Connect with us

ওটিটি

ভ্যারাইটির ফেসবুক পেজে ফারুকী-চঞ্চল

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’র দৃশ্যে চঞ্চল চৌধুরী ও জেফার রহমান (ছবি: চরকি)

আন্তর্জাতিক গণমাধ্যম ভ্যারাইটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রথমবার বাংলাদেশি সিনেমা নিয়ে প্রকাশিত প্রতিবেদন শেয়ার করা হলো। আজ (২৮ অক্টোবর) মোস্তফা সরয়ার ফারুকীর নতুন দুই সিনেমা ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’ ও ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’র সর্বশেষ খবর জানানো হয়েছে এতে।

ভ্যারাইটির প্রতিবেদক নমন রামাচন্দ্রন লিখেছেন, মোস্তফা সরয়ার ফারুকী ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’ সিনেমার শুটিং শেষ করেছেন। এতে মধ্যবয়সী শাফকাত চৌধুরী চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। স্ত্রীর প্রতি অনুরাগী তিনি। তাদের দুই সন্তান। একবিবাহের আদর্শে দৃঢ় বিশ্বাসী লোকটি। কিন্তু পরিবর্তনের হাওয়ায় তার মতাদর্শ বড় পরীক্ষার মুখে পড়ে।

‘লাস্ট ডিফেন্ডার অব মনোগামী’র দৃশ্যে চঞ্চল চৌধুরী ও জেফার রহমান (ছবি: চরকি)

সিনেমাটির মাধ্যমে অভিনয়ে নাম লিখিয়েছেন সংগীতশিল্পী জেফার রহমান। এতে আরো অভিনয় করেছেন নৃত্যশিল্পী সামিনা হোসেন প্রেমা, শুদ্ধ রায়।

‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’ ফিল্মটি ওটিটি প্ল্যাটফর্ম চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের অংশ। এর প্রথম সিনেমা ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে বুসান আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের জিসোক শাখায়। এতে অভিনয় করেছেন ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। চিত্রনাট্য লিখেছেন তারাই।

‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’র দৃশ্যে নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী (ছবি: চরকি)

মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’র প্রদর্শনী হয়েছে আজ (২৮ অক্টোবর)। এতে নতুন একটি দৃশ্য রয়েছে। এটি হলো শেষ দৃশ্য। ঢাকাবাসী নির্মাতা ফারহান ও অভিনেত্রী তিথি দম্পতিকে কেন্দ্র করে এর গল্প। সন্তান নিতে সামাজিক চাপে পড়ে তারা। একপর্যায়ে তিথি গর্ভধারণ করে এবং তার গর্ভাবস্থার শেষের দিকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

বুসান ফিল্ম ফেস্টিভ্যালে মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা (ছবি: ফেসবুক)

জাপানের প্রয়াত কিংবদন্তি নির্মাতা আকিরা কুরোসাওয়ার স্মৃতিগ্রন্থের নামানুসারে সিনেমার নামকরণ হয়েছে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। এর মাধ্যমে তারকা দম্পতি ফারুকী ও তিশার বাস্তব জীবনের প্রতিফলন পাওয়া যায়।

‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’ ও ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ প্রযোজনা করেছেন চরকির সিইও রেদওয়ান রনি।

সিনেমাওয়ালা প্রচ্ছদ