Connect with us

গান বাজনা

যেসব গান গেয়ে জাতীয় পুরস্কার জিতেছেন রুনা লায়লা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

রুনা লায়লা

রুনা লায়লা (ছবি: ফেসবুক)

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লার প্রাপ্তি অনেক। তার অনন্য কণ্ঠে মন্ত্রমুগ্ধ সবশ্রেণির সংগীতপিপাসুরা। একজীবনে কম পাননি তিনি। দেশীয় সিনেমায় কালজয়ী অসংখ্য গান উপহার দিয়েছেন, বলিউডে খ্যাতিমান সুরকার ও কণ্ঠশিল্পীদের সঙ্গে গান করেছেন, উপমহাদেশে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন, গোল্ড ডিস্ক অ্যাওয়ার্ড পেয়েছেন, সিনেমায় অভিনয় করেছেন, মডেল হয়েছেন, রিয়েলিটি শো’র বিচারকের আসনে বসেছেন, মানবতার কল্যাণে ভূমিকা রেখেছেন। এমন আরো অনেক কিছু যুক্ত হয়েছে তার নামের পাশে।

রুনা লায়লা মোট আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। আজ (১৭ নভেম্বর) তার জন্মদিনে সেসব গানের টুকরো তথ্য জেনে নিন।

১৯৭৬ সালে মুক্তিপ্রাপ্ত এস এম শফি’র ‘দি রেইন’ সিনেমায় ‘চঞ্চলা হাওয়ারে’ গানের জন্য প্রথমবার সেরা গায়িকা হন তিনি। এর কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, সুর করেছেন আনোয়ার পারভেজ।

১৯৭৭ সালে আব্দুল লতিফ বাচ্চু পরিচালিত ‘যাদুর বাঁশি’ সিনেমায় ‘যাদু বিনা পাখি’ গানটি গেয়ে টানা দ্বিতীয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা গায়িকার স্বীকৃতি পান রুনা লায়লা। এর কথা লিখেছেন মাসুদ করিম, সুর করেছেন আজাদ রহমান।

১৯৮৯ সালে জামশেদুর রহমান পরিচালিত ‘এক্সিডেন্ট’ সিনেমার ‘শত্রু থেকে বন্ধু হলে, কেড়ে নিলে আমার মন’ গানের জন্য তৃতীয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা গায়িকা হন রুনা লায়লা। এর কথা লিখেছেন মনিরুজ্জামান মনির, সুর করেছেন আলী হোসেন।

১৯৯৪ সালে শিবলী সাদিকের ‘অন্তরে অন্তরে’ সিনেমার ‘কাল তো ছিলাম ভালো’ গানের সুবাদে চতুর্থবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা গায়িকার সম্মান আসে রুনা লায়লার ঘরে। এর কথা লিখেছেন মনিরুজ্জামান মনির, সুর করেছেন আলম খান।

২০১২ সালে আশরাফুর রহমান পরিচালিত ‘তুমি আসবে বলে’ সিনেমায় গান গেয়ে পঞ্চমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা গায়িকার স্বীকৃতি পান রুনা লায়লা।

২০১৩ সালে চাষী নজরুল ইসলামের ‘রঙিন দেবদাস’ সিনেমার ‘এ জীবন ধুপের মতো গন্ধ বিলায়’ গানের জন্য ষষ্ঠবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা গায়িকা হন রুনা লায়লা। এর কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, সুর করেছেন ইমন সাহা।

২০১৪ সালে গীতালি হাসান পরিচালিত ‘প্রিয়া তুমি সুখী হও’ সিনেমার ‘অসময়ে বাজাও বাাঁশি’ গানের জন্য সপ্তমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা গায়িকা হন রুনা লায়লা। এর কথা লিখেছেন রবি গুহ মজুমদার, সুর করেছেন শচীন দেব বর্মণ।

২০১৮ সালে আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ সিনেমায় ‘গল্পকথার ওই কল্পলোকে’ গানটির সুবাদে সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান রুনা লায়লা। এর কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, এটি গেয়েছেন আঁখি আলমগীর।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ