সিনেমা হল
স্টার সিনেপ্লেক্সে একই দিনে হলিউডের নতুন দুই সিনেমা
হলিউডের ‘বার্বি’ ও ‘ওপেনহেইমার’ মিলিয়ে ‘বার্বেনহাইমার’ নিয়ে তাবৎ দুনিয়ায় ব্যাপক মাতামাতি দেখা গেছে। সিনেমাহলে যেন দর্শকদের উৎসব লেগেছে। এর রেশ কাটতে না কাটতে বাংলাদেশে একসঙ্গে এসেছে হলিউডের আরো নতুন দুটি সিনেমা। আজ (১১ আগস্ট) মুক্তি পেতে যাচ্ছে রক্তপিপাসু ভয়ঙ্কর হাঙরের তাণ্ডব নিয়ে নির্মিত অ্যাকশনধর্মী ‘মেগ টু: দ্য ট্রেঞ্চ’ এবং অ্যানিমেটেড সিনেমা ‘টিনএজ মিউট্যান্ট নিনজা টার্টলস: মিউট্যান্ট মেহেম’। দুটোই সিক্যুয়েল।
‘মেগ টু: দ্য ট্রেঞ্চ’ পরিচালনা করেছেন বেন হুইটলি। এতে জোনাস টেলর চরিত্রে আবার অভিনয় করেছেন হলিউড তারকা জেসন স্ট্যাটহাম। অন্যদিকে জনপ্রিয় কমিকস অবলম্বনে ‘টিনএজ মিউট্যান্ট নিনজা টার্টলস: মিউট্যান্ট মেহেম’ পরিচালনা করেছেন জেফ রো। স্টার সিনেপ্লেক্সের জ্যৈষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদের আশা, ভিন্ন ভিন্ন ঘরানার সিনেমা দুটি দর্শকদের মন জয় করবে।
‘মেগ টু: দ্য ট্রেঞ্চ’
২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য মেগ’ সিনেমায় ডাইনোসর যুগের লুপ্তপ্রায় একটি বিশাল হাঙরের দেখা মেলে মাঝ সমুদ্রে, যার নাম মেগালোডন। সেই বিশালাকার হাঙরের গ্রাসে যেতে শুরু করে বহু জাহাজ থেকে সাবমেরিন। বিস্ময়কর সেই হাঙরের বিরুদ্ধে মরণপণ লড়াই করে একজন দুঃসাহসিক ডুবুরি। অনেক চড়াই-উতরাই পেরিয়ে শেষ পর্যন্ত তার অভিযান সফল হওয়ায় মারা যায় মেগালোডন। তবে গল্প কিন্তু শেষ হয়নি!
দর্শকদের জন্য আরও ভয়ঙ্কর গল্প নিয়ে সাজানো হয়েছে ‘মেগ টু: দ্য ট্রেঞ্চ’। এতে লুপ্তপ্রায় সেই রক্তপিপাসু হাঙরকে আবার দেখা যাবে। এবার মেগালোডন একা নয়, সদলবলে প্রতিশোধ নিতে ফিরছে সে। সমুদ্রের তলদেশে প্রাগৈতিহাসিককালের প্রাণীদের খাদ্যচক্র নিয়ে একদল বিজ্ঞানীর গবেষণার অনিবার্য ফল হিসেবে সেই হাঙরের প্রত্যাবর্তন হয়। এর আগে ‘জুরাসিক পার্ক’ ফ্র্যাঞ্চাইজে মহাকালের অমোঘ নিয়ম নিয়ে ছেলেখেলার ভয়ংকর পরিণতি উঠে এসেছে। ‘মেগ টু’তে হতে চলেছে ঠিক তেমনটাই।
স্টিভ অল্টেনের ‘মেগ: অ্যা নভেল অব ডিপ টেরর’ উপন্যাস অবলম্বনে জন টারটেলটাবের পরিচালনায় ‘দ্য মেগ’-এর বাজেট ছিলো ১৭ কোটি ৮০ লাখ ডলার। বক্স অফিসে এটি আয় করে ৫৩ কোটি ডলারের বেশি। এবারের পর্ব আরো বড় পরিসরে সাজানো হয়েছে। এর বাজেট ১৩ কোটি ৯০ লাখ ডলার। গত ৪ আগস্ট উত্তর আমেরিকায় মুক্তির পর এখন পর্যন্ত এটি আয় করেছে ১৫ কোটি ডলারের বেশি। জেসন স্টেটহাম ছাড়াও আগের সিনেমায় অভিনয় করা পেজ কেনেডি ও ক্লিফ কার্টিস ফিরেছেন। এছাড়া আছেন উ জিং, সিয়েনা গিলোরি, স্কাইলার স্যামুয়েলস, কিরণ সোনিয়া সাওয়ার, মেলিসান্তি মাহাত।
‘টিনএজ মিউট্যান্ট নিনজা টার্টলস: মিউট্যান্ট মেহেম’
বিশ্বব্যাপী দারুণ জনপ্রিয় কমিক সুপারহিরো টিনএজ মিউট্যান্ট নিনজা টার্টলস। ১৯৮০ সালের মাঝামাঝি পিটার লেয়ার্ড ও কেভিন ইস্টম্যানের মাধ্যমে একটি কমিকস সিরিজে এসব কচ্ছপের যাত্রা শুরু। এরপর তারা পাঠকদের কাছে রীতিমতো আইকনিক চরিত্র হয়ে ওঠে। পিৎজাপ্রেমী কচ্ছপগুলো নিয়ে তৈরি হয়েছে অনেক টিভি শো এবং ভিডিও গেম।
২০০৭ সালে এসব নিনজাকে নিয়ে নির্মিত অ্যানিমেটেড সিনেমা ‘টিএমএনটি’ বিশ্বব্যাপী দারুণ জনপ্রিয়তা পায়। ২০১৪ ও ২০১৬ সালে রক্তমাংসের চরিত্র নিয়ে ‘টিনএজ মিউট্যান্ট নিনজা টার্টলস’ সিরিজের দুটি সিনেমা মুক্তি পেয়েছে।
এবার টিনএজ মিউট্যান্টরা নতুন অ্যাডভেঞ্চার নিয়ে ফিরে এসেছে। নতুন গল্পের নাম ‘টিনএজ মিউট্যান্ট নিনজা টার্টলস: মিউট্যান্ট মেহেম’। ‘টিনএজ মিউট্যান্ট নিনজা টার্টলস’ ফ্র্যাঞ্চাইজের সপ্তম সিনেমা এটি। এতে দেখা যাবে, বহু বছর ধরে পৃথিবীতে আশ্রয় নেওয়ার পর কচ্ছপ ভাইরা নিউইয়র্কবাসীর মন জয় করতে এবং সাধারণ কিশোর-কিশোরীদের বন্ধু হিসেবে গ্রহণযোগ্যতা পেতে রওনা হয়। এপ্রিল ও’নিলের সঙ্গে তাদের বন্ধুত্ব গড়ে ওঠে। নতুন বন্ধুরা রহস্যময় একটি অপরাধ সিন্ডিকেটের কথা জানায়। তারা যখন সেই সিন্ডিকেটের সঙ্গে লড়াইয়ের পরিকল্পনা করে, ঠিক তখনই মিউট্যান্টদের একটি বাহিনী তাদের ওপর আক্রমণ করে, যা কচ্ছপের জন্য উদ্বেগের কারণ হয়ে ওঠে। তারা বন্ধু হবে নাকি শত্রু?
‘টিনএজ মিউট্যান্ট নিনজা টার্টলস: মিউট্যান্ট মেহেম’ সিনেমায় অভিনয় করেছেন জ্যাকি চ্যান, জন চিনা, সেথ রোজেন, আইস কিউব, পল রুড, রোজ বায়ার্ন, মায়া রুডলফ প্রমুখ। এর বাজেট ৭ কোটি ডলার। গত ২ আগস্ট আমেরিকায় মুক্তির পর এখন পর্যন্ত ৬ কোটি ১৪ লাখ ডলার আয় করেছে এটি।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস