Connect with us

ওয়ার্ল্ড সিনেমা

গোয়াতে আইএফএফআই উৎসবে জয়ার ‘ফেরেশতে’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘ফেরেশতে’র দৃশ্যে জয়া আহসান (ছবি: ইমাশ সিনেমা)

ভারতের গোয়াতে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (আইএফএফআই) ৫৪তম আসরে আমন্ত্রণ পেলো নন্দিত অভিনেত্রী জয়া আহসানের বাংলা সিনেমা ‘ফেরেশতে’। উৎসবটির সিনেমা অব দ্য ওয়ার্ল্ড শাখায় রয়েছে এটি। এর প্রদর্শনীতে তার অংশ নেওয়ার কথা রয়েছে। আগামী ২০ নভেম্বর শুরু হয়ে ৫৪তম গোয়া উৎসব চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।

আইএফএফআই’র অফিসিয়াল ওয়েবসাইটে ‘ফেরেশতে’র পোস্টার ও কয়েকটি স্থিরচিত্র প্রকাশিত হয়েছে। পোস্টারে জয়াকে তিন সহশিল্পীর সঙ্গে রিকশায় দেখা যাচ্ছে। তারা হলেন রিকিতা নন্দিনী শিমু, সুমন ফারুক ও শিশুশিল্পী সাথী।

‘ফেরেশতে’র দৃশ্যে সুমন ফারুক, রিকিতা নন্দিনী শিমু, সাথী ও জয়া আহসান (ছবি: ইমাশ সিনেমা)

সিনেমাটিতে নাম ভূমিকায় থাকছেন জয়া। গল্পে দেখা যাবে, ফেরেশতে ও তার স্বামী আমজাদ নিজেদের ইচ্ছেপূরণের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়। এতে আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী ও জ্যঁ-পল সেরমাদিরাস।

‘ফেরেশতে’র দৃশ্যে রিকিতা নন্দিনী শিমু ও জয়া আহসান (ছবি: ইমাশ সিনেমা)

কাকতালীয় ব্যাপার হলো, জয়া (বিউটি সার্কাস) ও রিকিতা নন্দিনী শিমু (শিমু) এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যৌথভাবে সেরা অভিনেত্রী হয়েছেন। আগামীকাল (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।

‘ফেরেশতে’র দৃশ্যে সুমন ফারুক ও জয়া আহসান (ছবি: ইমাশ সিনেমা)

‘ফেরেশতে’ পরিচালনা করেছেন ইরানের মোর্তজা অতাশ জমজম। তার সঙ্গে মিলে চিত্রনাট্য লিখেছেন মুমিত আল রশিদ। সিনেমাটি প্রযোজনা করেছেন শাহীন সুলতানা।

বিশ্বের বিভিন্ন প্রান্তের সমকালীন অসাধারণ কিছু সিনেমা নিয়ে সাজানো হয়েছে এবারের সিনেমা অব দ্য ওয়ার্ল্ড শাখা। এরমধ্যে উল্লেখযোগ্য ৭৬তম কান ফিল্ম ফেস্টিভ্যালের মূল প্রতিযোগিতায় থাকা ফ্রান্সের ক্যাথেরিন কোরসিনির ‘হোমকামিং’, আঁ সাঁর্তা রিগা শাখায় নির্বাচিত ফ্রান্সের ডেলফিন দেলোগেঁ পরিচালিত ‘অল টু প্লে ফর’, ৮০তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের মূল প্রতিযোগিতায় থাকা ইতালির এদোয়ার্দো দে আঞ্জেলিস পরিচালিত ‘কমানদান্তে’ ইত্যাদি।

জয়া আহসান

আইএফএফআই’র সর্বোচ্চ পুরস্কারের নাম সোনালি ময়ূর। দ্বিতীয় সর্বোচ্চ স্বীকৃতির নাম রৌপ্য ময়ূর। তাই এই ফেস্টিভ্যালে কৃত্রিম ময়ূর চোখে পড়ে।

গত বছর ৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (আইএফএফআই) জয়া আহসান অভিনীত ‘নকশিকাঁথার জমিন’ আইসিএফটি ইউনেস্কো গান্ধী মেডেল অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প ‘বিধবাদের কথা’ অবলম্বনে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নারীদের আত্মত্যাগের কথা তুলে ধরা হয়েছে এতে। সরকারি অনুদান ও টিএম ফিল্মসের প্রযোজনায় আকরাম খান পরিচালিত সিনেমাটিতে আরো অভিনয় করেছেন সেঁওতি, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি, ইরেশ যাকের ও রওনক হাসান। সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে।

এদিকে জয়া আহসানের প্রথম হিন্দি সিনেমা ‘কড়ক সিং’-এর পোস্টার প্রকাশিত হয়েছে। এতে বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠিকে দেখা গেছে। সিনেমাটি মুক্তি পাবে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে। এতে দেখা যাবে সংকটের মুখে একটি পরিবারের একত্রিত হওয়ার হৃদয়ছোঁয়া গল্প। অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালনায় সিনেমাটিতে আরো অভিনয় করেছেন সানজানা সঙ্গী, পার্বতী থিরুভোথুসহ অনেকে।

‘দশম অবতার’ সিনেমায় জয়া আহসান (ছবি: এসভিএফ এন্টারটেইনমেন্ট)

চলতি বছর পশ্চিমবঙ্গে জয়া আহসানের দুটি সিনেমা ব্যবসাসফল হয়েছে। এরমধ্যে সৃজিত মুখার্জির ‘দশম অবতার’ সিনেমায় পুলিশের ভূমিকায় দেখা গেছে তাকে। আর কৌশিক গাঙ্গুলীর পরিচালনায় ‘অর্ধাঙ্গিনী’তে বাংলাদেশের উঠতি গায়িকা মেঘনা চরিত্রে অভিনয় করেছেন তিনি।

‘পেয়ারার সুবাস’ সিনেমায় জয়া আহসান (ছবি: চরকি)

জয়া আহসানের হাতে বাংলাদেশের কয়েকটি সিনেমা আছে। এরমধ্যে নূরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস’ ৪৫তম মস্কো ফিল্ম ফেস্টিভ্যালের মূল প্রতিযোগিতা শাখায় নির্বাচিত হয়। বৈবাহিক জীবনের গল্প নিয়ে সাজানো হয়েছে এটি। এতে আরো অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, দিহান, সুষমা সরকার, নূর ইমরান মিঠু, জয়িতা মহালনবিশসহ অনেকে। আলফা আই প্রযোজিত ‘পেয়ারার সুবাস’ সিনেমার সহ-প্রযোজক ওটিটি প্ল্যাটফর্ম চরকি।

পশ্চিমবঙ্গে সর্বশেষ গত জুনে মুক্তি পায় জয়া আহসান অভিনীত ‘অর্ধাঙ্গিনী’। কৌশিক গাঙ্গুলীর পরিচালনায় এতে বাংলাদেশের উঠতি গায়িকা মেঘনা চরিত্রে অভিনয় করেছেন তিনি।

জয়া আহসানের ‘জয়া আর শারমিন’ সিনেমাটি অনেকদিন ধরে মুক্তির অপেক্ষায় আছে। এতে তাকে দেখা যাবে জয়া চরিত্রে। শারমিনের ভূমিকায় আছেন মঞ্চনাটকের শিল্পী মহসিনা আক্তার। দুই জন নারীর অচেনা ভুবন নিয়ে সাজানো হয়েছে এই সিনেমা। এতে আরো অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী। এটি পিপলু আর. খানের প্রথম কাহিনিচিত্র। তার সঙ্গে মিলে চিত্রনাট্য তৈরি করেছেন নুসরাত ইসলাম মাটি। ‘জয়া আর শারমিন’ যৌথভাবে প্রযোজনা করেছে অ্যাপলবক্স ফিল্মস, সি-তে সিনেমা এবং বক্স অফিস মাল্টিমিডিয়া।

সিনেমাওয়ালা প্রচ্ছদ