Connect with us

ওয়ার্ল্ড সিনেমা

বাংলাদেশের তিন সিনেমা নিয়ে শুরু হলো বুসান উৎসব

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ সিনেমার দৃশ্যে নুসরাত ইমরোজ তিশা (ছবি: চরকি)

বুসান ফিল্ম ফেস্টিভ্যালের পর্দা উঠলো। আজ (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় বিকাল ৩টা) দক্ষিণ কোরিয়ার বুসান সিনেমা সেন্টারের আউটডোর থিয়েটারে এর ২৮তম আসরের উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেছেন ‘প্যারাসাইট’ তারকা সং কাং হো এবং দক্ষিণ কোরিয়ান অভিনেত্রী পার্ক ইয়ুন-বিন। এরপর দেখানো হয়েছে দক্ষিণ কোরিয়ার জাং কুন-জে পরিচালিত ‘বিকজ আই হেট কোরিয়া’। ২০১৬ সালে এশিয়ান প্রজেক্ট মার্কেটে নির্বাচিত হয় এর চিত্রনাট্য।

এবারের আসরের অফিসিয়াল সিলেকশনে রয়েছে ৬৯ দেশের ২০৯টি সিনেমা। এরমধ্যে আছে বাংলাদেশের তিনটি। এগুলো হলো মোস্তফা সরয়ার ফারুকীর ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, ইকবাল হোসাইন চৌধুরীর ‘বলী’ এবং বিপ্লব সরকারের ‘আগন্তুক’। এছাড়া এশিয়ান প্রজেক্ট মার্কেটে নির্বাচিত হয়েছে রবিউল আলম রবির ‘সুরাইয়া’।

‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ সিনেমার দৃশ্যে মোস্তফা সরয়ার ফারুকী (ছবি: চরকি)

‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’তে প্রথমবারের মতো অভিনয় করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। পরিচালনা ও অভিনয় দুই দায়িত্ব সামলেছেন তিনি। পর্দায় থাকছেন তার বাস্তবের সহধর্মিণী নুসরাত ইমরোজ তিশা। তারা একসঙ্গে মিলে চিত্রনাট্যটি লিখেছেন। তিশার জন্য চিত্রনাট্য লেখার অভিজ্ঞতা এটাই প্রথম। মা হওয়ার পর এই সিনেমা দিয়েই তিনি অভিনয়ে ফিরেছেন বলা চলে।

‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ সিনেমার দৃশ্য (ছবি: চরকি)

‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ নির্বাচিত হয়েছে জিসোক শাখায়। কমপক্ষে তিনটি সিনেমা নির্মাণের অভিজ্ঞতা থাকা এশিয়ার প্রতিষ্ঠিত ফিল্মমেকারদের কাজ জায়গা পায় এতে। এবারের আসরে জিসোক শাখায় নির্বাচিত হয়েছে ১০টি সিনেমা। এরমধ্যে দুটিকে পুরস্কার দেওয়া হবে। বুসান উৎসবের প্রয়াত প্রোগ্রাম ডিরেক্টর কিম জিসোক স্মরণে প্রদান করা হয় এই স্বীকৃতি। জিসোক অ্যাওয়ার্ড জয়ীদের নির্বাচনে বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন ফ্রান্সের ভেজ্যুল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান সিনেমা বিভাগের নির্বাহী পরিচালক মার্তা তেরোয়ান, জাপানিজ পরিচালক-চিত্রনাট্যকার মিওয়া নিশিকাওয়া এবং দক্ষিণ কোরিয়ান পরিচালক-চিত্রনাট্যকার লি কোয়াং-কুকে।

‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ সিনেমার দৃশ্যে মোস্তফা সরয়ার ফারুকী (ছবি: চরকি)

ওটিটি প্ল্যাটফর্ম চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের অংশ ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। আগামী ৮ অক্টোবর রাত ১০টা ৩০ মিনিটে বুসান সিনেমা সেন্টার সিনেমাথিকে ফারুকীর সিনেমাটির উদ্বোধনী প্রদর্শনী হবে। ৯ অক্টোবর সকাল ৯টায় লটি সিনেমা সেন্টাম সিটি ফোরে এবং ১১ অক্টোবর রাত ৯টায় লটি সিনেমা সেন্টাম সিটি টেন থিয়েটারে এটি আবার দেখানো হবে।

এবারই প্রথম চরকি প্রযোজিত সিনেমা বুসানের প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছে। এটি উদযাপনের জন্য আগামী ৯ অক্টোবর রাত ৮টায় বুসানের লাভি ডি অ্যাটলান হোটেলের গ্যাটসবি রুফটপ বারে চরকি আয়োজন করেছে ‘বাংলাদেশ নাইট’। অনুষ্ঠানে অংশ নেবেন এবারের আসরে অংশগ্রহণকারী বাংলাদেশি অভিনয়শিল্পী-নির্মাতারা।

‘বলী’ সিনেমার দৃশ্যে নাসির উদ্দিন খান (ছবি: অ্যাপলবক্স ফিল্মস লিমিটেড)

এদিকে বুসান উৎসবের নিউ কারেন্টস শাখায় নির্বাচিত হয়েছে বাংলাদেশি দুই তরুণের প্রথম সিনেমা। ইকবাল হোসাইন চৌধুরী পরিচালিত ‘বলী’র গল্প মধ্যবয়সী মজুকে কেন্দ্র করে, যিনি শারীরিক কাঠামো জুতসই না হওয়া সত্ত্বেও বলী খেলায় অংশ নিতে চান। তার চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। সিনেমাটিতে আরো আছেন প্রিয়াম অর্চি, অ্যাঞ্জেল নূর, একেএম ইতমাম। এটি প্রযোজনা করেছেন পিপলু আর খান।

‘আগন্তুক’ সিনেমার দৃশ্যে সাহানা রহমান সুমি ও নাঈমা তাসনিম (ছবি: মোয়ো কিনো)

নিউ কারেন্টস শাখায় নির্বাচিত বাংলাদেশের আরেক সিনেমা বিপ্লব সরকারের ‘আগন্তুক’-এর গল্পে দেখা যাবে প্রত্যন্ত একটি গ্রামে মা কোহিনূর ও অসুস্থ দাদির সঙ্গে থাকে কাজল। মায়ের পোশাক পরে ও লিপস্টিক দিয়ে খেলতে ভালো লাগে তার। এতে অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার, সাহানা রহমান সুমি, নাঈমা তাসনিম, হৃদয় হোসেন, সালমান রহমান রাফসান, রতন দেব ও ইহান রশিদ। এর দৈর্ঘ্য ১ ঘণ্টা ২০ মিনিট।সিনেমাটির উদ্বোধনী প্রদর্শনী হবে আগামী ৭ অক্টোবর দুপুর ১২টা ৩০ মিনিটে বুসান সিনেমা সেন্টারের সিনেমা টু’তে। এছাড়া ৮ অক্টোবর রাত ৮টায় সিজিভি সেন্টাম সিটি থ্রি’তে এবং ১১ অক্টোবর দুপুর ২টায় লটি সিনেমা সেন্টাম সিটি নাইনে ছবিটি দেখানো হবে।

নিউ কারেন্টস শাখায় নির্বাচিত হয়েছে এশিয়ার উদীয়মান নির্মাতাদের মোট ১০টি নতুন প্রথম কিংবা দ্বিতীয় সিনেমা। এরমধ্যে দুটিকে পুরস্কৃত করা হবে। নিউ কারেন্টস অ্যাওয়ার্ড বিজয়ী নির্বাচনের দায়িত্বে আছেন দক্ষিণ কোরিয়ান ফিল্ম ক্রিটিক, পরিচালক ও চিত্রনাট্যকার জুং সাং-ইল ও হান জুন-হি, ফরাসি সাংবাদিক ও কান ফিল্ম ফেস্টিভ্যালের প্যারালাল শাখা ক্রিটিকস উইকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আভা কায়েন, ইন্দোনেশিয়ান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার এডউইন এবং আমেরিকান প্রযোজক ক্রিস্টিনা ও।

এশিয়ান প্রজেক্ট মার্কেটে স্থান পাওয়া রবিউল আলম রবির ‘সুরাইয়া’র গল্প লিখেছেন শিবব্রত বর্মণ। তার সঙ্গে মিলে এটি প্রযোজনা করছেন ফজলে হাসান শিশির। এর মোট বাজেট ৪ কোটি ৩৫ লাখ টাকা। এশিয়ান প্রজেক্ট মার্কেট থেকে বিনিয়োগ, সহ-প্রযোজক ও পরিবেশক নিশ্চিত করাই তাদের লক্ষ্য।

এশিয়ান প্রজেক্ট মার্কেটের ২৬তম আসর বসবে এবার। আগামী ৭ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত বুসান এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে থাকছে এই আয়োজন। একই সময় রয়েছে ১৮তম এশিয়ান কন্টেন্টস অ্যান্ড ফিল্ম মার্কেট।

বুসান উৎসবের শাখাগুলো হলো– গালা প্রেজেন্টেশন, আইকনস, জিসোক, অ্যা উইন্ডো অন এশিয়ান সিনেমা, নিউ কারেন্টস, কোরিয়ান সিনেমা টুডে, ওয়ার্ল্ড সিনেমা, ফ্ল্যাশ ফরওয়ার্ড, ওয়াইড অ্যাঙ্গেল, ওপেন সিনেমা, মিডনাইট প্যাশন, অন স্ক্রিন, স্পেশাল প্রোগ্রাম ইন ফোকাস এবং স্পেশাল স্ক্রিনিং। আইকনস শাখায় ৭৬তম কান ফিল্ম ফেস্টিভ্যালের স্বর্ণপাম জয়ী ‘অ্যানাটমি অব অ্যা ফল’সহ বেশ কিছু সিনেমা দেখানো হবে। এছাড়া আছে ৮০তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের গোল্ডেন লায়ন জয়ী ‘পুয়োর থিংস’সহ কয়েকটি সিনেমা।

উৎসবে এশিয়ান ফিল্মমেকার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পাচ্ছেন হংকংয়ের অভিনেতা-নির্মাতা চাও ইয়ুন-ফাত। উৎসবে থাকছে তাকে নিয়ে বিশেষ আয়োজন ‘চাও ইয়ুন ফাত: ট্রু কালারস অব অ্যা হিরো’। এতে তার অভিনীত তিনটি সিনেমা দেখানো হবে। এগুলো হলো– জন উ পরিচালিত ‘অ্যা বেটার টুমরো’ (১৯৮৬), অ্যাঙ লি পরিচালিত ‘ক্রাউচিং টাইগার হিডেন ড্রাগন’ (২০০০) এবং গত জুনে মুক্তিপ্রাপ্ত অ্যান্থনি পুন পরিচালিত ‘ওয়ান মোর চান্স’।

অফিসিয়াল সিলেকশনের সঙ্গে আগামী ৬ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত থাকছে কমিউনিটি বিআইএফএফ-এর ৬০টি ছবি। ১০ দিনের বুসান আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। সমাপনী সিনেমা নির্বাচিত হয়েছে চীনের নিং হাও পরিচালিত ‘দ্য মুভি এম্পারার’।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ