Connect with us

ছবি ও কথা

চরকির কলকাতা যাত্রায় দুই বাংলার তারকারা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

বাংলাদেশ দাপিয়ে এবার কলকাতায় কার্যক্রম শুরু করলো ওটিটি প্ল্যাটফর্ম চরকি। এ উপলক্ষে কলকাতার দ্য ওবেরয় গ্র্যান্ড হোটেলে ছিলো সংবাদ সম্মেলনের মোড়কে আনন্দ আয়োজন। গতকাল (৪ অক্টোবর) দুপুরে এই অনুষ্ঠানে পর্দায় দেখানো হয় চরকি নিয়ে নির্মিত একটি ভিডিও। ছবিতে দেখুন বাকিটা।

(বাঁ থেকে) চঞ্চল চৌধুরী, স্বস্তিকা মুখার্জি, সোহিনী সরকার, রেদওয়ান রনি ও ঋত্বিক চক্রবর্তী।

ঋতুপর্ণা সেনগুপ্তা।

একসঙ্গে আলোচনায় অংশ নেন অভিনেতা চঞ্চল চৌধুরী এবং ওপার বাংলার দুই তারকা স্বস্তিকা মুখার্জি ও ঋত্বিক চক্রবর্তী।

আলোচনা পর্বে দুই বাংলার দুই ফিল্মমেকার সৃজিত মুখার্জি ও মোস্তফা সরয়ার ফারুকী।

(বাঁ থেকে) ফিল্মমেকার কৌশিক গাঙ্গুলী, মোস্তফা সরয়ার ফারুকী, চঞ্চল চৌধুরী, রেদওয়ান রনি, অরিন্দম শীল ও সৃজিত মুখার্জি।

মঞ্চে ওপার বাংলার অভিনেতা সৌরভ দাসের সঙ্গে বসে আড্ডা দিয়েছেন অভিনেত্রী তমা মির্জা।

(বাঁ থেকে) কৌশিক গাঙ্গুলী, রেদওয়ান রনি, চঞ্চল চৌধুরী ও অরিন্দম শীল।

(বাঁ থেকে) কৌশিক গাঙ্গুলী ও সৃজিত মুখার্জি

চরকির কনটেন্ট প্রধান অনিন্দ্য ব্যানার্জি স্বাগত বক্তব্য রাখেন। সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘চরকি এখন দুই বাংলার প্রতিভাবানদের নিয়ে কাজ করবে। দর্শকদের জন্য সুবিধা হলো, তারা নিজ দেশের মুদ্রায় খুব সহজে সাবস্ক্রিপশন কিনে চরকি উপভোগ করা যাবে। আর এখানকার ইন্ডাস্ট্রির জন্য বড় উপহার হলো, কলকাতায়ও কন্টেন্ট নির্মাণ করবে চরকি।’

সবশেষে চরকির ঊধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অতিথিরা সম্মিলিতভাবে ছবি তুলতে মঞ্চে সমবেত হন।

সিনেমাওয়ালা প্রচ্ছদ