Connect with us

টেলিভিশন

বিজয়া দশমীতে দীঘির নাচ

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘শারদ আনন্দ’তে প্রার্থনা ফারদিন দীঘি (ছবি: বিটিভি)

চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি এখন চারপাশ থেকে প্রশংসা পাচ্ছেন। ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় বেগম ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয়ের সুবাদে বাহবা কুড়িয়েছেন তিনি। ফলে এবারের দুর্গাপূজা তার জন্য হয়ে উঠেছে অন্যরকম।

ফুরফুরে মেজাজে থাকা দীঘি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছোট পর্দার জন্য নৃত্য পরিবেশন করলেন। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ম্যাগাজিন অনুষ্ঠান ‘শারদ আনন্দ’তে দেখা যাবে তার নাচ। ইভান শাহরিয়ার সোহাগের কোরিওগ্রাফিতে নেচেছেন তিনি।

‘শারদ আনন্দ’তে প্রার্থনা ফারদিন দীঘি (ছবি: বিটিভি)

‘শারদ আনন্দ’ উপস্থাপনা করেছেন চিত্রনায়ক শিপন মিত্র ও অভিনয়শিল্পী পূর্ণিমা বৃষ্টি। এতে নাচ ছাড়াও রয়েছে গান, ফ্যাশন শো, গেম শো, আরতি নৃত্য, ঢাকের বাজনা, সিঁদুর খেলা।

অনুষ্ঠানের শুরুতে থাকছে শিশুদের অংশগ্রহণে দুর্গাপূজার একটি নতুন গান। সংগীতশিল্পী শুভ্রদেব একটি গান গেয়েছেন। ‘বছর ঘুরে তুমি আবার এলে মা’ শিরোনামের একটি গানে অংশ নিয়েছেন অনন্যা আচার্য্য, সুস্মিতা সাহা, এপি শুভ, পপি পাল, স্বপ্নীল রাজীব ও অপু রায়।

‘শারদ আনন্দ’তে শুভ্র দেব (ছবি: বিটিভি)

এবারের পূজায় ফ্যাশন হাউসগুলোর পোশাক নিয়ে সাজানো হয়েছে ফ্যাশন শো। ঐতিহ্যবাহী ঢাকের বাজনার সঙ্গে রয়েছে আরতি নৃত্য। আকাশ সরকারের নির্দেশনায় নৃত্য পরিবেশন করেছেন পূজা সেনগুপ্ত ও তার দল। অনিক বোস, কস্তুরী মুখার্জি ও তাদের দলের পরিবেশনায় থাকছে সিঁদুর খেলা ও নবদুর্গানৃত্য। পাঁচজন বাদ্যযন্ত্রী পরিবেশন করেছেন ঢাকের বাজনা।

‘শারদ আনন্দ’তে পূজা সেনগুপ্ত (ছবি: বিটিভি)

ফ্যামিলি গেম শো পর্বে অংশ নিয়েছেন অভিনেতা প্রাণ রায় ও পরিচালক শাহনেওয়াজ কাকলী দম্পতি, দেবাশীষ সরকার ও তার স্ত্রী বীথি সরকার, বিপ্লব সাহা ও তার স্ত্রী সম্পা সাহা।

‘শারদ আনন্দ’তে প্রার্থনা ফারদিন দীঘি (ছবি: বিটিভি)

সুমন সাহার গ্রন্থনায় ‘শারদ আনন্দ’ প্রযোজনা করেছেন তানভীর আহমেদ খান। আগামী ২৪ অক্টোবর রাত ১০টার ইংরেজি সংবাদের পর বিটিভিতে প্রচার হবে অনুষ্ঠানটি।

সিনেমাওয়ালা প্রচ্ছদ