Connect with us

নাটক

প্রধানমন্ত্রী শেখ হাসিনায় অনুপ্রাণিত চেয়ারম্যানের চরিত্রে ভাবনা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘আবার আসিব ফিরে’ নাটকে আশনা হাবিব ভাবনা (ছবি: বিটিভি)

জাতীয় শোক দিবসের একটি নাটকে অভিনয় করলেন আশনা হাবিব ভাবনা। এর নাম রাখা হয়েছে ‘আবার আসিব ফিরে’। এতে তার চরিত্রের নাম নয়নতারা চেয়ারম্যান। তাকে দেখা যাবে দুটি ভিন্ন বয়সে। এরমধ্যে একটি গেটআপ স্বাভাবিকভাবেই কিছুটা বৃদ্ধার।

ভাবনা বলেন, ‘এই চরিত্রটি প্রধানমন্ত্রী শেখ হাসিনায় অনুপ্রাণিত। নয়নতারা চেয়ারম্যান চরিত্রে যখন অভিনয় করছিলাম, তখন সারাক্ষণ আমার মাথায় ছিলেন আমাদের প্রধানমন্ত্রী। পুরো কাজটি অনেক উপভোগ করেছি।’

‘আবার আসিব ফিরে’ নাটকে আশনা হাবিব ভাবনা (ছবি: বিটিভি)

ভাবনা যোগ করেন, ‘অভিনয়ের জন্য আমাদের কতো কিছুই না করতে হয়! আমার অভিনয় জীবন উপভোগ করার প্রথম কারণ হলো, আমি যে কেউ হয়ে যেতে পারি। এই যে কিছু মুহূর্তের জন্য অন্য একজন মানুষ হয়ে যাওয়া, এটি একটি অসাধারণ অনুভূতি।’

১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘটে যাওয়া বঙ্গবন্ধুর পরিবারের মর্মস্পর্শী ঘটনার ছায়া অবলম্বনে তৈরি হয়েছে ‘আবার আসিব ফিরে’। এতে আরো অভিনয় করেছেন আফজাল হোসেন, ফারুক আহমেদ, তৌফিকুল ইসলাম ইমনসহ অনেকে।

আশনা হাবিব ভাবনা (ছবি: ফেসবুক)

‘আবার আসিব ফিরে’ রচনা ও পরিচালনা করেছেন অনিমেষ আইচ। আগামী ১৫ আগস্ট রাত ৯টায় বিটিভিতে দেখানো হবে নাটকটি।

এদিকে ভাবনার হাতে এখন আছে দুটি সিনেমা। এগুলো হলো শুদ্ধমান চৈতন পরিচালিত ‘দামপাড়া’ ও হাবিবুল ইসলাম হাবিবের ‘যাপিত জীবন’।

সিনেমাওয়ালা প্রচ্ছদ