সিনেমা হল
নতুন লাতিন সুপারহিরো এলো বাংলাদেশে
ডিসি কমিকসের সুপারহিরোদের সুসময় যাচ্ছে বলা যায়। গত জুনে মুক্তিপ্রাপ্ত ‘দ্য ফ্ল্যাশ’ ব্যাপক হইচই ফেলেছে। তার আগে সাড়া জাগিয়েছে ‘শাজাম টু’। দুটি সিনেমাই বক্স অফিসে সাফল্য পেয়েছে। সেই ধারাবাহিকতায় এবার দর্শক মাতাচ্ছে ডিসি স্টুডিওসের ‘ব্লু বিটল’। এর মাধ্যমে বড় পর্দায় হাজির হলো ডিসি কমিকসের নতুন লাতিন সুপারহিরো। ওয়ার্নার ব্রাদার্স পিকচার্সের পরিবেশনায় গত ১৮ আগস্ট যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে এই সিনেমা। আজ (২৫ আগস্ট) বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেলো এটি।
‘ব্লু বিটল’ হলো ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্সের ১৪তম সিনেমা। ডিসি কমিকসের চরিত্র জেইমি রেয়েসকে কেন্দ্র করে এর গল্প। সিনেমাটি পরিচালনা করেছেন পুয়ের্তোরিকান নির্মাতা আনহেল মানুয়েল সোতো। তিনি লাতিন কলাকুশলীদেরই প্রাধান্য দিয়েছে এতে।
গল্পে দেখা যায়, গোথাম আইন বিশ্ববিদ্যালয় থেকে জেইমি রেইস স্নাতক ডিগ্রি পাওয়ার পর নিজের শহর পালমেরা সিটিতে ফিরে আসে। ঘটনাক্রমে প্রাচীন ভিনগ্রহের নিদর্শন স্কারাবের মাধ্যমে শক্তিশালী সুপারহিরো ব্লু বিটলে পরিণত হয় সে। আকাশে ডানা মেলে ওড়া, অত্যাধুনিক অস্ত্র, রক্ষাকবজের মতো সুপার পাওয়ার আছে তার।
জেইমি রেয়েস চরিত্রে অভিনয় করেছেন ২২ বছর বয়সী আমেরিকান তরুণ শোলো মারিডুয়েনা। নেটফ্লিক্সের ‘কোবরা কাই’ সিরিজের সুবাদে দর্শকদের কাছে আগে থেকেই তিনি পরিচিত। যুক্তরাষ্ট্রের নাগরিক হলেও তিনি মেক্সিকান, কিউবান ও ইকুয়েডোরিয়ান বংশোদ্ভুত। সিনেমায় তার বেশিরভাগ সহশিল্পী লাতিন আমেরিকান। তারা হলেন আদ্রিয়ানা বারাসা, দামিয়ান আলকাসার, এলপিদিয়া কারিয়ো, ব্রুনা মার্কেজিন। দুই আমেরিকান অভিনেতা রাউল ম্যাক্স ট্রুহিয়ো এবং জর্জ লোপেজ উভয়ে মেক্সিকান বংশোদ্ভুত। প্রধান ভিলেন চরিত্রে আছেন অস্কারজয়ী আমেরিকান অভিনেত্রী সুজান সারানডন।
১০ কোটি ৪০ লাখ ডলার বাজেটে নির্মিত ২ ঘণ্টা ৭ মিনিট ব্যাপ্তির সিনেমাটি যুক্তরাষ্ট্রে মুক্তির পরপরই চমক দেখিয়েছে। বক্স অফিসে এক মাস ধরে আধিপত্য বিস্তার করা ‘বার্বি’কে হটিয়ে শীর্ষস্থান দখল করেছে এটি। এখন পর্যন্ত ‘ব্লু বিটল’ আয় করেছে ৫ কোটি ডলারের বেশি।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস