বলিউড
রাশমিকার ভাইরাল ভিডিওর মেয়েটি কে, ভুয়া বোঝা গেলো যেভাবে

রাশমিকা মান্দানা (ছবি: ইনস্টাগ্রাম)
ভারতের দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া নিজের একটি ভিডিওকে অত্যন্ত ভীতিকর হিসেবে উল্লেখ করেছেন। কারণ এতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে অন্য নারীর শরীরের সঙ্গে তার মুখ বসানো হয়েছে। তিনি এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে– যে নারীর শরীরের সঙ্গে রাশমিকার মুখাবয়ব জুড়ে দিয়ে ভাইরাল ভিডিওটি সাজানো হয়েছে, তার নাম জারা প্যাটেল। ইনস্টাগ্রামে গত ৯ অক্টোবর ব্রিটিশ-ভারতীয় এই নারী ভিডিওটি পোস্ট করেন। এতে দেখা যায়, একটি লিফটের দরজা বন্ধ হওয়ার সময় হাত বাড়িয়ে উঠে ক্যামেরায় তাকিয়ে হেসে নিজের চুলের ঝুটিতে হাত বুলিয়েছেন তিনি।
The original video is of Zara Patel, a British-Indian girl with 415K followers on Instagram. She uploaded this video on Instagram on 9 October. (2/3) pic.twitter.com/MJwx8OldJU
— Abhishek (@AbhishekSay) November 5, 2023
রাশমিকার ভাইরাল ভিডিওটি যে ভুয়া, সেটি প্রথম জানান ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্ম অল্ট নিউজের সাংবাদিক অভিষেক কুমার। তিনি সোশ্যাল মিডিয়া এক্সে (টুইটার) আসল ভিডিওটি পোস্ট করেন। ভারতীয় এই সাংবাদিক উল্লেখ করেন, লিফটে প্রবেশ করার মুহূর্তে জারা প্যাটেলের পরিবর্তে রাশমিকার মুখ জুড়ে দিয়ে জোচ্চুরি করা হয়েছে। তার কথায়, ‘ভুয়া বোঝা যাচ্ছে না বলে ভাইরাল ভিডিওটি নিয়ে সাধারণ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মেতে ওঠাটাই স্বাভাবিক ছিলো।’
রাশমিকা মূলত তেলুগু ও কান্নাডা সিনেমায় কাজ করে থাকেন। গত বছর অমিতাভ বচ্চনের সহশিল্পী হিসেবে ‘গুডবাই’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। সাংবাদিক অভিষেক কুমারের পোস্ট শেয়ার দিয়ে বিগ বি কড়া আইনি পদক্ষেপের আহ্বান জানিয়েছেন।
সোশ্যাল মিডিয়া এক্সে এক বিবৃতিতে রাশমিকা বলেন, ‘এমন ঘটনা শুধু আমার জন্য নয়, আমাদের প্রত্যেকের জন্য ভয়ঙ্কর যারা প্রযুক্তির অপব্যবহারের কারণে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। স্কুল কিংবা কলেজে থাকাকালীন যদি আমার সঙ্গে এমন ঘটতো তাহলে আমি সত্যিই ভাবতে পারছি না কীভাবে পরিস্থিতি সামাল দিতাম।’

রাশমিকা মান্দানা (ছবি: ইনস্টাগ্রাম)
কঠিন সময়ে পরিবার ও বন্ধুদের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাশমিকা। একইসঙ্গে এমন ভীতিকর জোচ্চুরি ঠেকাতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ২৭ বছর বয়সী এই তারকা।
রাশমিকার মুখ জুড়ে দেওয়া ভুয়া ভিডিওটির আসল নারী জারা প্যাটেল এ ঘটনায় মর্মাহত। ইনস্টাগ্রাম স্টোরিসে তিনি লিখেছেন, ‘আমি নারী ও মেয়েদের ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন, যারা সোশ্যাল মিডিয়ায় নিজেদের যুক্ত রাখার ক্ষেত্রে সবসময় ভয়ে থাকবে।’
ভারতের তথ্যপ্রযুক্তিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর এ ধরনের ভুয়া ভিডিওকে ভুল তথ্য ছড়ানোর ব্যাপক ক্ষতিকারক রূপ হিসেবে অভিহিত করেছেন। ভারতের তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে নিশ্চিত করতে হবে যেন কোনো ব্যবহারকারীর মাধ্যমে ভুল কিছু পোস্ট না হয়। যেসব প্ল্যাটফর্ম এটি মেনে চলবে না তাদের ভারতীয় আইনের অধীনে আদালতে নেওয়া যেতে পারে।
রাশমিকার নতুন হিন্দি সিনেমা ‘অ্যানিমেল’ মুক্তি পাবে আগামী ১ ডিসেম্বর। এতে রণবীর কাপুরের বিপরীতে গীতাঞ্জলি চরিত্রে দেখা যাবে তাকে। সিনেমাটি পরিচালনা করেছেন সন্দীপ রেড্ডি বাঙ্গা। তিনি এর আগে ‘কবির সিং’ (২০১৯) পরিচালনা করে আলোচিত হয়েছেন।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস