Connect with us

ঢালিউড

‘প্রিয়তমা’র পর শাকিবের ‘রাজকুমার’ মুক্তির ঘোষণা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

শাকিব খান ও কোর্টনি কফি (ছবি: ফেসবুক)

ঢালিউড সুপারস্টার শাকিব খান, পরিচালক হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনান ‘প্রিয়তমা’র পর আবার জোট বেঁধেছেন। এবার তারা দর্শকদের উপহার দেবেন ‘রাজকুমার’। ২০২৪ সালের ঈদুল ফিতরে মুক্তি পাবে এটি।

হিমেল আশরাফ গতকাল (২০ আগস্ট) সোশ্যাল মিডিয়ায় ‘রাজকুমার’ সিনেমার প্রচারণামূলক পোস্টার শেয়ার করেছেন। এতে তাদের তিন জনের যুক্ত হওয়া ও মুক্তির তারিখ উল্লেখ রয়েছে।

‘রাজকুমার’ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করবেন আমেরিকান তারকা কোর্টনি কফি। গত বছরের মার্চে নিউইয়র্কে তারা একটি সংবাদ সম্মেলনে অংশ নেন। কারণ যুক্তরাষ্ট্রেই ‘রাজকুমার’-এর বেশিরভাগ শুটিং হবে। হিমেল আশরাফের পোস্ট নিজের ফেসবুক পেজে শেয়ার দিয়েছেন এই বিদেশিনী।

(বাঁ থেকে) হিমেল আশরাফ, আরশাদ আদনান ও শাকিব খান (ছবি: ফেসবুক)

পরিচালনার পাশাপাশি ‘রাজকুমার’-এর গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন হিমেল আশরাফ। এটি হবে তার তৃতীয় সিনেমা। এর আগে আরশাদ আদনানের ভার্সেটাইল মিডিয়ার প্রযোজনায় তিনি বানিয়েছেন ‘সুলতানা বিবিয়ানা’ ও ‘প্রিয়তমা’। দুটিরই গল্প ও চিত্রনাট্য ছিলো সাগরে নিখোঁজ হয়ে যাওয়া ফারুক হোসেনের।

কোর্টনি কফি (ছবি: ইনস্টাগ্রাম)

‘রাজকুমার’ সিনেমার নায়িকা খোঁজার দায়িত্ব পেশাদার একটি এজেন্সিকে দিয়েছিলেন পরিচালক হিমেল আশরাফ। তারা প্রাথমিকভাবে ৮৭ জনের একটি তালিকা দেয়। এরপর কয়েকটি ধাপ পেরিয়ে কোর্টনি কফি নির্বাচিত হন। তার জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রে। আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে সিনেমা বিষয়ে পড়াশোনা করেছেন তিনি। মঞ্চনাটক ও শর্টফিল্মে কাজ করার অভিজ্ঞতা আছে তার।

সম্প্রতি নিউইয়র্কে ‘প্রিয়তমা’ সিনেমা দেখে সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিক্রিয়ায় শাকিব খানের অভিনয়ের প্রতি মুগ্ধতা প্রকাশ করেন কোর্টনি কফি। একইসঙ্গে সিনেমাটির অভাবনীয় সাফল্যের জন্য হিমেল আশরাফকে অভিনন্দন জানান তিনি। তার কথায়, ‘আপনার সঙ্গে পরিচিত হয়ে এবং কাজ করার সুযোগ পেয়ে আমি গর্বিত। সিনেমাটির পাশে থাকায় ঢালিউডের ভক্তদের ধন্যবাদ জানাই।’

সিনেমাওয়ালা প্রচ্ছদ