Connect with us

ওটিটি

নুসরাত ফারিয়ার নতুন সিনেমাটি মুক্তি পাচ্ছে ওটিটিতে

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

নুসরাত ফারিয়া (ছবি: ফেসবুক)

চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার নতুন সিনেমা ‘পাতালঘর’ সরাসরি মুক্তি পেতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে। আগামী ২৭ জুলাই চরকিতে মুক্তি পাবে এটি। এর একটি পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে খবরটি জানিয়েছেন তিনি। এতে তার সঙ্গে দেখা গেছে অভিনেত্রী আফসানা মিমিকে।

মহামারিকালে মা ও মেয়ের মনস্তাত্ত্বিক টানাপোড়েনের গল্প নিয়ে ‘পাতালঘর’ পরিচালনা করেছেন নূর ইমরান মিঠু। এতে নুসরাত ফারিয়ার সিঙ্গেল মায়ের ভূমিকায় আছেন আফসানা মিমি। এতে আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, ফজলুর রহমান বাবু, নাজিয়া হক অর্ষা, মামুনুর রশীদ, সালাহউদ্দিন লাভলু, গিয়াস উদ্দিন সেলিম, দীপান্বিতা মার্টিন, রওনক হাসান, মৌটুসি বিশ্বাস, এরফান মৃধা শিবলু।

গত বছরের নভেম্বরে ভারতের গোয়ায় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (আইএফএফআই) ৫৩তম আসরে দেখানো হয়েছে ‘পাতালঘর’। এজন্য গোয়া গিয়েছিলেন নুসরাত ফারিয়া। এরপর বেঙ্গালুরু আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের এশিয়ান প্রতিযোগিতা বিভাগে অংশ নেয় সিনেমাটি। এছাড়া চলতি বছরের মার্চে নেপাল আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে সেরা পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে একটি পুরস্কার পেয়েছে ‘পাতালঘর’।

নুসরাত ফারিয়া

ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (আইএফএফআই) নুসরাত ফারিয়া (ছবি: ইনস্টাগ্রাম)

ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’ সিনেমায় কনার গাওয়া ‘কলিজা আর জান’ আইটেম গানের মাধ্যমে বড় পর্দায় দেখা গেছে নুসরাত ফারিয়াকে। ঢালিউডে তার হাতে এখন আছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’। এতে তরুণী শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছেন তিনি। ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় এটি পরিচালনা করেছেন শ্যাম বেনেগাল।

‘কলিজা আর জান’ গানের দৃশ্যে নুসরাত ফারিয়া (ছবি: চরকি)

‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার সহশিল্পী আরিফিন শুভর সঙ্গে ‘ফুটবল ৭১’ নামের একটি সিনেমায় অভিনয় করবেন নুসরাত ফারিয়া। নামেই বোঝা যাচ্ছে, ১৯৭১ সালের প্রেক্ষাপটে স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প থাকবে এতে। সরকারি অনুদানে এটি পরিচালনা করবেন অনম বিশ্বাস।

নুসরাত ফারিয়া (ছবি: ফেসবুক)

‘পাতালঘর’-এর মাধ্যমে এবারই প্রথম বাংলাদেশের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে নুসরাত ফারিয়ার সিনেমা দেখা যাবে। চলতি বছর এটি হবে ওটিটিতে তার দ্বিতীয় সিনেমা। গত ২৭ জানুয়ারি ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে মুক্তি পায় বাংলাদেশের এই নায়িকার ‘ভয়’। রাজা চন্দের পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা। গত ৮ জুন পশ্চিমবঙ্গে মুক্তি পায় এই জুটির ‘আবার বিবাহ অভিযান’। ২০১৫ সালে ‘আশিকি’তে অঙ্কুশের বিপরীতেই বড় পর্দায় অভিষেক হয় নুসরাত ফারিয়ার।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ