Connect with us

টেলিভিশন

চ্যানেল আই: পঁচিশে উচ্ছ্বাস, লাল সবুজে বিশ্বাস

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

চ্যানেল আইয়ের ২৫ বছরে পদার্পণের প্রতিপাদ্য (ছবি: চ্যানেল আই)

স্বপ্ন আর দেশ ও জনগণের কল্যাণে শতভাগ দায়বদ্ধতার প্রত্যয় নিয়ে ১৯৯৯ সালের ১ অক্টোবর পথচলা শুরু করে চ্যানেল আই। পথচলার ২৪ বছর পেরিয়ে আজ (১ অক্টোবর) পঁচিশে পা দিলো বাংলা ভাষার প্রথম ডিজিটাল স্যাটেলাইট চ্যানেলটি। ২৫ বছরে পদার্পণ উপলক্ষে বেসরকারি এই চ্যানেলের প্রতিপাদ্য রাখা হয়েছে ‘পঁচিশে উচ্ছ্বাস লাল সবুজে বিশ্বাস’।

‘হৃদয়ে বাংলাদেশ’কে ধারণ করে দুই যুগ পূর্তিতে আজ কেক কাটার সঙ্গে চ্যানেল আই প্রচার করছে গান, নাটক, টেলিফিল্মসহ বিশেষ অনুষ্ঠান। ঢাকার তেজগাঁওয়ে চ্যানেল আই ভবন প্রাঙ্গণে সকাল ১১টা ৫ মিনিটে লাল-সবুজ বেলুন উড়িয়ে এবং কেক কেটে উদ্বোধন করা হয় দিনব্যাপী মিলনমেলা ‘২৫শে উচ্ছ্বাস লাল সবুজে বিশ্বাস’। চ্যানেল আই চেতনা চত্বর থেকে সরাসরি সম্প্রচার হচ্ছে গান, নাচ, আবৃত্তিসহ সাংস্কৃতিক পরিবেশনা।

দর্শকদের উদ্দেশে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘চ্যানেল আইয়ের পঁচিশ বছর, আমাদের পঁচিশ বছর, আপনাদেরও পঁচিশ বছর। আপনারা সবসময়ই সঙ্গে ছিলেন, সঙ্গে থাকবেন এটাই প্রত্যাশা।’

ভিকি জাহেদের টেলিছবি ‘পুনর্জন্ম অন্তিম পর্ব’ দেখানো হয়েছে দুপুরে। সন্ধ্যা ৬টায় ছিলো দেশের বিভিন্ন জেলার দর্শকদের চ্যানেল আই সম্পর্কে ভাবনা ও প্রত্যাশা নিয়ে ‘আমার চ্যানেল আই’। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচারিত হয় ফরহাদুর রেজা প্রবালের পরিচালনায় ‘জমজমাট জন্মদিন’।

রাত ৮টা ২০ মিনিটে থাকছে মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় ‘অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড’ অনুষ্ঠানে দেখা যাবে জাপানের প্রকৃতি ও জীববৈচিত্র্য।

জাহান সুলতানা’র চিত্রনাট্য ও ভিকি জাহেদের পরিচালনায় বিশেষ নাটক ‘বেড নম্বর ০৩’ প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ