বিশ্বসংগীত
১ আগস্ট মনে করিয়ে দেয় ‘কনসার্ট ফর বাংলাদেশ’
১৯৭১ সালের ১ আগস্ট (রবিবার) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত হয় ‘কনসার্ট ফর বাংলাদেশ’। আজ সেই ঐতিহাসিক ঘটনার ৫২ বছর পূর্তি।
মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গঠন, পাকিস্তানিদের নির্বিচারে গণহত্যার কথা বিশ্বের সামনে তুলে ধরতে এবং ভারতে আশ্রয় নেওয়া নির্বিচার শরণার্থীর জন্য অর্থ তহবিল সংগ্রহের লক্ষ্যে এর আয়োজন করা হয়। ভারতীয় সেতার পণ্ডিত রবিশঙ্করের উৎসাহে এই উদ্যোগ নিয়েছিলেন বিটলস ব্যান্ডের প্রধান সদস্য জর্জ হ্যারিসন।
অবিস্মরণীয় কনসার্টে হাজির হয়েছিলেন ৪০ হাজারের বেশি দর্শক-শ্রোতা। ম্যাডিসন স্কয়ার গার্ডেন ‘বাংলাদেশ, বাংলাদেশ’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জর্জ হ্যারিসন, বব ডিলান, রবিশঙ্কর, রিঙ্গো স্টার, এরিক ক্ল্যাপটন, আলী আকবর খান, আল্লা রাখা খান, কমলা চক্রবর্তী, বিলি প্রিস্টন, লিয়ন রাসেল, জর্জ হ্যারিসনের ব্যাড ফিঙ্গার ব্যান্ডসহ অনেকে। কনসার্টে ‘বাংলাদেশ, বাংলাদেশ’ শিরোনামে একটি গান গেয়েছেন জর্জ হ্যারিসন।
পশ্চিমা বিশ্বে বাংলাদেশের নিপীড়িত জনগণের সপক্ষে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ‘কনসার্ট ফর বাংলাদেশ’। বাংলাদেশের শরণার্থীদের সহায়তায় প্রায় আড়াই লাখ ডলার। পুরো অর্থ ইউনিসেফের মাধ্যমে শরণার্থীদের চিকিৎসা সহায়তায় দেওয়া হয়।
সেতারবাদক রবিশঙ্কর ও সরোদবাদক ওস্তাদ আলি আকবর খানের যন্ত্রসংগীতের মাধ্যমে শুরু হয় ‘কনসার্ট ফর বাংলাদেশ’। তবলায় ছিলেন ওস্তাদ আল্লা রাখা খান। তারা পরিবেশন করেন ‘বাংলা ধুন’।
দ্য বিটলস ব্যান্ড ভেঙে যাওয়ার পর ‘কনসার্ট ফর বাংলাদেশ’ ছিলো জর্জ হ্যারিসনের প্রথম লাইভ অনুষ্ঠান। তিনি ছাড়া কনসার্টে ব্যান্ডটির আরেক সদস্য রিঙ্গো স্টার যোগ দেন। এর মাধ্যমে ১৯৬৬ সালের পর তাদের আবার একমঞ্চে দেখা যায়। তবে জন লেনন ও পল ম্যাকার্টনি আসেননি।
বব ডিলান আমেরিকায় পাঁচ বছর পর দর্শক-শ্রোতাদের সামনে গাইতে আসেন। এরিক ক্ল্যাপটন এই কনসার্টের মধ্য দিয়ে প্রায় পাঁচ মাস পর কোনো লাইভ অনুষ্ঠানে গিটার বাজিয়েছেন।
১৯৭১ সালের ডিসেম্বরে আমেরিকায় এবং ১৯৭২ সালের জানুয়ারিতে ব্রিটেনে অ্যাপল রেকর্ডস থেকে প্রকাশিত কনসার্টের লাইভ ত্রয়ী অ্যালবাম। ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর পরিকল্পনা থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত সবকিছু নিয়ে সাজানো একটি প্রামাণ্যচিত্র মুক্তি পায় ১৯৭২ সালের ২৩ মার্চ।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস