Connect with us

ওটিটি

‘সুড়ঙ্গ’ থেকে বেরিয়ে ‘সাড়ে ষোল’তে নিশো

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘সাড়ে ষোল’তে রেজা চরিত্রে আফরান নিশো (ছবি: হইচই)

অভিনেতা আফরান নিশো গত ১৭ জুন দুপুরে তিন মিনিটের ব্যবধানে ‘রেজা’ নামটি উল্লেখ করে নিজের দুটি ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। এগুলোতে লেন্সের সুবাদে তার বিড়াল চোখ দেখা গেছে। গত ৯ জুলাই এমন আরেকটি ছবি শেয়ার দেন তিনি। এ নিয়ে ভক্ত-দর্শকদের মধ্যে বিপুল কৌতূহল ও রোমাঞ্চ জন্মায়।

অবশেষে জানা গেলো, নতুন ওয়েব সিরিজ ‘সাড়ে ষোল’তে আইনজীবী রেজা চরিত্রে দর্শকদের সামনে হাজির হচ্ছেন এই তারকা। স্বনামধন্য একটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের পক্ষে আলোচিত মামলা পরিচালনা করে সে। ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলার শুনানিতে যাওয়ার আগের রাতে তার জীবন জটিল মোড় নেয়।

রেজার ভূমিকায় আফরান নিশোর অবয়ব প্রকাশ করেছে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই। ‘কাইজার’ ওয়েব সিরিজের পর আবার এই ওটিটি প্ল্যাটফর্মে তাকে দেখা যাবে। তার সাবলীল ও বহুমুখী অভিনয়ের দক্ষতা দেখতে অপেক্ষায় আছে দর্শকেরা। আগামী ১৭ আগস্ট হইচইয়ে মুক্তি পাবে ‘সাড়ে ষোল’।

নতুন ওয়েব সিরিজে আইনজীবী চরিত্রে অভিনয় প্রসঙ্গে আফরান নিশো বলেন, ‘রেজা অত্যন্ত বুদ্ধিমান ও সফল আইনজীবী। পাশাপাশি সে খুবই চতুর, কিন্তু একজন ফ্যামিলি ম্যান। আমাকে চরিত্রটি খুব আকর্ষণ করেছে। আমাকে রেজা হিসেবে দেখার পর দর্শকদের কেমন প্রতিক্রিয়া হয় জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

আফরান নিশো

আফরান নিশো (ছবি: ফেসবুক)

‘সাড়ে ষোল’ পরিচালনা করেছেন ইয়াসির আল হক। এটাই তার প্রথম ওয়েব সিরিজ। ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমায় পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদের সহকারী ছিলেন তিনি। এছাড়া রেহানার ভাইয়ের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে।

ইয়াসির আল হক প্রসঙ্গে নিশো বলেন, “ইয়াসির খুব তরুণ, প্রতিভাবান ও প্রতিশ্রুতিশীল একজন পরিচালক। প্রচুর সম্ভাবনা নিয়ে সে পরিচালনার ক্যারিয়ার শুরু করেছে। ইয়াসির খুবই দক্ষ ও কাজের প্রতি খুবই নিবেদিত প্রাণ। পুরো ‘সাড়ে ষোল’র সব কলাকুশলীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। তাদের শুভকামনা জানাই।”

আফরান নিশো (ছবি: ফেসবুক)

ইয়াসির আল হক বলেন, “ওটিটিতে অভিষেকের জন্য হইচইয়ের সঙ্গে কাজ করতে পেরে আমি আনন্দিত। কোনো শব্দই আমার এই উচ্ছ্বাস সঠিকভাবে প্রকাশ করতে পারবে না। ‘সাড়ে ষোল’ সিরিজটি আমার চেনা গণ্ডির বাইরে ছিলো। সেজন্যই এই সিরিজ দিয়ে আমার ওটিটি যাত্রা শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। আমার ওপর বিশ্বাস রাখার জন্য হইচইকে ধন্যবাদ।”

সিরিজের নাম ‘সাড়ে ষোল’ কেনো? ইয়াসির আল হকের উত্তর, “সিরিজটির টিজার-ট্রেলার এলেই দর্শকদের কাছে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। আমার বিশ্বাস, ‘সাড়ে ষোল’ আমাদের এমন জায়গায় নিয়ে যাবে যেখানে দর্শকরা ফ্লোর ১৬.৫-এ আটকে যাবেন!”

‘সুড়ঙ্গ’র দৃশ্যে আফরান নিশো (ছবি: চরকি)

এদিকে গেলো ঈদে রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে আফরান নিশোর। বাংলাদেশের দর্শকদের মন জয়ের পর গত ৭ জুলাই এটি মুক্তি পেয়েছে অস্ট্রেলিয়ায়। আগামী ২১ জুলাই পশ্চিমবঙ্গের বিভিন্ন সিনেমা হলে মুক্তি পাবে এই সিনেমা। চরকি ও আলফা-আই স্টুডিওসের যৌথ প্রযোজনায় এতে আরো অভিনয় করেছেন তমা মির্জা, শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মনওয়ার, মনির আহমেদ শাকিল, অশোক ব্যাপারিসহ অনেকে।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ