মঞ্চ-শিল্প
দীর্ঘ বিরতির পর মহিলা সমিতির মঞ্চে প্রাচ্যনাটের ‘কইন্যা’
প্রাচ্যনাটের দর্শকনন্দিত নাটক ‘কইন্যা’ দীর্ঘ ১৫ বছর পর ঢাকার বেইলি রোডে মহিলা সমিতির মঞ্চে ফিরছে। আগামীকাল (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় এর ৮২তম প্রদর্শনী হবে।
মহিলা সমিতিতে সর্বশেষ ২০০৮ সালের ১৮ জুলাই ‘কইন্যা’র প্রদর্শনী হয়েছিলো। আর শিল্পকলা একাডেমিতে গত বছরের নাটকটি শেষবার মঞ্চে এসেছিলো।
সিলেট-সুনামগঞ্জ হাওর অঞ্চলের লৌকিকতা নিয়ে নাটকটি লিখেছেন মুরাদ খান। নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম।
নাটকটির গল্পে দেখা যায়, কালারুকা জনপদের মানুষ মনে করে কইন্যা পীর তাদের দেখে রাখে। কইন্যা পীর কালারুকায় এসেছিলো সেই কবে। গত হয়েছে তাও যুগ যুগ আগে। তবুও এই বিশ্বাস বর্তমান। নিজের সঙ্গী বহুরূপীকে খালি বাড়ির পুকুরে মাছ রূপে রেখে যায় কইন্যা পীর। খালি বাড়িতে এখন থাকে দুই ভাই নাইওর ও দিলবর। জনপদের সবাই জানে, বিপত্নীক নাইওরের ওপর কইন্যা পীরের ভর আছে। প্রেমে মাতোয়ারা নাইওর ঘণ্টার পর ঘণ্টা জলের বহুরূপীর সঙ্গে কথা বলে। খালি বাড়িতে আশ্রিত মেছাব, নাইওরের ছোট ভাই দিলবরের সঙ্গে বিয়ের আয়োজন করে নিজ গ্রামের এক কইন্যার। যাকে সে নিজেই একসময় বিয়ের চেষ্টা করে ব্যর্থ হয়। যার প্রতি এখনো তার আসক্তি রয়েছে।
‘কইন্যা’র বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আজাদ আবুল কালাম, কাজী তৌফিকুল ইসলাম ইমন, রাহুল আনন্দ, শতাব্দী ওয়াদুদ, সাখাওয়াত হোসেন রেজভী, জাহাঙ্গীর আলম, ঋতু সাত্তার, সাহানা রহমান সুমি, শাহেদ আলী, তপন মজুমদার, বিলকিস জবা, সাইফুল ইসলাম জার্নাল, রন্তিক বিপু, শাহরিয়ার সজীব, মিতুল রহমান, রিফাত আহমেদ নোবেল, মো. রফিক, তানজিকুন, সাদী প্রমুখ। মঞ্চ ও আলোক পরিকল্পনায় মো. সাইফুল ইসলাম, সংগীত পরিকল্পনায় রাহুল আনন্দ।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস