আলাপচারিতা
‘আমার একই রকম দুটি চরিত্র কেউ দেখাতে পারলে ৫০০ টাকা উপহার’
ছোট পর্দার এ প্রজন্মের অভিনেতাদের মধ্যে প্রথম সারিতে আছেন তৌসিফ মাহবুব। ক্যারিয়ারের একদশক পূর্ণ হতে চলেছে তার। কিছুদিন একটানা ঈদ নাটকের শুটিং নিয়ে ভীষণ ব্যস্ত সময় কাটিয়েছেন তিনি। এবারের ঈদে ২০টির মতো নাটকে দেখা যাবে তাকে। এসব কাজ, ভক্ত, সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানান বিষয়ে সিনেমাওয়ালা নিউজের সঙ্গে আলাপচারিতায় অংশ নিয়েছেন তিনি।
সিনেমাওয়ালা নিউজ: গত ঈদে অর্ধশত কাজ করেছিলেন। এবারের ঈদে নাটকের সংখ্যা কত হলো?
তৌসিফ মাহবুব: না, এবার ঈদে আর ৫০টি নাটক আসছে না। দুঃখজনকভাবে এবার অনেক কম কাজ করেছি! সত্যি বলতে এবার তত সুযোগ পাইনি। সব মিলিয়ে ২০টি হবে। যত বেশি সম্ভব নাটকে থাকার চেষ্টা করেছিলাম। কিন্তু ২০টির বেশি পারিনি।
সিনেমাওয়ালা নিউজ: ২০টি নাটকের চরিত্র কি ২০ রকম?
তৌসিফ মাহবুব: হ্যাঁ, এবার ঈদে যে ২০টি নাটকে কাজ করেছি সেগুলোর একটির গল্প আরেকটির চেয়ে আলাদা। এটি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি। যদি কেউ দেখাতে পারে আমি একই রকম চরিত্রে দুটি নাটকে কাজ করেছি, তার জন্য আমার পক্ষ থেকে ৫০০ টাকা উপহার থাকবে! সত্যি বলতে অনেকদিন ধরেই ভিন্নরকম চরিত্র হাতে নেওয়ার চেষ্টা করেছি। এবার ঈদে লক্ষ্য ছিল, একটি চরিত্রের সঙ্গে অন্যটির মিল রাখবো না। যেসব চরিত্র আমি বাস্তবে নই এবং আমার বাস্তবতার ধারেকাছেও না কিংবা যেগুলো আমার পক্ষে করা কঠিন, সেসবই বেছে নিয়েছি। সব মিলিয়ে ভালো কিছু করার চেষ্টা ছিলো।
সিনেমাওয়ালা নিউজ: সাফা কবিরের সঙ্গে একবছর আগেও বেশি কাজ করেছেন। কিন্তু ইদানীং পর্দায় আপনাদের একসঙ্গে কম দেখা যাচ্ছে। এর কারণ কী?
তৌসিফ মাহবুব: একটা সময় সাফার সঙ্গে জুটিবদ্ধ হয়ে অনেক কাজ করেছি। সত্যি বলতে পর্দায় একই জিনিস দেখতে দেখতে চোখে একঘেঁয়েমি চলে আসে। আমার নিজের কাছেও সেটা চলে আসে। আমরা উভয়ে বৈচিত্র্য চেয়েছি, তাই আমরা অন্য অনেকের সঙ্গে কাজ করেছি। যেমন এই ঈদে আমার ২০টি নাটকেই অনেক বৈচিত্র্য আনার চেষ্টা করেছি। এগুলোতে আমার সহশিল্পী তানজিন তিশা, তাসনিয়া ফারিণ, সাফা কবির ও কেয়া পায়েল। তাদের বাইরে আসলে কাজ করা হয়নি। চারজনের সঙ্গে নানান রকম চরিত্রে কাজ করার চেষ্টা ছিলো। কিন্তু একবছর আগে দেখা যেতো, ৩০টি কাজ করলে সেগুলোর মধ্যে ১০টিতেই সহশিল্পী ছিলো সাফা। এবার ২০টির মধ্যে চারটিতে আমার সঙ্গে আছে সাফা।
সিনেমাওয়ালা নিউজ: মেহজাবীন চৌধুরী, তানজিন তিশা, তাসনিয়া ফারিণ ও কেয়া পায়েলের মধ্যে কার সঙ্গে কাজ করাটা উপভোগ করেন বেশি?
তৌসিফ মাহবুব: কেমিস্ট্রিটা আসলে গল্পের ওপর নির্ভর করে। তবে আড্ডাবাজির কথা যদি বলি তাহলে ফারিণের সঙ্গে কাজ করাটা উপভোগ্য। জানি কথাটি শোনার পর তার মধ্যে ভাব এসে যাবে! আর তানজিন তিশার সঙ্গে ঝগড়া করে মজা। ওর সঙ্গে বিশাল ঝগড়ার কারণে আমরা দীর্ঘদিন একসঙ্গে কাজই করিনি। এবারের ঈদ থেকে আবারও আমরা সহশিল্পী হিসেবে কাজ শুরু করেছি, এখনও প্রতিদিন ঝগড়া হয়। কিন্তু নিজেকে মাঝে মধ্যে বলি বেশি ঝগড়া করা যাবে না। কারণ আমাদের উভয়েরই রাগ অনেক বেশি।
সিনেমাওয়ালা নিউজ: ওটিটির কাজ করবেন কবে? প্রস্তাব পাননি নাকি অন্যকিছু?
তৌসিফ মাহবুব: আপনাদের সমস্যা কী ভাই! ২০১৩ সালে নাটকে আসার পর বারবার শুনতে হয়েছে, কবে সিনেমা করবো। আর এখন ওটিটি এসেছে, এখন বারবার প্রশ্ন শুনি ওটিটিতে কবে আসবো। আপনাদের কি মনে হয় না ওটিটি পেলে আমি নিজেই করতাম? আজব তো ভাই! আমি নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও, ডিজনি হটস্টারে কাজ করতে চাই। আপনারা আমাকে কাজ এনে দেন! দরকার হলে আমার আয়ের ১০ শতাংশ দেবো! আপনারা শুধু বারবার একই প্রশ্ন করেন, ওটিটি কবে করবো। চাইলেই কি সবকিছু হয়ে যায় নাকি। আপনাদের যদি আমাকে ওটিটিতে দেখতে ইচ্ছে করে তাহলে কাজ এনে দেন। আমি চাইলে মিথ্যা বলতে পারতাম- আমার কাছে অনেক প্রস্তাব এসেছে, কিন্তু ব্যাটে-বলে মিলছে না। তাই করছি না। (উত্তরটা দিয়েই হাসতে লাগলেন তৌসিফ। প্রশ্নটা শুনে তার অভিনয় করতে ইচ্ছে হলো বলে জানালেন। তাই অভিনয়ের আদলে তার এমন মন্তব্য)
সিনেমাওয়ালা নিউজ: সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শক-ভক্ত সবাইকে কি সাড়া দেন?
তৌসিফ মাহবুব: ভক্তদের সঙ্গে মূলত সোশ্যাল মিডিয়ার সুবাদেই সংযোগটা ঘটে। আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এমন অনেকেই আছেন যারা আমাকে একবার বা দু’বার মেসেজ পাঠিয়েছেন। এমনও অনেকে আছেন যারা পাঁচ-ছয় বছর ধরে আমাকে প্রতিদিন ইনবক্স করে যাচ্ছেন। কিন্তু আমি তাদের মেসেজের উত্তর দেইনি। তারা হয়তো আমার কাছ থেকে সাড়া পাওয়ার প্রত্যাশাও করে না। তবুও ভালোবাসার জায়গা থেকে প্রতিদিন মেসেজ পাঠিয়েই যাচ্ছে। আমি যতটা সম্ভব ভক্তদের মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করি। অবসর পেলে ইনবক্সে তাদের মেসেজ দেখার চেষ্টা করি। এমনও হয়েছে যে, কথা বলতে বলতে ভক্তদের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে আমার। তারা ফ্যান ফ্রেন্ডস বলা যায়। এমনকি অনেকে ছোট ভাইয়ের মতো হয়ে গেছে।
সিনেমাওয়ালা নিউজ: একজন দর্শক আপনার সঙ্গে সাক্ষাতের অনেক চেষ্টা করে প্রতারণার শিকারও হয়েছে। কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও দেখা গেছে। সেই ঘটনাটা শুনি।
তৌসিফ মাহবুব: কিছু কিছু মুহূর্ত থাকে, যেগুলো মৃত্যুর আগ পর্যন্ত মনে পড়ার মতো। আমার জন্য ওই মুহূর্তটি এমনই মধুর ছিলো। প্রথমত ঘটনাটি একটু দুঃখের ছিলো যে, একটি ছেলে আমার সঙ্গে দেখা করার জন্য পাঁচ বছর ধরে চেষ্টা করছিলো। প্রতিবার সে শুধু ব্যর্থই হয়নি, ওর ক্ষতিও হয়েছে। প্রতিদিন মোবাইল ফোন কেনার সামর্থ্য রাখে এমন সামাজিক অবস্থান নেই তার। তারপরও একবার ছিনতাইকারীর কবলে পড়ে মোবাইল ফোন হাতছাড়া হওয়ার পর ছেলেটা আবারও আমার সঙ্গে দেখা করতে আসে। ফোন হারানো নিয়ে তার কোনো আফসোস ছিলো না, আমার সঙ্গে দেখা না হওয়াটাই ছিলো যত আফসোসের কারণ। একজন ভক্তের কাছ থেকে এর চেয়ে বেশি আর কী আশা করা যায়। তার ঘটনা জানার পর একদিন সকালে ঘুম থেকে উঠে আমার সাধ্যমতো একটা মোবাইল ফোন কিনে ওর বাড়িতে যাই। নারায়ণগঞ্জের একেবারে শেষ প্রান্তে। ছেলেটার সামনে যাওয়ার পর তার কাণ্ড দেখে আমি নিজেই নার্ভাস হয়ে গিয়েছিলাম। অনেক বড় তারকাদের দেখে ভক্তরা যেমন চিৎকার করে জড়িয়ে ধরে, আমাকে দেখে তার অবস্থাও সেরকম হয়েছিলো।
সিনেমাওয়ালা নিউজ: ঈদ নিয়ে দর্শকদের জন্য কিছু বলুন।
তৌসিফ মাহবুব: প্রথমত সবাইকে ঈদ মোবারক। এবার ঈদে বেশকিছু ভালো নাটকে অভিনয়ের চেষ্টা করেছি। দর্শকদের জন্য প্রিয়, বোদ্ধাদের জন্য জুতসই, পরিবারকেন্দ্রিক, প্রথম সারির নির্মাতা, প্রযোজনা প্রতিষ্ঠান ও টেলিভিশন চ্যানেলসহ সব মাথায় রেখে করেছি। এখন কোনো একটি কাজের কথা বলতে গিয়ে কোনটিকে বাদ দিতে চাই না। দরকার হলে ২০টি নিয়েই বলবো, তা না হলে বলবো না। আপনারা যদি ভালো কাজ দেখতে চান তাহলে এই ঈদে আমার নাম ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন। দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস