Connect with us

ওটিটি

ওটিটিতে এখন বিশ্বের ১৪ দেশে শীর্ষ দশে এই হিন্দি সিনেমা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

‘বাওয়াল’ সিনেমায় বরুণ ধাওয়ান ও জানভি কাপুর (ছবি: নাদিয়াড়ওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট)

বলিউড তারকা বরুণ ধাওয়ান ও জানভি কাপুরের ‘বাওয়াল’ মুক্তির মাত্র একসপ্তাহের মধ্যে হিট! ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের দর্শকদের মুগ্ধ করেছে এটি। অ্যামাজন প্রাইম ভিডিওতে ইতোমধ্যে ৬০ লাখ ভিউ অতিক্রম করেছে এই সিনেমা। ফলে ট্রেন্ডিংয়ে এর জায়গা হয়েছে।

‘দঙ্গল’ ও ‘ছিচ্চোরে’ খ্যাত নিতেশ তিওয়ারি পরিচালিত ‘বাওয়াল’ দারুণ গল্প এবং অনবদ্য অভিনয়ের সুবাদে অল্প সময়ে বিশ্বব্যাপী জনপ্রিয়তা এবং প্রশংসা কুড়িয়েছে। সেই সুবাদে হিট তকমা পেয়েছে এই সিনেমা। এর ইতিবাচক প্রতিক্রিয়া মুখে মুখে ছড়িয়ে পড়ায় এটি বিপুলসংখ্যক দর্শকের মন কেড়ে চলেছে।

 

View this post on Instagram

 

A post shared by VarunDhawan (@varundvn)

‘বাওয়াল’ হিট হওয়ায় বরুণ ধাওয়ান বেশ উৎফুল্ল। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করে দর্শকদের ৩৬ বছর বয়সী এই অভিনেতা লিখেছেন, ‘বিশ্বব্যাপী ট্রেন্ডিংয়ে। এতো ভালোবাসার জন্য ধন্যবাদ। আনন্দ নিয়ে জানাচ্ছি, আমরা ১৪টিরও বেশি দেশে ১ নম্বরে। প্রায় প্রতিটি দেশে শীর্ষ দশে আছি। অফুরান ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ।’

‘বাওয়াল’ সিনেমায় বরুণ ধাওয়ান (ছবি: নাদিয়াড়ওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট)

সিনেমাটির গল্প একটি হাইস্কুলের ইতিহাস বিষয়ক শিক্ষক অজয় দীক্ষিতকে ঘিরে। সে আজ্জু ভাইয়া নামেও পরিচিত। নিজেকে নিয়ে মিথ্যে ভাবমূর্তি গড়ার সুবাদে শহরের দোকানপাট ও রাস্তাঘাটে তারকার স্বাদ উপভোগ করে অজয়। ঘরে বাবা-মা এবং স্ত্রী নিশা। তবে ঘরে বউয়ের সঙ্গে একই বিছানায় থাকে না অজয়। কারণ নিশা মৃগী রোগী। মেয়েটির চরিত্রে অভিনয় নৈপুণ্য দেখিয়েছেন শ্রীদেবী-কন্যা জানভি।

‘বাওয়াল’ সিনেমায় জানভি কাপুর ও বরুণ ধাওয়ান (ছবি: নাদিয়াড়ওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট)

স্কুলের একটি ঘটনায় পরিস্থিতিতে পড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস জানতে ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণের পরিকল্পনা করে অজয়। বাবার কাছ থেকে পুরো খরচ পেতে স্ত্রী নিশাকে সঙ্গে নিয়ে যেতে বাধ্য হয় সে। ইউরোপে এই তরুণ দম্পতির সম্পর্কের টানাপোড়েন কীভাবে প্রেমে রূপ নেয় সেটাই দেখা যায় এরপর। সেই সঙ্গে উঠে আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসীদের ভয়াবহতা।

গত ২১ জুলাই অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পায় ‘বাওয়াল’। সিনেমাটির ভূয়সী প্রশংসা করেছেন দক্ষিণী পরিচালক অ্যাটলি কুমার। সুপারস্টার শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার এই নির্মাতা টুইট করেছেন, ‘আরাম লাগলো দেখে। মনে হয়েছে বই পড়ছি আর সেগুলো দেখছি।’

‘বাওয়াল’ সিনেমায় জানভি কাপুর ও বরুণ ধাওয়ান (ছবি: নাদিয়াড়ওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট)

ভারতের তিনটি স্থান এবং ফ্রান্সের প্যারিসসহ ইউরোপের পাঁচ দেশে ‘বাওয়াল’ সিনেমার শুটিং হয়েছে। এর গল্পে একটি অর্থবহ বার্তা রয়েছে, যা বিশ্বব্যাপী দর্শকদের মধ্যে অনুরণন ঘটিয়েছে। এটি প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াড়ওয়ালার নাদিয়াড়ওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট এবং নিতেশ তিওয়ারি ও অশ্বিনী আইয়ার তিওয়ারি দম্পতির আর্থস্কাই পিকচার্স।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ