বলিউড
ছয় দিনে ‘টাইগার থ্রি’র ২০০ কোটি

‘টাইগার থ্রি’র দৃশ্যে সালমান খান (ছবি: যশরাজ ফিল্মস)
বলিউড সুপারস্টার সালমান খানের ‘টাইগার থ্রি’ মুক্তির ছয় দিনে ২০০ কোটির ক্লাবে প্রবেশ করলো। শুধু ভারতে এখন পর্যন্ত সিনেমাটি আয় করেছে ২০১ কোটি রুপি।
দীপাবলি উপলক্ষে গত ১২ নভেম্বর (রবিবার) হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় ভারতের ৫ হাজার ৫০০টি এবং অন্যান্য দেশের ৩ হাজার ৪০০টি সিনেমাহলে মুক্তি পেয়েছে ‘টাইগার থ্রি’। প্রথম দিনে হিন্দি সংস্করণ থেকে ৪৩ কোটি রুপি এবং তামিল ও তেলুগু সংস্করণ থেকে আসে ১ কোটি ৫০ লাখ রুপি। সব মিলিয়ে দীপাবলিতে পয়লা দিনেই ৪৪ কোটি ৫০ লাখ রুপি আয়ের ঘটনা হিন্দি সিনেমার ইতিহাসে সর্বোচ্চ।

‘টাইগার থ্রি’র দৃশ্যে সালমান খান ও ক্যাটরিনা কাইফ (ছবি: যশরাজ ফিল্মস)
‘টাইগার থ্রি’ মুক্তির দ্বিতীয় দিন (১৩ নভেম্বর) ৫৮ কোটি রুপি ও ডাবিং সংস্করণ থেকে আসা ১ কোটি ২৫ লাখ রুপি মিলিয়ে ৫৯ কোটি ২৫ লাখ রুপি আয় করেছে। হিন্দি সিনেমার ইতিহাসে মুক্তির প্রথম সোমবার সর্বোচ্চ আয়ের রেকর্ড এটাই। টাইগার থ্রি’ মুক্তির তৃতীয় দিন ৪৩ কোটি ৫০ লাখ রুপি ও দক্ষিণী সংস্করণ থেকে ১ কোটি ২৫ লাখ মিলিয়ে আয় করেছে ৪৪ কোটি ৭৫ লাখ রুপি।

‘টাইগার থ্রি’তে সালমান খান ও ক্যাটরিনা কাইফ (ছবি: যশরাজ ফিল্মস)
বলিউডে নায়কদের মধ্যে সালমান খানের ২০০ কোটি রুপি আয় করা সিনেমার সংখ্যা দাঁড়িয়েছে ৭টি। তার পরের স্থানগুলোতে আছেন আমির খান ও শাহরুখ খান (৪টি করে), অজয় দেবগণ (৩টি) এবং অভিষেক বচ্চন, অক্ষয় কুমার, রণবীর কাপুর, রণবীর সিং, শহিদ কাপুর ও হৃতিক রোশন (২টি করে)।
নায়িকাদের মধ্যে ২০০ কোটি রুপির ক্লাবে ৪টি করে সিনেমা নিয়ে যৌথভাবে এক নম্বরে আছেন ক্যাটরিনা কাইফ ও দীপিকা পাড়ুকোন। তালিকায় এরপরে আছেন যথাক্রমে কারিনা কাপুর খান (৩টি) এবং কিয়ারা আদভানি, আলিয়া ভাট, আনুশকা শর্মা ও সোনম কাপুর (২টি করে)।

‘টাইগার থ্রি’র দৃশ্যে সালমান খান (ছবি: যশরাজ ফিল্মস)
২ ঘণ্টা ৩৬ মিনিটের ‘টাইগার থ্রি’ যশরাজ ফিল্মসের গোয়েন্দা ইউনিভার্সের পঞ্চম সিনেমা। আগেরগুলো হলো ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’ এবং ‘পাঠান’। গত জানুয়ারিতে মুক্তিপ্রাপ্ত শাহরুখের ‘পাঠান’ সিনেমায় টাইগারের ভূমিকায় অতিথি হিসেবে ছিলেন সালমান খান। দুই খানকে বড় পর্দায় একফ্রেমে ফিরে পাওয়া ছিলো দর্শকদের জন্য বাড়তি পাওনা। এবার ‘টাইগার থ্রি’তে পাঠান চরিত্রে অতিথি হয়েছেন শাহরুখ। এছাড়া আছেন হৃতিক রোশন। ‘ওয়ার’ (২০১৯) সিনেমার কবির চরিত্রে তাকে ক্ষণিকের জন্য দেখা গেছে।

‘টাইগার থ্রি’র দৃশ্যে ক্যাটরিনা কাইফ ও সালমান খান (ছবি: যশরাজ ফিল্মস)
‘টাইগার থ্রি’ হলো ‘এক থা টাইগার’ (২০১২) ও ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমার সিক্যুয়েল। ‘ওয়ার’ (২০১৯) ও ‘পাঠান’ (২০২৩) সিনেমার পরের ঘটনা রয়েছে এতে। এর বাজেট ৩০০ কোটি রুপি। এতে ছয় বছর পর অবিনাশ সিং রাঠোর ওরফে টাইগার চরিত্রে সালমান খান এবং জোয়া হুমায়নি চরিত্রে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ। খলচরিত্রে আছেন ইমরান হাশমি। তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন রিধি দোগরা। এছাড়া আছেন রেভাতি, রণবীর শোরে, কুমুদ মিশ্র, বিশাল জেঠওয়া প্রমুখ। ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজের আগের দুই পর্বে নেতিবাচক চরিত্রে অভিনয় করেন সাজ্জাদ দেলাফরুজ ও গাভি চাহাল।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস