Connect with us

ওয়ার্ল্ড সিনেমা

আইটেম গার্ল থেকে নোরা এবার দক্ষিণী সিনেমার নায়িকা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

নোরা ফাতেহি (ছবি: ফেসবুক)

বলিউড তারকা নোরা ফাতেহি হিন্দি, তামিল, তেলুগু ও মালায়লাম সিনেমায় আইটেম গানে নেচেছেন। এবার তেলুগু সিনেমা অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে তার। করুণা কুমারের পরিচালনায় দক্ষিণী তারকা বরুণ তেজের বিপরীতে দেখা যাবে তাকে। এর নাম রাখা হয়েছে ‘মটকা’।

ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের বন্দর নগরী বিশাখাপত্তনমে ১৯৫৮ থেকে ১৯৮২ সাল পর্যন্ত সময়ের গল্প থাকবে এই সিনেমায়। সারাভারত নাড়িয়ে দেওয়া একটি সত্যি ঘটনা অবলম্বনে সাজানো হয়েছে এর চিত্রনাট্য। বরুণ তেজকে চারটি ভিন্ন রূপে দেখা যাবে এতে। আজ (২৭ জুলাই) হায়দরাবাদে ঘটা করে সিনেমাটির মহরত হয়েছে।

নোরা ফাতেহি (ছবি: ফেসবুক)

পরিচালক করুণা কুমার ও প্রযোজনা প্রতিষ্ঠান ভিরা এন্টারটেইনমেন্টকে ধন্যবাদ জানিয়েছেন নোরা। তেলুগুতে অভিনয়ে অভিষেক প্রসঙ্গে ৩১ বছর বয়সী এই তারকা বলেন, ‘আমার জন্য সত্যিই অন্যরকম একটি মুহূর্ত। বরুণ তেজের সঙ্গে পর্দা ভাগ করার সুযোগ পাওয়া দারুণ ব্যাপার। আমি এই আনন্দময় যাত্রা শুরুর সঙ্গে সবার ভালোবাসা এবং শুভকামনা প্রার্থনা করছি।’

নোরা ফাতেহি (ছবি: ফেসবুক)

অভিনয়ের পাশাপাশি সিনেমাটিতে একটি আইটেম গানে নাচবেন নোরা। তেলুগুর পাশাপাশি তামিল, হিন্দি, কান্নাডা ও মালায়লাম ভাষায় মুক্তি পাবে এটি।

নোরা ফাতেহি ও বরুণ তেজ (ছবি: ফেসবুক)

‘মটকা’কে বলা হচ্ছে তেলুগু অভিনেতা বরুণ তেজের ক্যারিয়ারের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা। এতে তার বিপরীতে আরো থাকছেন দক্ষিণী নায়িকা মিনাক্ষী চৌধুরী।

নোরা ফাতেহি (ছবি: ফেসবুক)

গত মাসে প্রকাশিত হয়েছে নোরা ফাতেহির গাওয়া গান ‘সেক্সি ইন মাই ড্রেস’। তিনি নিজেই এর ভিডিওতে মডেল হয়েছেন।

এদিকে অ্যামাজন মিনিটিভির রিয়েলিটি শো ‘হিপ হপ ইন্ডিয়া’য় অংশ নিচ্ছেন নোরা ফাতেহি। অনুষ্ঠানটি সবচেয়ে বৃহৎ হিপ-হপ পারফরম্যান্সের সুবাদে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে। নোরার পাশাপাশি এতে যুক্ত আছেন ভারতীয় কোরিওগ্রাফার-ফিল্মমেকার রেমো ডি’সুজা।

নোরা ফাতেহি (ছবি: ফেসবুক)

মরক্কোর বংশোদ্ভুত নোরা ফাতেহি বেড়ে উঠেছেন কানাডায়। তিনি একাধারে মডেল, নৃত্যশিল্পী, অভিনেত্রী ও কণ্ঠশিল্পী। ভারতের হিন্দি, তেলুগু, তামিল ও মালায়লাম সিনেমায় আইটেম গানে দেখা গেছে তাকে। ২০১৮ সালে ‘সত্যমেভ জয়তে’ সিনেমার ‘দিলবার’ গানে নাচের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পান তিনি। ইউটিউবে এটি দেখা হয়েছে ১০০ কোটি বারের বেশি। ‘সত্যমেভ জয়তে টু’ সিনেমায় তার নাচে সাজানো ‘কুসু কুসু’ শিরোনামের একটি গানও জনপ্রিয়তা পেয়েছে। গত বছর ‘থ্যাংক গড’ সিনেমার ‘মানিকে মাগে’ এবং ‘অ্যান অ্যাকশন হিরো’র ‘জেহদা নেশা’ গানে তার নাচ আলোচিত হয়েছে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ