Connect with us

ছবি ও কথা

ছবিতে ছবিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২ বিজয়ীরা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

বড় পর্দায় গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের হাতে পুরস্কার ও পদক তুলে দিয়েছেন। আজ (১৪ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ছিলো এই আয়োজন। ২০২২ সালের জন্য ২৭টি বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে। আজীবন সম্মাননা ৩ লাখ টাকা, সেরা পূর্ণদের্ঘ্য সিনেমার প্রযোজক ও সেরা পরিচালক ২ লাখ টাকা এবং অন্যান্য শাখার বিজয়ী প্রত্যেকে ১ লাখ টাকা করে পেয়েছেন। এছাড়া দেওয়া হয়েছে ১৮ ক্যারেট মানের ১৫ গ্রাম ওজনের স্বর্ণপদক, পদকের রেপ্লিকা ও সম্মাননাপত্র। পুরস্কার বিতরণের পর নাচ-গানে অংশ নেন তারকারা। সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনা করেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা। ৪৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের দেখুন ছবিতে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২ বিজয়ী শিল্পী-কুশলীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন।

‘বিউটি সার্কাস’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জয়া আহসান।

‘শিমু’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রিকিতা নন্দিনী শিমু।

‘হাওয়া’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন চঞ্চল চৌধুরী।

‘পাপ-পুণ্য’ সিনেমার জন্য সেরা পার্শ্ব-অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আফসানা মিমি।

‘পরাণ’ সিনেমার জন্য সেরা পার্শ্ব-অভিনেতার পুরস্কার পেয়েছেন নাসির উদ্দিন খান।

‘দেশান্তর’ সিনেমার জন্য সেরা খল অভিনেতার পুরস্কার পেয়েছেন সুভাশিষ ভৌমিক।

আজীবন সম্মাননা পেয়েছেন অভিনেত্রী রোজিনা। অভিনেতা খসরুকেও দেওয়া হয়েছে আজীবন সম্মাননা।

‘অপারেশন সুন্দরবন’ সিনেমার ‘এ মন ভিজে যায়’ গানের জন্য সেরা গায়কের পুরস্কার পেয়েছেন বাপ্পা মজুমদার।

‘হৃদিতা’ সিনেমার ‘ঠিকানাবিহীন তোমাকে’ গানের জন্য সেরা গায়কের পুরস্কার পেয়েছেন চন্দন সিনহা।

‘পায়ের ছাপ’ সিনেমার জন্য সেরা সংগীত পরিচালকের পুরস্কার পেয়েছেন রিপন খান।

‘অপারেশন সুন্দরবন’ সিনেমার জন্য সেরা কৌতুক অভিনেতার পুরস্কার পেয়েছেন দীপু ইমাম।

‘বীরত্ব’ সিনেমার জন্য সেরা শিশুশিল্পীর পুরস্কার পেয়েছেন মুনতাহা এমিলিয়া।

‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ সিনেমার জন্য শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার পেয়েছেন ফারজিনা আক্তার।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ