Connect with us

ঢালিউড

প্রধানমন্ত্রীর কাছে ‘১৯৭১ সেই সব দিন’ সিনেমার ৮ জন

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘১৯৭১ সেই সব দিন’-এর পোস্টার তুলে দেন সিনেমাটির কলাকুশলীরা (ছবি: ইয়াসিন কবীর জয়)

মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মিত ‘১৯৭১ সেই সব দিন’ সিনেমা সংশ্লিষ্ট আট জন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ (১৭ আগস্ট) গণভবনে বঙ্গবন্ধুকন্যার হাতে সিনেমাটির পোস্টার তুলে দিয়েছেন তারা। তাদের মধ্যে ছিলেন প্রযোজক লাকী ইনাম, পরিচালক-অভিনেত্রী হৃদি হক, চিত্রনায়ক ফেরদৌস, অভিনেত্রী তারিন, সানজিদা প্রীতি, অভিনেতা লিটু আনাম, জুয়েল জহুর, গায়ক ও সম্পাদক কামরুজ্জামান রনি।

সরকারি অনুদানে নির্মিত ‘১৯৭১ সেইসব দিন’ মুক্তি পাচ্ছে আগামীকাল (১৮ আগস্ট)। হৃদি হক পরিচালিত প্রথম সিনেমা এটি। তার কথায় ,‘১৯৭১ সেই সব দিন তীব্র ভালোবাসা আর আশা-আকাঙ্ক্ষার গল্প। শুধু সময়টা ১৯৭১। তাই এর গল্প দর্শককে কাঁদাবে, হাসাবে এবং সেই সঙ্গে একাত্তরকে অনুভব করাবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলের তোড়া উপহার দেন ‘১৯৭১ সেই সব দিন’ সিনেমার কলাকুশলীরা (ছবি: ইয়াসিন কবীর জয়)

গত ১০ আগস্ট সিনেমাটির তিন মিনিটের ট্রেলার অবমুক্ত হয়। এতে ধারাবর্ণনা দিয়েছেন আসাদুজ্জামান নূর। ট্রেলারে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের উত্তাল সময়ের একঝলক দেখা গেছে। দেশ স্বাধীনের আশায় বাঙালিরা মিছিল আর স্লোগানে মুখর ছিলো। গল্প ও চিত্রনাট্য বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপনের জন্য রয়েছে সেই সময়ের প্রাকৃতিক পরিবেশ, ইট-সিমেন্টের দালান, গাড়ি, পোশাক ও সাজগোজ।

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে ‘১৯৭১ সেই সব দিন’ সিনেমার কলাকুশলীরা (ছবি: ইয়াসিন কবীর জয়)

‘১৯৭১ সেই সব দিন’-এর মূল গল্প ভাবনা প্রয়াত ড. ইনামুল হকের। সাংস্কৃতিক আন্দোলন ও ১৯৭১ সালের একটি পরিবার এবং সেই সময়ের কিছু ঘটনা নিয়ে সিনেমাটির গল্প। এতে আরো অভিনয় করছেন আবুল হায়াত, মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, শিল্পী সরকার অপু, আনিসুর রহমান মিলন, সজল, সাজু খাদেম, মৌসুমী হামিদ, নাজিয়া হক অর্ষা, সোনিয়া হোসেন, গীতশ্রী চৌধুরী প্রমুখ। লিটু আনাম অভিনয়ের পাশাপাশি সিনেমার শিল্প নির্দেশক ও কোরিওগ্রাফির কাজ করেছেন।

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে ‘১৯৭১ সেই সব দিন’ সিনেমার কলাকুশলীরা (ছবি: ইয়াসিন কবীর জয়)

পরিচালনা ও অভিনয়ের পাশাপাশি হৃদি হক ‘যাচ্ছো কোথায়’ গানের কথা লিখেছেন। এটি দ্বৈতকণ্ঠে গেয়েছেন কামরুজ্জামান রনি ও ইশরাত অ্যানি। ‘ইয়ে শামে’ শিরোনামের একটি গান লিখেছেন চয়নিকা দত্ত, এটি গেয়েছেন সঞ্চারী সেনগুপ্ত। দুটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন ভারতরে দেবজ্যোতি মিশ্র।

‘১৯৭১ সেই সব দিন’ সিনেমার পোস্টার (ছবি: জাজ মাল্টিমিডিয়া)

ঢাকাসহ দেশের ১০টি সিনেমাহলে চলবে ‘১৯৭১ সেই সব দিন’। এগুলো হলো স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি (দুপুর ১টা ৪৫, সন্ধ্যা ৭টা ৩৫), এসকেএস টাওয়ার (বিকেল ৪টা ১৫) ও সনি স্কয়ার শাখা (দুপুর ২টা, সন্ধ্যা ৭টা ২০), ব্লকবাস্টার সিনেমা (সকাল ১১টা ৪০, বেলা ১টা ৪৫ ও বিকেল ৪টা ৪৫), লায়ন সিনেমা (বিকেল ৩টা ৩০, সন্ধ্যা ৭টা ৫০), উত্তরা দিয়াবাড়ির ম্যাজিক মুভি থিয়েটার (বিকেল ৪টা), গ্র‍্যান্ড সিলেট মুভি থিয়েটার (সন্ধ্যা ৬টা ৩০), চট্টগ্রামের সিলভার স্ক্রিন (দুপুর ২টা ৪৫), সিরাজগঞ্জের রুটস সিনেক্লাব (সকাল ১১টা, দুপুর ২টা, বিকেল ৫টা, রাত ৮টা) এবং নওগাঁর তাজ সিনেমা।

সিনেমাওয়ালা প্রচ্ছদ