Connect with us

ওটিটি

ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ডস জিতলেন যারা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

চঞ্চল চৌধুরী ও তাসনিয়া ফারিণ (ছবি: ফেসবুক)

সৈয়দ আহমেদ শাওকী পরিচালিত ‘কারাগার’ ওয়েব সিরিজের জয়জয়কার! ব্লেন্ডার্স চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ডসে সর্বাধিক ৯টি পুরস্কার জিতেছে এটি। হইচইয়ের এই সিরিজের সুবাদে সমালোচকদের দৃষ্টিতে চঞ্চল চৌধুরী সেরা অভিনেতা এবং তাসনিয়া ফারিণ সেরা অভিনেত্রী হয়েছেন।

জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী হয়েছেন চরকির ‘রেডরাম’ ওয়েব ফিল্মের আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। পাশাপাশি সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন ভিকি জাহেদ। দ্বিতীয় সর্বোচ্চ পাঁচটি শাখায় সেরা হয়েছে ‘রেডরাম’।

(বাঁ থেকে) ভিকি জাহেদ, মেহজাবীন চৌধুরী, আফরান নিশো, সালহা খানম নাদিয়া ও রেদওয়ান রনি (ছবি: ফেসবুক)

গতকাল (২১ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে ব্লেন্ডার্স চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ডসে ২০২২-এর মোট ২৮টি শাখার বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।

(বাঁ থেকে) নাজিবা বাশার, আমিন হান্নান চৌধুরী, রাফসান সাবাব ও আইশা খান (ছবি: ফেসবুক)

অনুষ্ঠানে নেচেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ, সোহানা সাবা ও নৃত্যশিল্পী হৃদি শেখ। গান গেয়েছেন খৈয়াম শানু সন্ধি, প্রীতম হাসান ও মাশা ইসলাম। কোরিওগ্রাফি করেছে আলিফিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাফসান সাবাব, আইশা খান, নাজিবা বাশার ও আমিন হান্নান চৌধুরী। লালগালিচার আয়োজন সঞ্চালনা করেছেন ইয়াশ রোহান ও সারাহ আলম।

ব্লেন্ডার্স চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ডস-২০২২ বিজয়ীরা (ছবি: ফেসবুক)

পুরো বিজয়ী তালিকা
সেরা ড্রামা/সিরিজ: কারাগার (হইচই)
সেরা ওয়েব ফিল্ম: রেডরাম (চরকি)
সেরা অভিনেতা: আফরান নিশো (রেডরাম)
সেরা অভিনেত্রী: মেহজাবীন চৌধুরী (রেডরাম)
সেরা খল চরিত্রের অভিনয়শিল্পী: নাসির উদ্দিন খান (সিন্ডিকেট)
সেরা পার্শ্ব অভিনেতা (সিরিজ): ইন্তেখাব দিনার (কারাগার)
সেরা পার্শ্ব অভিনেত্রী (সিরিজ): সালহা খানম নাদিয়া (রেডরাম)
সেরা পরিচালক (সিরিজ): সৈয়দ আহমেদ শাওকী (কারাগার)
সেরা পরিচালক (ফিল্ম): ভিকি জাহেদ (রেডরাম)
সেরা চিত্রগ্রাহক: বরকত হোসেন পলাশ (কারাগার)
সেরা সম্পাদনা: নুহাশ হুমায়ূন ও ফুয়াদ সৌরভ (পেট কাটা ষ)
সেরা চিত্রনাট্যকার: নেয়ামত উল্লাহ মাসুম (কারাগার)
সেরা রূপসজ্জাকর: আতিয়া রহমান (কারাগার)

সমালোচক পুরস্কার
সেরা সিরিজ (সমালোচক): শাটিকাপ (চরকি)
সেরা অভিনেতা (সমালোচক): চঞ্চল চৌধুরী (কারাগার)
সেরা অভিনেত্রী (সমালোচক): তাসনিয়া ফারিণ (কারাগার)
সেরা পরিচালক (সমালোচক): মোহাম্মদ তাওকীর ইসলাম (শাটিকাপ)

সংগীত/গান
সেরা কণ্ঠশিল্পী: মাশা ইসলাম (টেকা পাখি, ফিল্ম: দুই দিনের দুনিয়া)
সেরা সুরকার: ইমন চৌধুরী (টেকা পাখি, ফিল্ম: দুই দিনের দুনিয়া)
সেরা গীতিকবি: খৈয়াম শানু সন্ধি (কথা ছিলো, সিরিজ: সিন্ডিকেট)
সেরা আবহ সংগীত: রুসলান রেহমান (কারাগার)

ব্যক্তিগত বিষয়বস্তু
সেরা কন্টেন্ট ক্রিয়েটর (বিনোদন/কমেডি): আরএনআর (দ্য মাইটি চেয়ার)
সেরা কন্টেন্ট ক্রিয়েটর (ভ্রমণ): নাদির অন দ্য গো (একটি মরুভূমিতে বিভক্ত দুটি দেশ)
সেরা কন্টেন্ট ক্রিয়েটর (খাবার ও রেসিপি): রাফসান দ্য ছোটভাই (মালয়েশিয়ায় বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল স্টেক)
সেরা কন্টেন্ট ক্রিয়েটর (ক্রীড়া): নিয়ন অ্যান্ড অন (ফুটবল সুপারহিরোদের সঙ্গে দেখা)
সেরা কন্টেন্ট ক্রিয়েটর (শিশুতোষ): শামীমা শ্রাবণী (টুনটুনি)
সেরা কন্টেন্ট ক্রিয়েটর (শিক্ষা/স্বাস্থ্য): এনায়েত চৌধুরী (বিশ্বব্যাপী দুর্ভিক্ষ ২০২৩)

বিশেষ স্বীকৃতি
জনপ্রিয় ডিজিটাল মিডিয়া ড্রামা (দর্শক পছন্দ): পেট কাটা ষ

সিনেমাওয়ালা প্রচ্ছদ