Connect with us

বলিউড

শাহরুখের ‘ডানকি’র প্রথম টিজার কেমন হলো

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

‘ডানকি’র দৃশ্যে শাহরুখ খান (ছবি: রেড চিলিস এন্টারটেইনমেন্ট)

হাজার কোটি ছাড়ানো ব্লকবাস্টারের তালিকায় ‘পাঠান’ ও ‘জওয়ান’ জায়গা করে নেওয়ার পর বলিউড সুপারস্টার শাহরুখ খান এবার হ্যাটট্রিক করতে প্রস্তুত! রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’ দিয়ে অভূতপূর্ব সফল একটি বছর শেষ করতে যাচ্ছেন তিনি। আজ (২ নভেম্বর) তার ৫৮তম জন্মদিনে সিনেমাটির প্রথম টিজার মুক্তি পেলো। এতে অন্যরকম একটি গল্পের আভাস রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ‘ডানকি’র প্রথম টিজার শেয়ার দিয়ে শাহরুখ লিখেছেন, ‘নিজেদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণের জন্য আপ্রাণ চেষ্টায় থাকা সহজ-সরল মানুষের গল্প। বন্ধুত্ব, ভালোবাসা এবং একসঙ্গে থাকার গল্প। ঘর নামের সম্পর্কের মধ্যে থাকার গল্প! একজন মনভোলানো গল্পকথকের একটি হৃদয়ছোঁয়া গল্প। এই যাত্রার একটি অংশ হতে পারা আমার জন্য সম্মানের। আশা করি, আপনারা সবাই আমাদের সঙ্গে যোগ দেবেন।’

‘ডানকি’র টিজারটির দৈর্ঘ্য ১ মিনিট ৪৮ সেকেন্ড। এর শুরুতে দেখা যায়, কয়েকজনকে নিয়ে মরুভূমিতে এগিয়ে যাচ্ছেন শাহরুখ। দূর থেকে তাদের লক্ষ্য রেখে একজন বন্দুকধারী গুলি চালায়। সিনেমাটিতে চার বন্ধুর গল্প দেখা যাবে যারা লন্ডনে পাড়ি জমানোর স্বপ্ন সত্যি করতে দুর্গম ও কঠিন যাত্রার প্রস্তুতি নিতে থাকে।

‘ডানকি’র দৃশ্যে শাহরুখ খান (ছবি: রেড চিলিস এন্টারটেইনমেন্ট)

বাস্তব-জীবনের অভিজ্ঞতা থেকে ‘ডানকি’তে প্রেম ও বন্ধুত্বের গল্প বলেছেন রাজকুমার হিরানি। এতে আবেগ, কমেডি, প্রেম, নাটকীয়তাসহ সব আছে।

‘ডানকি’র দৃশ্য (ছবি: রেড চিলিস এন্টারটেইনমেন্ট)

‘ডানকি’তে শাহরুখের চরিত্রের নাম হার্ডি। তার সঙ্গে অভিনয় করেছেন তাপসী পান্নু (মনু), ভিকি কৌশল (সুখী), বোমান ইরানি (গুলাটি), বিক্রম কোচার (বুগ্গু) এবং সুনীল গ্রোভার (বাল্লি)। সিনেমাটির শুটিং হয়েছে হাঙ্গেরির বুদাপেস্ট, সংযুক্ত আরব আমিরাত ও কাশ্মিরে।

‘ডানকি’র দৃশ্যে ভিকি কৌশল (ছবি: রেড চিলিস এন্টারটেইনমেন্ট)

যশরাজ ফিল্মসের পরিবেশনায় আগামী ২১ ডিসেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে ‘ডানকি’। ভারতের সিনেমাহলে এটি আসবে ২২ ডিসেম্বর। এটি যৌথভাবে প্রযোজনা করেছে শাহরুখের প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট, রাজকুমার হিরানি ফিল্মস এবং জিও স্টুডিওস।

সিনেমাওয়ালা প্রচ্ছদ