Connect with us

হলিউড

হলিউডে ধর্মঘট: অভিনেতাদের গরমে ক্লান্ত করতে কেটে ফেলা হয়েছে গাছের ডালপালা!

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

হলিউডে চলছে ধর্মঘট (ছবি: টুইটার)

হলিউডে অভিনয়শিল্পী ও চিত্রনাট্যকারদের ধর্মঘটে ব্যাঘাত ঘটাতে শীর্ষস্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠান এনবিসিইউনিভার্সেলের মূল ভবনের সামনে বেশকিছু গাছের ডালপালা কেটে ফেলার অভিযোগ উঠেছে। এগুলো তীব্র তাপদাহে আন্দোলনকারীদের প্রশান্তির ছায়া দিয়েছে। যদিও ধর্মঘট নিস্তেজ করতেই গাছের শাখা-প্রশাখা ছাঁটাইয়ের অভিযোগ অস্বীকার করেছে প্রতিষ্ঠানটি। এ ঘটনায় হলিউডের বাঘা প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অভিনয়শিল্পী ও চিত্রনাট্যকারদের মধ্যকার দূরত্ব নিয়ে উদ্বেগ আরো বেড়েছে।

ব্যুরো অব স্ট্রিট সার্ভিসেসের তথ্যানুযায়ী লস অ্যাঞ্জেলেস শহরের নিয়ন্ত্রক কেনেথ মেজিয়া জানান, গত তিন বছরে ইউনিভার্সেল স্টুডিওসের বাইরে এনবিসিইউনিভার্সেলের মূল ভবনের সামনের কোনও গাছের ডালপালা ছাঁটাই করার অনুমতি দেওয়া হয়নি।

আমেরিকান সংবাদমাধ্যম হলিউড রিপোর্টারকে দেওয়া এক বিবৃতিতে অভিনয়শিল্পীদের ইউনিয়ন এসএজি-এএফটিআরএ মন্তব্য করেছে, রেকর্ড তাপপ্রবাহের মধ্যে গাছের ডালপালা কেটে ফেলার ঘটনা সন্দেহজনক। এ অবস্থায় এনবিসিইউনিভার্সেল ভবনের সামনের সড়ককে ধর্মঘটের জন্য নিরাপদ মনে করছে না ইউনিয়ন।

হলিউডে চলছে ধর্মঘট (ছবি: টুইটার)

এনবিসিইউনিভার্সেলের ঊর্ধ্বতন কর্তাদের দাবি, গাছ ছাঁটাইয়ের মাধ্যমে আন্দোলনকারীদের জন্য সমস্যা সৃষ্টি করা তাদের উদ্দেশ্য ছিলো না। তাদের বক্তব্য, লাইসেন্সধারী বৃক্ষ বিশেষজ্ঞদের সঙ্গে অংশীদারিত্বে বছরের এই সময়ে গাছ ছাঁটাই করা হয়, যাতে প্রবল বাতাসের মৌসুমে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে।

এলএ টাইমসকে দেওয়া এক বিবৃতিতে এনবিসিইউনিভার্সেল মন্তব্য করেছে, আবহাওয়ার তাপমাত্রা বৃদ্ধি ধর্মঘটে থাকা অভিনয়শিল্পী ও চিত্রনাট্যকারদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই গরমে তাদের স্বস্তির জন্য সড়কে গ্যাজিবোস (ছাদযুক্ত কাঠামো) সরবরাহ করছে প্রতিষ্ঠানটি। একসঙ্গে কাজ করতে ইউনিয়ন নেতাদের সঙ্গে আলোচনার জন্য যোগাযোগ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে এনবিসিইউনিভার্সাল।

হলিউডে চলছে ধর্মঘট (ছবি: টুইটার)

হলিউডে ছয় দশকেরও বেশি সময় পর অভিনেতা-অভিনেত্রী ও চিত্রনাট্যকারেরা আবার একযোগে ধর্মঘট পালন করছেন। রাইটার্স গিল্ড অব আমেরিকা এবং অভিনয়শিল্পীদের ইউনিয়ন এসএজি-এএফটিআরএ’র সদস্যরা এনবিসিইউনিভার্সাল ভবনের পাশাপাশি অন্যান্য কার্যালয় ও স্টুডিওর সামনে বিক্ষোভ করছে।

স্ট্রিমিং প্ল্যাটফর্মে পারিশ্রমিক বৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারকে কেন্দ্র করে হলিউডের শীর্ষস্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চিত্রনাট্যকার ও অভিনয়শিল্পীদের আলোচনা ফলপ্রসূ না হওয়ায় ধর্মঘট শুরু হয়। চিত্রনাট্যকারেরা লস অ্যাঞ্জেলেস, নিউইয়র্কসহ বিবিন্ন স্থানে কয়েক মাস ধরে ধর্মঘট করছেন। গত সপ্তাহ থেকে অভিনেতা-অভিনেত্রীরা ধর্মঘট করছেন।

সিনেমাওয়ালা প্রচ্ছদ