Connect with us

ওটিটি

নেটফ্লিক্সে কারিনা এখন ১৩টি দেশে শীর্ষে

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

‘জানে জান’ সিনেমায় কারিনা কাপুর খান (ছবি: নেটফ্লিক্স)

ওটিটি প্ল্যাটফর্মে বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের অভিষেক হলো দারুণভাবে। বলা যায়, প্রথম বলেই ছক্কা হাঁকালেন তিনি। গত ২১ সেপ্টেম্বর এই তারকার জন্মদিনে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তার অভিনীত রহস্য থ্রিলার ‘জানে জান’। এতে তিনি ছাড়াও অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াত এবং বিজয় ভার্মা। তাদের এই সিনেমা এখন বিশ্বজুড়ে প্রশংসা কুড়াচ্ছে। দর্শকেরা কিন অভিনয়শিল্পীর ভূয়সী প্রশংসা করেছেন।

সুজয় ঘোষ পরিচালিত ‘জানে জান’ নেটফ্লিক্সে মুক্তির প্রথম দিন থেকেই ভারতে ট্রেন্ডিংয়ে রয়েছে। শুধু কারিনার নিজের দেশেই নয়, এখন বিশ্বের ৫২টি দেশে শীর্ষ ১০ এবং এরমধ্যে ১৩টি দেশে এক নম্বরে আছে ‘জানে জান’। সব মিলিয়ে ৮১ লাখ ভিউয়ারশিপ পেয়েছে এটি।

(বাঁ থেকে) জয়দীপ আহলাওয়াত, কারিনা কাপুর খান এবং বিজয় ভার্মা (ছবি: ইনস্টাগ্রাম)

সোশ্যাল মিডিয়ায় পরিচালক সুজয় ঘোষ লিকেছেন, ‘৫২টি দেশ, বিশ্বাস হচ্ছে না! বিশ্বের বিভিন্ন দেশের দর্শকেরা সিনেমাটি উপভোগ করছেন, এজন্য আমি খুবই আনন্দিত। তিন অভিনয়শিল্পীর অভিনয় এবং গল্পসহ কী কী ভালো লেগেছে সেই বিষয়ে অনেকের মেসেজ পেয়ে মন ভরে গেছে। ১১ বছর আগে শুরু করা প্রচেষ্টা ফলপ্রসূ হয়েছে। কারিনা, জয়দীপ এবং বিজয় গল্পটিকে পর্দায় দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। আশা করি, নেটফ্লিক্সে এই একতরফা প্রেমের গল্প আরো অনেক দর্শক দেখবেন এবং এটি চিরকাল ট্রেন্ডিংয়ে থাকবে, যেমন মায়ার প্রতি নরেনের ভালোবাসা!’

‘জানে জান’ সিনেমায় কারিনা কাপুর খান ও বিজয় ভার্মা (ছবি: নেটফ্লিক্স)

নেটফ্লিক্স ইন্ডিয়ার সহ-সভাপতি (কন্টেন্ট) মনিকা শেরগিল জানান, অ-ইংরেজি সিনেমার বৈশ্বিক শীর্ষ ১০ তালিকায় ‘জানে জান’ মুক্তির চার দিনের মধ্যে এক নম্বরে উঠে গেছে।

২০০৫ সালে প্রকাশিত জাপানি কথাসাহিত্যিক কেইগো হিগাশিনোর জনপ্রিয় উপন্যাস ‘ডেভোশন অব সাসপেক্ট এক্স’ অবলম্বনে ভারতের কালিমপং শহরের প্রেক্ষাপটে সাজানো হয়েছে সিনেমাটি। ‘জানে জান’ সিনেমায় মায়া ডি’সুজা চরিত্রে অভিনয় করেছেন কারিনা কাপুর খান। একমাত্র মেয়েকে নিয়ে কালিম্পংয়ে একা থাকেন তিনি। একটি রেস্তোরাঁ চালান। তার প্রতিবেশী নরেন পেশায় শিক্ষক। মায়াকে একতরফা ভালোবাসে লোকটি। মায়ার স্বামী অর্থলোভী পুলিশ অজিত। ঘটনাক্রমে অজিত খুন হয়। পুলিশের চোখে মূল সন্দেহভাজন মায়া। ১৯৬৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ইন্তেকাম’ সিনেমায় লতা মঙ্গেশকরের গাওয়া ‘আ জানে জান’-এর নতুন সংস্করণ রয়েছে সিনেমাটিতে।

‘জানে জান’ সিনেমায় কারিনা কাপুর খান (ছবি: নেটফ্লিক্স)

কারিনা সম্প্রতি হানসাল মেহতা পরিচালিত ‘দ্য বাকিংহ্যাম মার্ডারস’ সিনেমার কাজ শেষ করেছেন। এতেও তাকে দেখা যাবে এক মায়ের চরিত্রে। এর মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছেন তিনি।

‘জানে জান’ সিনেমায় কারিনা কাপুর খান (ছবি: নেটফ্লিক্স)

কারিনার হাতে আরো আছে রাজ কৃষ্ণান পরিচালিত ‘দ্য ক্রু’ সিনেমাটি। এর গল্প তিন পরিশ্রমী নারীকে কেন্দ্র করে। অন্য দুই নারীর ভূমিকায় থাকছেন টাবু ও কৃতি স্যানন। তাদের সহশিল্পীরা হলেন রাজকুমার রাও, দিলজিৎ দোশাঞ্জ ও কপিল শর্মা।

‘জানে জান’ সিনেমায় কারিনা কাপুর খান (ছবি: নেটফ্লিক্স)

বড় পর্দায় কারিনার সর্বশেষ সিনেমা ‘লাল সিং চাড্ডা’ (২০২২) বক্স অফিসে আহামরি সাফল্য পায়নি।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ