Connect with us

ওটিটি

শুটিং-ডাবিং-উৎসব শেষে ফারুকী ও তিশার নতুন দৃশ্য সংযোজন!

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা (ছবি: ফেসবুক)

দক্ষিণ কোরিয়ায় ২৮তম বুসান আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় গত ৯ অক্টোবর। তার আগে স্বাভাবিকভাবেই শুটিং ও ডাবিং শেষ। এবার মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে এটি। কিন্তু সিনেমায় নতুন একটি দৃশ্য সংযোজনের পরিকল্পনা করলেন ফারুকী।

গতকাল (২৬ অক্টোবর) রাতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা বলেন, ‘আমি একটা পাগল মানুষের সংসার করি, পাগল ডিরেক্টরের কাজ করেছি। সেটার শাস্তি ভোগ করছি। আমাদের সিনেমার শুটিং ইতোমধ্যে হয়ে গেছে, ডাবিং হয়ে গেছে, বুসানেও চলে গেছে। এখন হঠাৎ মোস্তফা সরয়ার ফারুকীর স্বপ্নে একটা দৃশ্য এসেছে। সেই দৃশ্যের কাজ করছি। কপাল!’

শুটিংয়ের ফাঁকে ধারণকৃত ভিডিওটি রসিকতার সুরে তিশা বলা কথাগুলোর পর দেখা যায়, ফারুকী হেডফোন কানে নতুন দৃশ্যটি মোবাইল ফোনে দেখে পরখ করছেন। এর ফাঁকে তাকে ‘মোস্তফা’ বলে ডাকেন তিশা। ফারুকীও মজার ভঙ্গিতে মুখ ঘোরানো ও ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেন। ঠিক তখন তোলা একটি স্থিরচিত্র গত ২৫ অক্টোবর রাতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ‘সিনেমাটি নিয়ে মনে একটা শান্তির ভাব আছে। অকস্মাৎ স্বপ্নে হানা দিলো একটা দৃশ্য। তিশাকে বললাম। ওপরে ওপরে কপট রাগ করেও সবুজ সংকেত দিলো। ছবির একদম শেষ দৃশ্য হবে এটি। যে দৃশ্য শুধু ওটিটিতেই দেখা যাবে। আমি তো এমন জীবনই প্রার্থনা করছিলাম, যেখানে সিনেমা আর জীবন মিলেমিশে হবে একাকার। এমনই তো জীবন।’

এদিকে মুম্বাই উৎসবে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’র প্রদর্শনীতে অংশ নিতে গতকাল সকালে মেয়ে ইলহামকে নিয়ে ঢাকা থেকে রওনা দিয়েছেন ফারুকী-তিশা দম্পতি। তখন তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়েছেন ফারুকী। বুসান উৎসবেও মেয়েকে নিয়ে অংশ নেন তারা। বুসানে জিসোক শাখায় প্রতিযোগিতা করেছে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। কমপক্ষে তিনটি সিনেমা নির্মাণের অভিজ্ঞতা থাকা এশিয়ার প্রতিষ্ঠিত ফিল্মমেকারদের কাজ জায়গা পায় এতে।

মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশার সঙ্গে ইলহাম (ছবি: ফেসবুক)

ওটিটি প্ল্যাটফর্ম চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের অংশ ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। ফারুকী সোশ্যাল মিডিয়ায় উল্লেখ করেছেন, দর্শকরা যেন শিগগিরই দেখতে পারে, সেজন্য কয়েকদিনের মধ্যে চরকিকে সিনেমাটি হস্তান্তর করা হবে।

বুসান ফিল্ম ফেস্টিভ্যালে মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা (ছবি: ফেসবুক)

মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশার বাস্তব জীবনের প্রেমের গল্প অবলম্বনে সাজানো হয়েছে সিনেমাটি। পরিচালনার পাশাপাশি এতে প্রথমবার অভিনয় করেছেন ফারুকী। তাকে দেখা যাবে নির্মাতা ফারহান চরিত্রে। সিনেমাটির প্রধান নারী চরিত্র অভিনেত্রী তিথির ভূমিকায় আছেন নুসরাত ইমরোজ তিশা। ফারুকীর সঙ্গে মিলে যৌথভাবে চিত্রনাট্যও লিখেছেন তিনি।

‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’র দৃশ্যে নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী (ছবি: চরকি)

গল্পে দেখা যাবে, বিয়ের অনেক বছর পেরিয়ে যাওয়ায় সন্তান নিতে সামাজিক চাপে পড়ে ঢাকায় বসবাসরত ফিল্মমেকার ফারহান ও অভিনেত্রী তিথি। একপর্যায়ে তিথির গর্ভে সন্তান আসে। কিন্তু তার গর্ভাবস্থার শেষ দিকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এতে আরো অভিনয় করেছেন ইরেশ যাকের, ডলি জহুর, শরাফ আহমেদ জীবন, রিফাত চৌধুরীসহ অনেকে।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ