃতি স্যানন। তবে শিক্ষাপ্রতিষ্ঠানটির কতসংখ্যক ছাত্রছাত্রীকে তিনি সিনেমা দেখার টিকিট দিয়েছেন, সেই তথ্য জানা যায়নি। সাবেক শিক্ষার্থীর উপস্থিতিতে তারই সিনেমা দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ছাত্রছাত্রীরা। তাদের সঙ্গে খানিক আড্ডা দেবেন কৃতি। মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ সবকিছু দেখভাল করছে। ফলে এই বিশেষ প্রদর্শনী সুষ্ঠুভাবে হবে বলে আশা তার।

স্কুলের সামনে কৃতি স্যানন (ছবি: ইনস্টাগ্রাম)

দিল্লি পাবলিক স্কুল আর.কে. পুরামের সঙ্গে কৃতি স্যাননের নিবিড় সম্পর্ক রয়েছে। গত বছর এই শিক্ষাপ্রতিষ্ঠানে বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানকে নিয়ে নিজের অভিনীত ‘ভেড়িয়া’ সিনেমার প্রচারণা করেন তিনি। স্কুলটির সুবর্ণজয়ন্তী উপলক্ষে এক ভিডিও বার্তার মাধ্যমে অভিনন্দন জানান এই নায়িকা।

গত ১৬ জুন মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আদিপুরুষ’। বক্স অফিসে এর শুরুটা বেশ ভালোই হয়েছে। সপ্তাহান্তে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ মিলিয়ে ৩৪০ কোটি রুপি ঘরে তুলেছে সিনেমাটি। এতে কৃতি স্যাননের পাশাপাশি অভিনয় করেছেন দক্ষিণী তারকা প্রভাস, সাইফ আলি খান, সানি সিং, দেবদত্ত নাগে।

‘‌আদিপুরুষ’ সিনেমায় প্রভাস ও কৃতি স্যানন (ছবি: টি-সিরিজ)

দর্শকমহলে ব্যাপক মিশ্র প্রতিক্রিয়ার কারণে মুক্তির পর থেকে খবরের শিরোনামে আছে ‘আদিপুরুষ’। তাই এর প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজ ও পরিচালক ওম রাউত কয়েকটি সংলাপ পরিবর্তনের সিদ্ধান্ত নেন। জানা গেছে, গত ১৯ জুন থেকে কিছু সিনেমা হলে সংশোধিত সংস্করণের প্রদর্শনী শুরু হয়। আর গতকাল থেকে নতুন সংস্করণটি সারা ভারতে দেখানো হচ্ছে।

বিতর্কিত সংলাপে সীতার জন্ম ভারতে উল্লেখ করায় ক্ষেপেছে নেপাল। কাঠমান্ডু মেয়র বালেন শাহ নিজেদের শহরে গত ১৯ জুন থেকে ‘আদিপুরুষ’সহ সব হিন্দি সিনেমা নিষিদ্ধ ঘোষণা করেন। আপত্তিকর সংলাপ সরিয়ে নিতে তিন দিনের সময় বেঁধে দেন তিনি। এরপর টি-সিরিজ কর্তৃপক্ষ তার কাছে ক্ষমা চেয়ে সংলাপ সংশোধনের পাশাপাশি হিন্দি সিনেমার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে।

কৃতি স্যানন ও প্রভাস

‘আদিপুরুষ’ সিনেমায় কৃতি স্যানন ও প্রভাস (ছবি: টুইটার)

অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন সিনেমাহল এবং ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাটি নিষিদ্ধ করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ চেয়ে তার কাছে চিঠি দিয়েছে। সংগঠনটির অভিযোগ, হিন্দু দেবতা রাম এবং হনুমানকে অবমাননার মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত করা হয়েছে এই সিনেমায়।

চলমান বিতর্কের মুখে ক্ষত্রীয় কর্নি সেনা সংগঠন থেকে হত্যার হুমকি পেয়েছেন ‘আদিপুরুষ’ সিনেমার পরিচালক ওম রাউত ও লেখক মনোজ মুনতাসির শুক্লা। ভারতের বিভিন্ন স্থানে তাদের কুশপুত্তলিকা পোড়ানো হয়েছে। এ ঘটনায় উভয়কে যথাযথ নিরাপত্তা দিচ্ছে মুম্বাই পুলিশ।

বিতর্ক সত্ত্বেও ‘আদিপুরুষ’ সাড়া ফেলেছে। তেলাঙ্গানায় ভোর ৪টা থেকে এর প্রদর্শনী হয়েছে। আদিপুরুষ প্রদর্শনের মাধ্যমে হায়দরাবাদে দক্ষিণী তারকা আল্লু অর্জুনের এএএ থিয়েটারের যাত্রা শুরু হয়েছে।

কৃতি স্যানন (ছবি: ইনস্টাগ্রাম)

চলতি বছর এর আগে কৃতি স্যাননের ‘শেহজাদা’ মুক্তি পেয়েছে। এতে তার সঙ্গে অভিনয় করেছেন বলিউডের নতুন প্রজন্মের তারকা কার্তিক আরিয়ান।

এদিকে আগামী ২০ সেপ্টেম্বর মুক্তি পাবে কৃতি স্যাননের নতুন সিনেমা ‘দ্য ক্রু’। রাজেশ কৃষ্ণানের পরিচালনায় এতে আরো থাকছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান, টাবু, রাজকুমার রাও, দিলজিৎ দোশাঞ্জ ও কপিল শর্মা।

কৃতি স্যানন (ছবি: ইনস্টাগ্রাম)

আগামী ২০ অক্টোবর কৃতি স্যাননের আরেক সিনেমা ‘গণপথ–পার্ট ওয়ান’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর মাধ্যমে ‘হিরোপান্তি’ মুক্তির ৯ বছর পর আবার টাইগার শ্রফের সঙ্গে তার রসায়ন দেখা যাবে। বিকাশ বহেলের পরিচালনায় এতে আরো অভিনয় করেছেন অমিতাভ বচ্চন ও এলি আবরাম।

এরপর ৭ ডিসেম্বর সিনেমা হলে আসবে কৃতি স্যাননের নাম চূড়ান্ত না হওয়া একটি সিনেমা। এতে তার বিপরীতে প্রথমবার থাকছেন বলিউড তারকা শহিদ কাপুর।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ