ঢালিউড
সারাদেশে ‘সুড়ঙ্গ’র জয়জয়কার, সিনেপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনে শো বেড়েছে দুই-তিন গুণ
বড় পর্দার জন্য অভিনেতা আফরান নিশোর প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ মুক্তির প্রথম তিন দিন স্টার সিনেপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিনে সব শো ছিল হাউজফুল। ঈদের দিন স্টার সিনেপ্লেক্সের সাতটি শাখা মিলিয়ে মাত্র ৯টি শো পায় ‘সুড়ঙ্গ’। সেই সংখ্যা তৃতীয় দিনে বেড়ে দাঁড়ায় ৩৩টি শো।
সিঙ্গেল স্ক্রিনের সিনেমাহলেও একই চিত্র। ঈদের দিন তো বটেই, এরপর আরো দুই দিন সিঙ্গেল স্ক্রিনে রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’র প্রতিটি শো হাউজফুল ছিলো।
ঢাকার লায়ন সিনেমাসে গতকাল (১ জুলাই) ‘সুড়ঙ্গ’র নতুন ৪টি শো যুক্ত হয়েছে। এখন প্রতিদিন ৮টি করে শো চলছে এখানে। ঢাকার শ্যামলী সিনেমাহলের গতকালের সব শো অগ্রিম বিক্রি হয়েছে। ফলে সব শো ছিলো হাউজফুল।
দর্শক চাহিদা থাকায় সিরাজগঞ্জের রুটস সিনেক্লাব রাত ১টায় ‘বিশেষ ভিআইপি শো’ নামে গতকাল থেকে রাতজাগা প্রদর্শনী শুরু করেছে।
টাঙ্গাইলের ভূঞাপুরে আফরান নিশোর জন্মভূমিতে কোনো সিনেমাহল না থাকায় স্বাধীনতা কমপ্লেক্সকে বানানো হয়েছে অস্থায়ী সিনেমাহল। এতে প্রতিদিন ৪টি করে শো হাউজফুল গেছে। দূর-দূরান্ত থেকে আসা অনেকেই টিকিট না পেয়ে ফেরত যাচ্ছেন। শো বাড়িয়ে দেওয়ার দাবি উঠেছে।
‘সুড়ঙ্গ’তে আফরান নিশো ছাড়াও অভিনয় করেছেন তমা মির্জা, মোস্তফা মনওয়ার, শহীদুজ্জামান সেলিম, মনির আহমেদ শাকিল, অশোক ব্যাপারিসহ আরও অনেকেই।
‘সুড়ঙ্গ’ সিনেমার প্রযোজক ও আলফা আই স্টুডিওসের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, “সিনেমাটি এরই মধ্যে ইতিহাস সৃষ্টি করে ফেলেছে। মুক্তির তিন দিনেই মানুষের মুখে মুখে ‘সুড়ঙ্গ’। সিনেপ্লেক্সে তো শো বেড়েছেই, সেই সঙ্গে সিঙ্গেল স্ক্রিনের অনেক হলমালিক যোগাযোগ করছেন। এটি আমাদের জন্য অনেক আনন্দের ঘটনা।”
‘সুড়ঙ্গ’র আরেক প্রযোজক ও চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, “নিশোর প্রথম সিনেমা মুক্তির ৭২ ঘণ্টা না পেরোতেই দর্শকদের যত আগ্রহ ও ভালোবাসা পেয়েছে, তাতে আমরা আপ্লুত। বাংলা সিনেমা তথা বাংলা কনটেন্টের জন্য ‘সুড়ঙ্গ’ একটি উদাহরণ হয়ে থাকবে।”
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস