Connect with us

ওটিটি

যে কারণে শার্লক হোমস ও কিছু গোয়েন্দা সিরিজ দেখেছেন সাদিয়া আয়মান

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘কলিংবেল’-এর দৃশ্যে সাদিয়া আয়মান (ছবি: চরকি)

ছোট পর্দার এ প্রজন্মের অভিনেত্রী সাদিয়া আয়মান অল্প সময়ে দর্শকদের মধ্যে গ্রহণযোগ্যতা তৈরি করেছেন। ফলে নির্মাতারা তাকে বিভিন্ন চরিত্রে নির্বাচন করছেন। নাটকের পাশাপাশি ওয়েব সিরিজে নানান আঙ্গিকে হাজির হচ্ছেন তিনি। এবার ‘কলিংবেল’-এ ভিন্ন একটি আবহে দেখা যাবে তাকে। এটি চরকির ‘প্রচলিত’ ওয়েব সিরিজের চতুর্থ গল্প।

‘কলিংবেল’-এ সদ্য বিবাহিত দম্পতি অ্যানা ও রিচার্ড একটি ফ্ল্যাট ভাড়া নেয়। ফ্ল্যাটের কলিংবেল প্রতিদিন একই সময়ে বেজে ওঠে। কিন্তু দরজা খুলে কাউকে দেখা যায় না। কারণ অনুসন্ধান করতে গিয়ে প্রকাশ পায় অপ্রত্যাশিত কিছু সত্য।

‘কলিংবেল’-এর দৃশ্যে সাদিয়া আয়মান (ছবি: চরকি)

‘কলিংবেল’ প্রসঙ্গে সাদিয়া আয়মান বলেন, ‘গল্প শুনেই ভালো লেগেছিলো। এর আগে এমন কোনো কাজের অভিজ্ঞতা ছিলো না আমার। গল্পের শুরুতে রোমান্টিক কিছু মুহূর্ত আছে, আবার ভয়েরও কিছু দৃশ্য দেখা যাবে। সব মিলিয়ে গল্পের গ্রাফটা আমার খুব ভালো লেগেছে।’

‘কলিংবেল’-এর দৃশ্যে সাদিয়া আয়মান (ছবি: চরকি)

নিজের প্রস্তুতির বিষয়ে সাদিয়া আয়মান বলেন, ‘নিজের মতো করে কিছুটা প্রস্তুতি নিয়েছিলাম। আমার চরিত্রের মধ্যে একটু গোয়েন্দা ভাবের দরকার ছিলো। সেজন্য শার্লক হোমস ও কিছু গোয়েন্দা সিরিজ দেখেছিলাম। আমার লুকটাও ভিন্ন ছিল। গল্পটা দেখলে সবার ভালো লাগবে আশা করি।’

‘কলিংবেল’-এর দৃশ্যে সাদিয়া আয়মান ও বায়োজিদ হক (ছবি: চরকি)জোয়ার্দার

আগামীকাল (৯ নভেম্বর) রাত ৮টায় চরকিতে মুক্তি পাবে ‘কলিংবেল’। এতে অভিনয় করেছেন সাদিয়া আয়মান, বায়োজিদ হক জোয়ার্দার, শাহানা রহমান সুমিসহ অনেকে।

রহস্য-রোমাঞ্চে ভরপুর ‘প্রচলিত’ প্রসঙ্গে নির্মাতা আবিদ মল্লিক বলেন, ‘কাজের প্রয়োজনে দেশের বিভিন্ন জায়গায় যেতে হয় আমাকে। সিরিজটির গল্পগুলোর ভাবনা এভাবেই হাঁটতে, চলতে, কখনো মানুষের মুখে, কখনো পড়ে, কিছু শৈশব থেকে ভাবনায় গেঁথে গেছে। সেগুলোকে সমসাময়িকতার চাদরে জড়িয়ে বর্তমান সময়কে প্রতিফলিত করার চেষ্টা করেছি।’

‘কলিংবেল’-এর দৃশ্যে সাদিয়া আয়মান (ছবি: চরকি)

চরকি জানিয়েছে, ওয়েব সিরিজটিতে মোট পাঁচটি পর্ব। প্রতি বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে একটি করে নতুন পর্ব। গত ১৯ অক্টোবর রিংটোন (২৫ মিনিট), ২৬ অক্টোবর ‘বিলাই’ (২৩ মিনিট) ও ২ নভেম্বর মুক্তি পেয়েছে ‘বেওয়ারিশ’ (২৬ মিনিট)। আগামী ১৬ নভেম্বর আসবে ‘হাতবদল’ (১৮ মিনিট)। এগুলোতে অভিনয় করেছেন মোস্তফা মন্ওয়ার, ইয়াশ রোহান, আব্দুল্লাহ আল সেন্টু, রফিউল কাদের রুবেল, মাহমুদ আলম, তনয় বিশ্বাস, ফারিন খান, রাফায়েতুল্লাহ সোহান, খালিদ হাসান রুমি, আশরাফুল আশীষসহ অনেকে।

গত জুলাই ও আগস্টে ‘প্রচলিত’র শুটিং হয়েছে ঢাকা, মানিকগঞ্জ ও সাভারের বিভিন্ন স্থানে। চিত্রগ্রহণ করেছেন রাজু রাজ। আবহ সংগীত সাজিয়েছেন খৈয়াম সানু সন্ধি। সাউন্ড ডিজাইন করেছেন রিপন নাথ।

সিনেমাওয়ালা প্রচ্ছদ