Connect with us

ওয়ার্ল্ড সিনেমা

৮০তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের বিজয়ী তালিকা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

গোল্ডেন লায়ন পুরস্কার হাতে ইয়োর্গোস লানতিমোস (ছবি: টুইটার)

ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের ৮০তম আসরে গোল্ডেন লায়ন জিতলো গ্রিসের ইয়োর্গোস লানতিমোস পরিচালিত ‘পুয়োর থিংস’। শনিবার (৯ সেপ্টেম্বর) ইতালির লিদো শহরে উৎসবটির মূলকেন্দ্র পালাৎসো দেল সিনেমায় এবারের আসরের বিজয়ী তালিকা ঘোষণা করা হয়।

একনজরে বিজয়ী তালিকা
মূল প্রতিযোগিতা শাখা
গোল্ডেন লায়ন: পুয়োর থিংস (ইয়োর্গোস লানতিমোস, গ্রিস)
গ্র্যান্ড জুরি প্রাইজ (সিলভার লায়ন): এভিল ডাজ নট এগজিস্ট (রিয়ুসুকে হামাগুচি, জাপান)
সেরা পরিচালক (সিলভার লায়ন): মাত্তেও গারোনে (ইও ক্যাপিতানো, ইতালি)
স্পেশাল জুরি প্রাইজ: গ্রিন বর্ডার (আগনিয়েস্কা হলান্ড, পোল্যান্ড)
সেরা চিত্রনাট্যকার: পাবলো লারাইন ও গিয়ের্মো কালদেরন (এল কন্দে, চিলি)
সেরা অভিনেত্রী (ভলপি কাপ): কেইলি স্পেনি (প্রিসিলা, যুক্তরাষ্ট্র)
সেরা অভিনেতা (ভলপি কাপ): পিটার সার্সগার্ড (মেমোরি, যুক্তরাষ্ট্র)
সেরা নবীন অভিনয়শিল্পী (মার্সেলো মাস্ত্রোইয়ান্নি অ্যাওয়ার্ড): সেদু সার (ইও ক্যাপিতানো, সেনেগাল)

সেরা অভিনেত্রীর পুরস্কার হাতে কেইলি স্পেনি (ছবি: টুইটার)

গোল্ডেন লায়ন (আজীবন সম্মাননা)
* লিলিয়ানা কাভানি (পরিচালক, ইতালি)
* টনি লিয়াং চু-ওয়াই (অভিনেতা, হংকং)

গ্র্যান্ড জুরি প্রাইজ হাতে রিয়ুসুকে হামাগুচি (ছবি: টুইটার)

হরাইজনস
সেরা সিনেমা: এক্সপ্লেনেশন ফর এভরিথিং (গ্যাবর রাইস, হাঙ্গেরি)
সেরা অভিনেতা: তেরগেল বোল্ড-এরদেনে (সিটি অব উইন্ড, মঙ্গোলিয়া)
সেরা অভিনেত্রী: মার্গারিটা রসা দে ফ্রান্সিসকো (এল প্যারায়িসো, কলম্বিয়া)
সেরা পরিচালক: মিকা গুস্তাফসন (প্যারাডাইস ইজ বার্নিং, সুইডেন)
স্পেশাল জুরি প্রাইজ: অ্যান এন্ডলেস সানডে (অ্যালাইন পারোনি, ইতালি)
সেরা চিত্রনাট্যকার: এনরিকো মারিয়া আর্তালে (এল প্যারায়িসো, ইতালি)
সেরা শর্ট ফিল্ম: অ্যা শর্ট ট্রিপ (এরেনিক বেচিরি, আলবেনিয়া)

হরাইজনস এক্সট্রা
অডিয়েন্স অ্যাওয়ার্ড: হ্যাপিনেস (মিকেলা রামাৎসত্তি, ইতালি)

লায়ন অব দ্য ফিউচার
সেরা নতুন পরিচালক (লুইজি দে লাউরান্তিস অ্যাওয়ার্ড): লি হং-চি (লাভ ইজ অ্যা গান, তাইওয়ান)

ভেনিস ক্ল্যাসিকস
সিনেমার সেরা প্রামাণ্যচিত্র: থ্যাংক ইউ ভেরি মাচ (অ্যালেক্স ব্রেভারমেন, যুক্তরাষ্ট্র)
সেরা পুনরুদ্ধার করা সিনেমা: মুভিং (শিনজি সমাই, জাপান)

ভেনিস ইমারসিভ
গ্র্যান্ড জুরি প্রাইজ: সংস ফর অ্যা প্যাসারবাই (সেলিনা ডামা, নেদারল্যান্ডস)
স্পেশাল জুরি প্রাইজ: ফ্লো (আদ্রিয়ান লোকমাম, নেদারল্যান্ডস)
অ্যাচিভমেন্ট প্রাইজ: এম্পারার (মারিয়ন বার্গার, ফ্রান্স; ইলান কোহেন)

মুক্ত পুরস্কার
ভেনিস ইন্টারন্যাশনাল ক্রিটিকস’ উইক
গ্র্যান্ড প্রাইজ: মালকেরিদাস (তানা গিলবার্ত, চিলি)
জুরি স্পেশাল মেনশন: সাওরা লাইটফুট লিয়ন (হোর্ড, যুক্তরাজ্য), আরিয়ান লাবেদ (দ্য ভোরদালাক, ফ্রান্স)
ফিল্ম ক্লাব অডিয়েন্স অ্যাওয়ার্ড: হোর্ড (লুনা কারমুন, যুক্তরাজ্য)
ভেরোনা ফিল্ম ক্লাব অ্যাওয়ার্ড: হোর্ড (লুনা কারমুন, যুক্তরাজ্য)
সেরা শর্ট ফিল্ম: দ্য লস্ট মেমোরিস অব ট্রিস (আন্তোনিও লা কামেরা, ইতালি)
সেরা পরিচালক: গ্যাব্রিয়েলে বিয়াসি (এন্ডার’স লাইন, ইতালি)
সেরা টেকনিক্যাল কন্ট্রিবিউশন: মালকেরিদাস (তানা গিলবার্ত, চিলি)

ফিপরেসি অ্যাওয়ার্ডস
সেরা সিনেমা (মূল প্রতিযোগিতা): এভিল ডাজ নট এগজিস্ট (রিয়ুসুকে হামাগুচি, জাপান)
সেরা সিনেমা (অন্যান্য শাখা): অ্যান এন্ডলেস সানডে (অ্যালাইন পারোনি, ইতালি)

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ