Connect with us

বলিউড

সৌরভ গাঙ্গুলীর বায়োপিকে আয়ুষ্মান খুরানা, ডিসেম্বরে শুটিং শুরু

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

আয়ুষ্মান খুরানা, সৌরভ গাঙ্গুলী (ছবি: টুইটার)

ভারতের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বায়োপিকে অভিনয় করতে চলেছেন আয়ুষ্মান খুরানা। আগামী ডিসেম্বরে এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এটি পরিচালনা করবেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়া রজনীকান্ত।

ভারতের মিড-ডে ট্যাবলয়েডের একটি প্রতিবেদনে বলা হয়েছে, গাঙ্গুলীর মতোই বাঁ-হাতি ব্যাটার আয়ুষ্মান খুরানা। তিনি সাবেক এই ক্রিকেটারের ব্যক্তিত্বকে যথাযতভাবে ফুটিয়ে তুলতে পারবেন বলে সংশ্লিষ্টরা আশাবাদী।

আয়ুষ্মান খুরানা, সৌরভ গাঙ্গুলী (ছবি: টুইটার)

জানা গেছে, আগামী মাসে মুম্বাইয়ে প্রশিক্ষণ শুরু করবেন আয়ুষ্মান খুরানা। ডিসেম্বরে শুটিং শুরুর আগে প্রস্তুতি নিতে দুই মাসের বেশি সময় পাবেন তিনি। মাঠের বাইরে গাঙ্গুলীর জীবন সম্পর্কে জানার জন্য ব্যাপক সময় দিতে হবে তাকে।

আয়ুষ্মান খুরানা (ছবি: টুইটার)

ইতোমধ্যে সৌরভ গাঙ্গুলীর সঙ্গে সাক্ষাৎ করেছেন আয়ুষ্মান খুরানা। নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটি প্রযোজনা করছেন লুভ রঞ্জন ও অঙ্কুর গর্গ। ‘পেয়ার কা পাঞ্চনামা’, ‘সনু কে টিটু কি সুইটি’ ও ‘তু ঝুঠি ম্যায় মাক্কার’ সিনেমা তিনটি পরিচালনা করে সুনাম কুড়িয়েছেন লুভ রঞ্জন। অন্যদিকে অঙ্কুর গর্গ প্রযোজনা করেছেন ‘স্ত্রী’ ও ‘বালা’। এরমধ্যে ‘বালা’য় অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা।

‘ড্রিম গার্ল টু’ সিনেমায় আয়ুষ্মান খুরানা (ছবি: বালাজি মোশন পিকচার্স)

গত ২৫ আগস্ট মুক্তি পেয়েছে আয়ুষ্মান খুরানা অভিনীত ‘ড্রিম গার্ল টু’। এটি বক্স অফিসে ভালো ব্যবসা করেছে। প্রথম দিন টিকিট বিক্রি থেকে এসেছে ১০ কোটি ৬৯ লাখ রুপি। তিন দিন শেষে সেই অঙ্ক দাঁড়ায় ৪০ কোটি ৭১ লাখ রুপি। এখন পর্যন্ত শুধু ভারতে সিনেমাটির আয় হয়েছে ৬৭ কোটি রুপি।

আয়ুষ্মান খুরানার ক্যারিয়ারে প্রথম দিন সবচেয়ে বেশি টিকিট বিক্রির রেকর্ড গড়েছে ‘ড্রিম গার্ল টু’। তার আগের সিনেমার মধ্যে ‘বালা’ ১০ কোটি ১৫ লাখ রুপি, ‘ড্রিম গার্ল’ ১০ কোটি ৫ লাখ রুপি, ‘শুভ মঙ্গল জ্যায়াদা সাবধান’ ৯ কোটি ৫৫ লাখ রুপি, ‘বাধাই হো’ ৭ কোটি ৬৫ লাখ রুপি এবং ‘আর্টিক্যাল ফিফটিন’ টিকিট বিক্রি থেকে পায় ৫ কোটি ২ লাখ রুপি।

‘ড্রিম গার্ল টু’ সিনেমায় অনন্যা পাণ্ডে ও আয়ুষ্মান খুরানা (ছবি: বালাজি মোশন পিকচার্স)

‘ড্রিম গার্ল’ সিনেমার সিক্যুয়েলে আয়ুষ্মান খুরানার নায়িকা অনন্যা পাণ্ডে। তার ক্যারিয়ারে প্রথম তিন দিন সবচেয়ে বেশি টিকিট বিক্রির ক্ষেত্রে এই সিনেমা আছে এক নম্বরে। এর আগে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ ৩৮ কোটি ৮৩ লাখ রুপি এবং ‘পতি পত্নি অউর ও’ তিন দিনে টিকিট বিক্রি থেকে পায় ৩৫ কোটি ৯৪ লাখ রুপি।

‘ড্রিম গার্ল টু’র আগে অনন্যা পাণ্ডের সিনেমার মধ্যে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ মুক্তির প্রথম দিন টিকিট বিক্রি থেকে পেয়েছে ১২ কোটি ৬ লাখ রুপি।

‘ড্রিম গার্ল টু’ সিনেমার অভিনয়শিল্পীরা (ছবি: বালাজি মোশন পিকচার্স)

বালাজি মোশন পিকচার্স প্রযোজিত ‘ড্রিম গার্ল টু’র গল্প করমকে কেন্দ্র করে। পুরুষ হলেও নারীর ছদ্মবেশে থাকে এই বেকার যুবক। বাবা জগজিতের সঙ্গে থাকে সে। তার বাবা ধারদেনায় জর্জরিত। এদিকে করমকে তার প্রেমিকা পরীর বাবা ছয় মাসের মধ্যে ২৫ লাখ রুপি আয় করার শর্ত দিয়েছেন।

‘ড্রিম গার্ল টু’ সিনেমার পোস্টার (ছবি: বালাজি মোশন পিকচার্স)

‘ড্রিম গার্ল’ (২০১৯) সিনেমার মতো সিক্যুয়েলও পরিচালনা করেছেন রাজ শান্ডিলিয়া। এতে আরো অভিনয় করেছেন অনন্যা পাণ্ডে, পরেশ রাওয়াল, রাজপাল যাদব, মনোজ যোশি, আনুষা মিশ্র। আগের সিনেমার অভিনেতাদের মধ্যে ফিরেছেন অন্নু কাপুর, মানজোত সিং, বিজয় রাজ ও অভিষেক ব্যানার্জি।

সিনেমাওয়ালা প্রচ্ছদ