Connect with us

বলিউড

রবীন্দ্রনাথ ঠাকুর চরিত্রে বলিউডের এই অভিনেতা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

অনুপম খের (ছবি: ইনস্টাগ্রাম)

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয় করবেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। এটি হতে যাচ্ছে তার ৫৩৮তম কাজ। কবিগুরুর সাজে প্রথম দর্শনেই মুগ্ধ করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এটি দেখে ভক্ত ও সিনেমাপ্রেমীরা ব্যাপক কৌতূহলী হয়ে উঠেছে।

অনুপম খের (ছবি: ইনস্টাগ্রাম)

বরাবরই বৈচিত্র্যময় চরিত্র উপস্থাপনে অনুপম খের দক্ষতার প্রমাণ রেখেছেন। আবার একটি চ্যালেঞ্জিং ভূমিকায় দেখা যাবে তাকে। এবার রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে দর্শকদের সামনে আসতে চলেছেন তিনি। ভারতের ইতিহাসে অন্যতম শ্রদ্ধেয় সাহিত্য ব্যক্তিত্বকে বড় পর্দায় ফুটিয়ে তুলতে তার নিবেদন কাজে লাগবে বলে আশা করা হচ্ছে।

 

View this post on Instagram

 

A post shared by Anupam Kher (@anupampkher)

নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের সাজে তোলা ছবি দিয়ে সাজানো একটি ভিডিও গতকাল (৭ জুলাই) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন অনুপম খের। সাদা পরচুলা ও দাড়ির সঙ্গে ধূসর রঙের পোশাকে তাকে বেশ মানিয়েছে। কবিগুরুর বেশে তাকে এতোটাই বিশ্বাসযোগ্য লাগছে যে, একঝটকায় বোঝার উপায় নেই এটি তার নতুন গেটআপ!

অনুপম খের (ছবি: ইনস্টাগ্রাম)

সোশ্যাল মিডিয়ায় অনুপম খের ভক্তদের আশ্বস্ত করেছেন, ধীরে ধীরে সিনেমাটির ব্যাপারে বিস্তারিত জানাবেন। ভিডিও ক্লিপের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার ৫৩৮তম কাজ। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয় করতে পারা আমার সৌভাগ্য। সিনেমাটির বিস্তারিত তথ্য যথাসময়ে আপনাদের জানাবো।’

১৯৩৫ সালে যেমন ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর (ছবি: ইনস্টাগ্রাম)

১৮৬১ সালের ৮ মে কলকাতায় জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। ৮ বছর বয়স থেকে কবিতা লিখতেন তিনি। ছদ্মনাম ভানুসিমহা নামে ১৬ বছর বয়সে প্রথম কাব্যগ্রন্থ বের হয় তার। ১৯১৩ সালে ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের সুবাদে প্রথম ভারতীয় ও প্রথম অ-ইউরোপীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন কবিগুরু। ভারতের জাতীয় সংগীত ‘জন গণ মন’ এবং বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ তারই লেখা।

অনুপম খের (ছবি: ইনস্টাগ্রাম)

অনুপম খেরকে সর্বশেষ ‘আইবি ৭১’ সিনেমায় দেখা গেছে। ৬৮ বছর বয়সী এই অভিনেতার হাতে এখন আরো আছে কঙ্গনা রনৌত পরিচালিত ‘ইমার্জেন্সি’, অনুরাগ বসুর ‘মেট্রো ইন দিনো’ (আদিত্য রয় কাপুর, সারা আলি খান, ফাতিমা সানা শেখ), বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য ভ্যাকসিন ওয়ার’, ‘বিজয় ৬৯’, ‘কুছ খাট্টা হো জায়ে’ (সাই মাঞ্জরেকার, গুরু রানধাওয়া), ‘দ্য সিগনেচার’ (মহিমা চৌধুরী)। গত বছর অনুপম খের অভিনীত ‘দ্য কাশ্মির ফাইলস’ ব্লকবাস্টার হিট হয়েছে।

বলিউড

রণবীরের সঙ্গে বেবি বাম্পে দীপিকার ১৪টি ছবি

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন মা হতে চলেছেন। শোনা যাচ্ছে, চলতি মাসের শেষ সপ্তাহে তার ও অভিনেতা রণবীর সিংয়ের কোলে আসবে প্রথম সন্তান। মাতৃত্বকালীন বিশেষ ফটোশুটে অংশ নিয়েছেন দীপিকা। তার সঙ্গে ছিলেন রণবীর। সাদাকালো সেসব ছবি আজ (২ সেপ্টেম্বর) সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন দু’জনে। এরমধ্যে কোনোটিতে তাদের হাসিমুখ, কয়েকটিতে দীপিকা একা, আবার কয়েকটিতে তাকে আগলে রেখেছেন রণবীর।

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

দীপিকা পাড়ুকোন সত্যিই মা হতে চলেছেন, নাকি সারোগেসির সহায়তা নিচ্ছেন, সেসব নিয়ে গত কয়েক মাস অনেক জল্পনা হয়েছে। বিশেষ ফটোশুটের ছবি প্রকাশের মাধ্যমে সেই গুঞ্জনের অবসান ঘটালেন তিনি।

একাধিক পোশাক পরে বিশেষ ফটোশুটে অংশ নিয়েছেন দীপিকা। আর রণবীর পরেছেন টি-শার্ট।

দীপিকার ছবিগুলো প্রকাশ্যে আসতেই তাকে ও রণবীরকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। তাদের শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকারাও।

গত ফেব্রুয়ারিতে নিজেদের প্রথম সন্তান আসার সুখবর জানান দীপিকা-রণবীর। আগামী ২৮ সেপ্টেম্বর তাদের ঘর আলো করে জন্ম নিতে পারে নবজাতক। দক্ষিণ মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে দীপিকাকে ভর্তি করানো হবে বলে জানা গেছে। কাকতালীয় হলো, ২৮ সেপ্টেম্বর দীপিকার প্রাক্তন প্রেমিক অভিনেতা রণবীর কাপুরেরও জন্মদিন!

সন্তান আসার পরপরই নতুন বাড়িতে উঠবেন দীপিকা-রণবীর। মুম্বাইয়ের বান্দ্রায় ১১৯ কোটি রুপি দিয়ে নতুন আবাসন কিনেছেন তারা। ১৬ থেকে ১৯ তলা পর্যন্ত ১১ হাজার ২৬৬ বর্গফুট ইন্টেরিয়র ও ১৩০০ বর্গফুট বারান্দার জায়গা আছে তাদের নতুন বাড়িতে।

২০১৩ সালে ‘গোলিয়ো কি রাসলীলা: রাম-লীলা’র শুটিংয়ে শুরু হয় দীপিকা-রণবীরের প্রেম। এরপর ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’ ও ‘৮৩’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোতে রাজকীয়ভাবে বিয়ে করেন দুই তারকা।

দীপিকাকে সর্বশেষ ‘কাল্কি ২৮৯৮ এডি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় এসেছেন। অন্তঃসত্ত্বা থাকাকালীন এর শুটিং করেছিলেন তিনি। সিনেমার গল্পে অন্তঃসত্ত্বার চরিত্রেই দেখা গেছে তাকে। নাগ অশ্বিনের পরিচালনায় এতে আরো অভিনয় করেছেন প্রভাস, অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটানি, শাশ্বত চট্টোপাধ্যায়সহ অনেকে।

আগামী দীপাবলিতে দীপিকার নতুন সিনেমা ‘সিংঘাম অ্যাগেইন’ মুক্তি পাবে। রোহিত শেঠির পরিচালনায় এতে লেডি সিংঘাম চরিত্রে দেখা যাবে তাকে। তার সহশিল্পী হিসেবে থাকছেন অজয় দেবগণ, কারিনা কাপুর খান, অক্ষয় কুমার, রণবীর সিং, টাইগার শ্রফসহ অনেকে।

চলতি বছরের শুরুতে মুক্তি পায় দীপিকার ‘ফাইটার’। এতে হৃতিক রোশনের সঙ্গে তার রসায়ন দর্শক মাতিয়েছে।

দীপিকা বেশ কিছুদিন মাতৃত্বকালীন ছুটিতে থাকবেন। ২০২৫ সালের মার্চ থেকে আবার শুটিংয়ে ফিরতে পারেন তিনি।

পড়া চালিয়ে যান

বলিউড

যেখানে মোদিকে পেছনে ফেলেছেন শ্রদ্ধা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

শ্রদ্ধা কাপুর (ছবি: এক্স)

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ‘স্ত্রী টু’ সিনেমার সাফল্যে উড়ছেন! বক্স অফিসে ঝড় তুলেছে এই সিনেমা। এর সুবাদে জনপ্রিয়তা আরও বেড়েছে তার। ছবি শেয়ারিংয়ের অ্যাপ ইনস্টাগ্রামে ৩৭ বছর বয়সী এই তারকার ফলোয়ার সংখ্যা ৯ কোটি ১৪ লাখ। এক্ষেত্রে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ছাড়িয়ে গেছেন তিনি! ইনস্টাগ্রামে মোদির ফলোয়ার এখন ৯ কোটি ১৩ লাখ। তবে শ্রদ্ধার ওপরে আছেন আরো দুই জন। 

ভারতীয়দের মধ্যে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি অর্থাৎ ২৭ কোটি ১০ লাখ ফলোয়ার ক্রিকেটার বিরাট কোহলির। ৯ কোটি ১৮ লাখ ফলোয়ার নিয়ে তালিকার দুই নম্বরে আছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

শ্রদ্ধা কাপুর (ছবি: এক্স)

শ্রদ্ধা ও নরেন্দ্র মোদির পরে ৮ কোটি ৫১ লাখ ফলোয়ার আছে অভিনেত্রী আলিয়া ভাটের। তারপরে ৭ কোটি ৯৮ লাখ ফলোয়ার আছে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের।

শ্রদ্ধা কাপুর (ছবি: এক্স)

গত ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পেয়েছে ‘স্ত্রী টু’। ভারত ও অন্যান্য দেশ মিলিয়ে অমর কৌশিক পরিচালিত এই সিনেমার টিকিট বিক্রি থেকে এসেছে ৪০১ কোটি রুপি। এরমধ্যে ভারতে ৩৪২ কোটি রুপি ঘরে তুলেছে এটি। এখান থেকে আয় হয়েছে ২৮৯ কোটি ৬০ লাখ রুপি।

শ্রদ্ধা কাপুর (ছবি: এক্স)

২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘স্ত্রী’র সিক্যুয়েল হিসেবে তৈরি হয়েছে ‘স্ত্রী টু’। দুটিতেই শ্রদ্ধা ছাড়াও অভিনয় করেছেন রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠী, অপারশক্তি খুরানা, অভিষেক ব্যানার্জি।

পড়া চালিয়ে যান

বলিউড

বিয়ের দুই মাস যেতেই ফ্ল্যাট বেচে দিচ্ছেন সোনাক্ষী

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

সোনাক্ষী সিনহা (ছবি: ফেসবুক)

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা মুম্বাইয়ের বান্দ্রার ওরলিতে নিজের ফ্ল্যাট বিক্রি করে দিচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় একটি আবাসন সংস্থার ভিডিওতে এই তথ্য জানা গেছে। এর বিক্রয়মূল্য রাখা হয়েছে ২৫ কোটি রুপি। 

এখানেই গত জুন মাসে অভিনেতা জ়হির ইকবালের সঙ্গে আইনিভাবে সোনাক্ষীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এর বারান্দায় দাঁড়িয়ে মালাবদল করেছিলেন বর-কনে। ফলে ঘরটির সঙ্গে তাদের জীবনের মধুর স্মৃতি জড়িয়ে আছে।

সোনাক্ষী সিনহা ও জহির ইকবাল (ছবি: ইনস্টাগ্রাম)

সমুদ্রমুখী ৪২০০ বর্গফুটের দুই কামরার এই অ্যাপার্টমেন্ট ২০২০ সালে কেনেন সোনাক্ষী। এরপর প্রায় ৫ কোটি খরচ করে অনন্দরসজ্জা করান তিনি। গত বছরের মে মাসে এই ফ্ল্যাটে থাকা শুরু করেন নায়িকা। কী কারণে এটি বিক্রির সিদ্ধান্ত নিলেন তিনি সেই কারণ জানা যায়নি।

সোনাক্ষী সিনহা (ছবি: ফেসবুক)

গত বছরের সেপ্টেম্বরে একই ভবনে ১১ কোটি রুপি দিয়ে আরেকটি ফ্ল্যাট কেনেন সোনাক্ষী। সেখানেই স্বামীকে নিয়ে ৩৭ বছর বয়সী এই তারকা পাকাপাকিভাবে থাকবেন বলে ধারণা করা হচ্ছে।

সোনাক্ষী সিনহা (ছবি: ফেসবুক)

সোনাক্ষীকে সর্বশেষ নেটফ্লিক্সে সঞ্জয়লীলা বানসালির ‘হিরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’ ওয়েব সিরিজে দেখা গেছে। এরপর জিফাইভে মুক্তি পেয়েছে তার অভিনীত ভৌতিক-কমেডি সিনেমা ‘কাকুদা’।

জহির ইকবাল ও সোনাক্ষী সিনহা (ছবি: ইনস্টাগ্রাম)

গত ২৩ জুন সকালে বান্দ্রায় ঘরোয়া পরিসরে বিয়ে করেন সোনাক্ষী ও জহির। সেদিনই মাঝরাতে মুম্বাইয়ে শিল্পা শেঠির বাস্টিন রেস্তোরাঁয় নবদম্পতির বিবাহোত্তর সংবর্ধনা হয়েছে। এতে লাল সিল্কের শাড়ি, মানানসই অলংকার ও সিঁথিতে সিঁদুর পরে হাজির হন সোনাক্ষী। জমকালো পার্টিতে দেখা গেছে বলিউড তারকাদের সমাগম। তাদের মধ্যে উল্লেখযোগ্য– সালমান খান ও তার ভাই আরবাজ খান, বোন অর্পিতা খান, ভগ্নিপতি আয়ুষ শর্মা আর ভাগ্নি আলিজ়ে, অভিনেতা অনিল কাপুর, রেখা, টাবু, কাজল, অদিতি রাও হায়দারি, সিদ্ধার্থ, শারমিন সেহগাল, সানজিদা শেখসহ অনেকে। নিমন্ত্রণপত্রে অনুরোধ করা হয়, অতিথিরা যেন লাল ছাড়া অন্য যেকোনো রঙের পোশাক পরে আসেন। প্রায় ১০০০ জন নিমন্ত্রিত ছিলেন নাচে-গানে পরিপূর্ণ অনুষ্ঠানে।

সোনাক্ষী সিনহা (ছবি: ফেসবুক)

কাজল ডিজিটাল প্রিন্টের ব্লাউজের সঙ্গে কাঞ্জিভরম শাড়ি পরে খোলা চুলে মানানসই ব্যাগ হাতে রেখেছেন। ‘হীরামন্ডি’ সিরিজ়ের বিব্বোজান খ্যাত অদিতি রাও হায়দরি বাগদত্তা সিদ্ধার্থের সঙ্গে এসেছিলেন। রেখা অফ হোয়াইট আর সোনালি রঙের কম্বিনেশনে সালোয়ার স্যুট পরেছেন। হাতে ‘ম্যাচিং’ বটুয়া, চুল খোঁপা করা আর গলা ও কানে ভারী গয়না ছিল। পিচ রঙের শারারা পরেছিলেন টাবু। কালো শার্ট ও শিমারি প্যান্টে দারুণ লেগেছে রাভিনাকে। স্বামীকে সঙ্গে নিয়ে আসেন ‘হীরামন্ডি’ সিরিজের আলমজ়েব অর্থাৎ শরমিন সেহগাল।

পড়া চালিয়ে যান
Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ