Connect with us

ওয়ার্ল্ড সিনেমা

বিশ্বসেরা ২০টি ত্রয়ীর ৬০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

বিশ্বসেরা ট্রিলজি (ত্রয়ী) সিনেমা নিয়ে আয়োজিত উৎসবের পোস্টার (ছবি: ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি)

একই চরিত্র, বিষয়বস্তু কিংবা প্রেক্ষাপট নিয়ে নির্মিত তিনটি সিনেমাকে বলা হয় ট্রিলজি (ত্রয়ী)। বিশ্বের বিভিন্ন দেশে গত ১২৮ বছরে নির্মিত হয়েছে অনেক ত্রয়ী সিনেমা। সেগুলোর মধ্য থেকে নির্বাচিত ২০টি ত্রয়ী অর্থাৎ বিশ্বসেরা ৬০টি সিনেমা নিয়ে উৎসব আয়োজন করেছে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহ-আয়োজনে ‘বিশ্বসেরা ত্রয়ী চলচ্চিত্র উৎসব ২০২৩’ শুরু হবে আগামীকাল (৭ জুলাই) বিকেল ৫টায়। ঢাকার সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এর উদ্বোধন করবেন বরেণ্য ফিল্মমেকার মোরশেদুল ইসলাম। অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে থাকবেন শিশুসাহিত্যিক ও অগ্রজ চলচ্চিত্র সংসদকর্মী কাইজার চৌধুরী এবং ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতি ও স্থপতি লাইলুন নাহার স্বেমি। স্বাগত বক্তব্য দেবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন মামুন। সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে থাকছে কিংবদন্তি ফিল্মমেকার মৃণাল সেনের ‘কলকাতা ট্রিলজি’র প্রথম সিনেমা ‘ইন্টারভিউ’। ২০২৩ সালে উদযাপন হচ্ছে তার জন্মশতবর্ষ। মৃণাল সেনের কলকাতা ট্রিলজির অপর দুটি সিনেমা ‘কলকাতা ৭১’ ৮ জুলাই বিকেল ৩টা ৩০ মিনিটে এবং ‘পদাতিক’ দেখানো হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। এর আগে বিকেল ৫টা ৩০ মিনিটে রয়েছে বিশেষ বক্তৃতা ‘কলকাতা ট্রিলজি: মৃণাল সেনের রাজনীতি’।

উৎসবে নির্বাচিত অন্যান্য ট্রিলজি হলো সত্যজিৎ রায়ের ‘অপু ট্রিলজি’ এবং ‘কলকাতা ট্রিলজি’, ঋত্বিক কুমার ঘটকের ‘দেশভাগ ট্রিলজি’, ইয়াসিজিরো ওজুর ‘নরিকো ট্রিলজি’, ক্রিস্তফ কিয়েসলোস্কির ‘থ্রি কালার্স ট্রিলজি’, পার্ক চেন উকের ‘ভেঞ্জেন্স ট্রিলজি’, ফ্রান্সিস ফোর্ড কপোলার ‘গডফাদার ট্রিলজি’, আব্বাস কিয়ারোস্তামির ‘কোকার ট্রিলজি’, আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতুর ‘ডেথ ট্রিলজি’, রয় অ্যান্ডারসনের ‘লিভিং ট্রিলজি’, গডফ্রে রিজ্জিওর ‘কাটসি ট্রিলজি’, ইঙ্গমার বার্গম্যানের ‘ফেইথ ট্রিলজি’, আকি কাউরোসমাকির ‘ফিনল্যান্ড ট্রিলজি’, মাইকেলঅ্যাঞ্জেলো আন্তনিওনির ‘মর্ডানিটি অ্যান্ড ইটস ডিসকনটেন্ট ট্রিলজি’, ফেদেরিকো ফেলিনির ‘লোনলিনেস ট্রিলজি’, আন্দ্রে ওয়াইদার ‘ওয়ার ট্রিলজি’, রিচার্ড লিঙ্কলেটারের ‘বিফোর ট্রিলজি’, থিও অ্যাঞ্জেলোপুলাসের ‘বর্ডার ট্রিলজি’ এবং ওঙ কার ওয়াইয়ের ‘লাভ ট্রিলজি’।

বিশ্বসেরা ত্রয়ী সিনেমার প্রদর্শনী ও সিনেমা বিষয়ক বক্তৃতা ২০২৪ সালের ২৭ এপ্রিল পর্যন্ত প্রতিমাসের প্রথম ও শেষ সপ্তাহের শুক্র ও শনিবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে হবে। উৎসবটির সব আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ